ETV Bharat / state

দু'টি বাড়ি-সহ জ্যোতিপ্রিয়র 48টি সম্পত্তি বাজেয়াপ্ত ইডি'র, বালুর ওজন কমে 37 কেজি - Ration Scam - RATION SCAM

Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক এবং বোলপুরের দু’টি বাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ নিয়োগ দুর্নীতিতেও মোট 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 7:35 AM IST

Updated : Apr 13, 2024, 7:57 AM IST

কলকাতা, 13 এপ্রিল: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ ইডি সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেক এবং বোলপুরের দু'টি বাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অন্যদিকে, জেলে থাকাকালীন ওজন অনেকটাই কমেছে জ্যোতিপ্রিয় মল্লিকের ৷

নিয়োগ দুর্নীতি থেকে রাজ্যে রেশন দুর্নীতি, প্রত্যেকটিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে কিংবা সংশোধনাগারে রয়েছেন রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, যিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন জেল হেফাজতে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের পর ওজন অনেকটাই কমল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়রও।
জানা গিয়েছে, রেশন দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেল হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ধারাবাহিকভাবে ওজন কমছে। এমনটাই আদালতে দাবি করেছেন তাঁর আইনজীবী।

এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতার নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন করা হয়। তখন আদালতে জানানো হয়, জেলে থাকাকালীন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওজন 25 কেজি কমে গিয়েছে। বর্তমানে তাঁর ওজন 37 কেজি হয়েছে বলেও আদালতে দাবি করেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী।

পাশাপাশি রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক এবং বোলপুরের দু’টি বাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হাবড়ার বিধায়ক বালুর বাড়ি বাদেও মোট 48টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা এবং প্রসন্ন রায়েরও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ সূত্রের খবর, মোট 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ৷

আরও পড়ুন:

  1. 'ক্ষতিপূরণ দেওয়া হবে, কমিশন শাস্তি দিলে মাথা পেতে নেব', মমতার সুরেই ঘোষণা অভিষেকের
  2. পয়লা বৈশাখে বিজেপির নির্বাচনী প্রচারে নামছেন 'মহাগুরু'

কলকাতা, 13 এপ্রিল: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ ইডি সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেক এবং বোলপুরের দু'টি বাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অন্যদিকে, জেলে থাকাকালীন ওজন অনেকটাই কমেছে জ্যোতিপ্রিয় মল্লিকের ৷

নিয়োগ দুর্নীতি থেকে রাজ্যে রেশন দুর্নীতি, প্রত্যেকটিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে কিংবা সংশোধনাগারে রয়েছেন রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, যিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন জেল হেফাজতে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের পর ওজন অনেকটাই কমল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়রও।
জানা গিয়েছে, রেশন দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেল হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ধারাবাহিকভাবে ওজন কমছে। এমনটাই আদালতে দাবি করেছেন তাঁর আইনজীবী।

এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতার নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন করা হয়। তখন আদালতে জানানো হয়, জেলে থাকাকালীন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওজন 25 কেজি কমে গিয়েছে। বর্তমানে তাঁর ওজন 37 কেজি হয়েছে বলেও আদালতে দাবি করেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী।

পাশাপাশি রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক এবং বোলপুরের দু’টি বাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হাবড়ার বিধায়ক বালুর বাড়ি বাদেও মোট 48টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা এবং প্রসন্ন রায়েরও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ সূত্রের খবর, মোট 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ৷

আরও পড়ুন:

  1. 'ক্ষতিপূরণ দেওয়া হবে, কমিশন শাস্তি দিলে মাথা পেতে নেব', মমতার সুরেই ঘোষণা অভিষেকের
  2. পয়লা বৈশাখে বিজেপির নির্বাচনী প্রচারে নামছেন 'মহাগুরু'
Last Updated : Apr 13, 2024, 7:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.