ETV Bharat / state

100 দিনের কাজে দুর্নীতিতে বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়াবাড়িতে ইডি - ED Raids at Deputy Magistrate House

ED Raids Over MGNREGA Scam: বহরমপুরে মুর্শিদাবাদ জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালালো ইডি ৷ সেই সঙ্গে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক কর্মীর বাড়িতেও হানা দিয়েছে ইডি ৷ একশোদিনের কাজের প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগে এই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 2:20 PM IST

একশোদিনের কাজে দুর্নীতির তদন্তে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে হানা ইডির

বহরমপুর, 6 ফেব্রুয়ারি: মনরেগা বা একশোদিনের কাজে দুর্নীতির অভিযোগ আজ রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই তালিকায় এবার নাম রয়েছে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের ৷ বহরমপুরে তাঁর ভাড়াবাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা ৷ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে ইডি ৷ অন্যদিকে, ঢিল ছোড়া দূরত্বে সাসপেন্ড হওয়া পঞ্চায়েত কর্মী রথীন্দ্রকুমার দের বাড়িতেও হানা দিয়েছে ইডি ৷

জানা গিয়েছে, আজ সকালে প্রথম বিষ্ণুপুর কালীবাড়ি এলাকায় রথীন্দ্রকুমার দে-র বাড়িতে যায় ইডি ৷ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে ঢোকেন তদন্তকারীরা ৷ দীর্ঘদিন ধরে নওদা পঞ্চায়েত অফিসে কর্মরত ছিলেন তিনি ৷ সেখানে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক হিসেবে কাজ করতেন ৷ 2 বছর আগে টাকা তছরুপের অভিযোগে তাঁকে সাসপেন্ড হন তিনি ৷ যে টাকার পরিমাণ প্রায় 4 কোটি টাকা ৷ অভিযোগ একশোদিনের কাজের সেই টাকা পুরোটাই নিজে আত্মসাৎ করেন ৷ অবশ্য সেই টাকা নিজের এবং বোনের ব্যাংক অ্যাকাউন্টে দু’ভাগে রেখেছিলেন ৷

জানা গিয়েছে, মুর্শিদাবাদের বর্তমান এনডিসি ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান, একসময় হুগলির ধনেখালির বিডিও ছিলেন ৷ সেই সময় একশোদিনের কাজের প্রকল্পে 'ডিস্ট্রিক্ট নোডাল অফিসার' ছিলেন তিনি ৷ তাই একশোদিনের কাজে দুর্নীতির মামলায় এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর ৷ সেই সূত্রে আজ সকালে সঞ্চয়ন পানের সল্টলেকের বাড়িতেও ইডির একটি দল তল্লাশি চালাচ্ছে ৷ উল্লেখ্য, এই সঞ্চয়ন পানের বহরমপুরের ভাড়াবাড়ি থেকে মাত্র 200 মিটার দূরেই সাসপেন্ড হওয়া নওদা পঞ্চায়েতের কর্মীর বাড়ি ৷

উল্লেখ্য, আজ সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালাচ্ছে ৷ যার মধ্যে অন্যতম এই মুর্শিদাবাদের বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি ৷ এছাড়াও, উত্তর 24 পরগনা, হুগলি ও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ৷

আরও পড়ুন:

  1. 100 দিনের কাজে দুর্নীতি, সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা
  2. নামবিভ্রাট ! বাহিনী নিয়ে ভুল ঠিকানায় হানা, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ চুঁচুড়ায়
  3. শুভেন্দুর ইন্ধনেই বাংলাজুড়ে ইডির হানা, অভিযোগ শশী পাঁজার

একশোদিনের কাজে দুর্নীতির তদন্তে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে হানা ইডির

বহরমপুর, 6 ফেব্রুয়ারি: মনরেগা বা একশোদিনের কাজে দুর্নীতির অভিযোগ আজ রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই তালিকায় এবার নাম রয়েছে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের ৷ বহরমপুরে তাঁর ভাড়াবাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা ৷ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে ইডি ৷ অন্যদিকে, ঢিল ছোড়া দূরত্বে সাসপেন্ড হওয়া পঞ্চায়েত কর্মী রথীন্দ্রকুমার দের বাড়িতেও হানা দিয়েছে ইডি ৷

জানা গিয়েছে, আজ সকালে প্রথম বিষ্ণুপুর কালীবাড়ি এলাকায় রথীন্দ্রকুমার দে-র বাড়িতে যায় ইডি ৷ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে ঢোকেন তদন্তকারীরা ৷ দীর্ঘদিন ধরে নওদা পঞ্চায়েত অফিসে কর্মরত ছিলেন তিনি ৷ সেখানে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক হিসেবে কাজ করতেন ৷ 2 বছর আগে টাকা তছরুপের অভিযোগে তাঁকে সাসপেন্ড হন তিনি ৷ যে টাকার পরিমাণ প্রায় 4 কোটি টাকা ৷ অভিযোগ একশোদিনের কাজের সেই টাকা পুরোটাই নিজে আত্মসাৎ করেন ৷ অবশ্য সেই টাকা নিজের এবং বোনের ব্যাংক অ্যাকাউন্টে দু’ভাগে রেখেছিলেন ৷

জানা গিয়েছে, মুর্শিদাবাদের বর্তমান এনডিসি ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান, একসময় হুগলির ধনেখালির বিডিও ছিলেন ৷ সেই সময় একশোদিনের কাজের প্রকল্পে 'ডিস্ট্রিক্ট নোডাল অফিসার' ছিলেন তিনি ৷ তাই একশোদিনের কাজে দুর্নীতির মামলায় এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর ৷ সেই সূত্রে আজ সকালে সঞ্চয়ন পানের সল্টলেকের বাড়িতেও ইডির একটি দল তল্লাশি চালাচ্ছে ৷ উল্লেখ্য, এই সঞ্চয়ন পানের বহরমপুরের ভাড়াবাড়ি থেকে মাত্র 200 মিটার দূরেই সাসপেন্ড হওয়া নওদা পঞ্চায়েতের কর্মীর বাড়ি ৷

উল্লেখ্য, আজ সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালাচ্ছে ৷ যার মধ্যে অন্যতম এই মুর্শিদাবাদের বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি ৷ এছাড়াও, উত্তর 24 পরগনা, হুগলি ও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ৷

আরও পড়ুন:

  1. 100 দিনের কাজে দুর্নীতি, সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা
  2. নামবিভ্রাট ! বাহিনী নিয়ে ভুল ঠিকানায় হানা, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ চুঁচুড়ায়
  3. শুভেন্দুর ইন্ধনেই বাংলাজুড়ে ইডির হানা, অভিযোগ শশী পাঁজার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.