কলকাতা, 6 জুন: রেশন দুর্নীতি কাণ্ডে টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। চলতি সপ্তাহে তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে তাঁরা জানতে পারেন, এক অভিযুক্তের সঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের যোগাযোগ ছিল। এছাড়াও, টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ওই ব্যক্তির একাধিক টাকা-পয়সা লেনদেন হয়েছে।
কী কারণে এই লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন হয়েছে তা জানার জন্যই ঋতুপর্ণা সেনগুপ্তকে গতকাল, বুধবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু দেশের বাইরে থাকায় অভিনেত্রী আসতে পারেননি। তবে এবারে ইডির ডাকে টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাড়া দেবেন কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। মূলত ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ইডি আধিকারিকরা কথা বলে রেশন দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত আটকে থাকা একাধিক প্রশ্নের জট ছাড়াতে চান ৷
মূলত, রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত নেমে সংস্থার গোয়েন্দারা প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। পরে রাতে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও তাঁরা গ্রেফতার করেন। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর সন্দেশখালির 'বেতাজ বাদশা' বলে পরিচিত শেখ শাহজাহান এবং তার অনুগামীদের হদিস পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেই মতোই গত 5 জানুয়ারি সকালে ইডি আধিকারিকরা সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন। পরে দীর্ঘ নাটকীয় এবং রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে শেখ শাহজাহানকে। পরে তাকে নিজেদের হেফাজতে পায় সিবিআই।