মালদা, 23 এপ্রিল: এবারই প্রথম মালদার মানুষ দু’টি ইভিএম ব্যালট ইউনিটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন ৷ তবে গোটা জেলা নয়, শুধুমাত্র মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোটাররা প্রথমবার এই অভিজ্ঞতার সাক্ষী থাকবেন ৷ অল্পের জন্য সেই সুযোগ থেকে বঞ্চিত মালদা উত্তরের ভোটাররা ৷ কমিশন সূত্রে খবর, চব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে মালদা দক্ষিণ ও রায়গঞ্জ কেন্দ্রে দু’টি ইভিএম ব্যালট ইউনিটে ভোট হবে ৷
মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষের পর দেখা যায়, মালদা দক্ষিণ কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন 17 জন প্রার্থী ৷ সঙ্গে রয়েছে নোটাও ৷ প্রতিটি ইভিএম ব্যালট ইউনিটে সর্বাধিক 16 জন প্রার্থীর নাম থাকতে পারে ৷ ফলে এই কেন্দ্রে দু’টি ব্যালট ইউনিট অপরিহার্য হয়ে পড়ে ৷ অল্পের জন্য মালদা উত্তর কেন্দ্রে দু’টি ব্যালট ইউনিট ব্যবহার হচ্ছে না ৷ এই কেন্দ্রে 17 জন প্রার্থী মনোনয়ন পেশ করলেও পরে দু’জন প্রত্যাহার করে নেন ৷ অর্থাৎ নোটা নিয়ে এই কেন্দ্রের ব্যালট ইউনিটে 16টি জায়গা রয়েছে ৷
মালদা দক্ষিণ কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের ইশা খান চৌধুরী, বহুজন সমাজ পার্টির বিকাশ রবিদাস, তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, জনসংঘ পার্টির অসীম মণ্ডল, সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়ার (কমিউনিস্ট) অংশুধর মণ্ডল, আম্বেদকারিতে পার্টি অফ ইন্ডিয়ার কবীর মদন দাস, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির জালালুদ্দিন সরকার, জামাত ই সেরাতুল মুস্তাকিম পার্টির মহম্মদ মনিরুল হাসান, রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির মহম্মদ নুর ইসলাম শেখ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার মহম্মদ শাহনওয়াজ রহমতুল্লা এবং ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টির সুস্মিতা দে কার্জি ৷ এছাড়াও রয়েছেন পাঁচ নির্দল প্রার্থী অমলকুমার রবিদাস, আহমেদ হেদাতুল হাসান, মহম্মদ জামাল শেখ, পূর্ণচন্দ্র মণ্ডল ও বিজয়কুমার সরকার ৷
এদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী 26 এপ্রিল প্রতিদ্বন্দ্বিতা করছেন 20 জন প্রার্থী ৷ সঙ্গে রয়েছে নোটার বোতাম ৷ ফলে 21 বোতামের এই কেন্দ্রেও দু’টি ব্যালট ইউনিটের ব্যবহার অপরিহার্য ৷ এই কেন্দ্রে এবার কংগ্রেসের আলি ইমরান রমজ (ভিক্টর), তৃণমূলের কৃষ্ণ কল্যাণী, বিজেপির কার্তিকচন্দ্র পাল, বহুজন সমাজ পার্টির স্বপনকুমার দাস, ইন্ডিয়া মানুষ পার্টির আল মনোয়ারা বেগম, জয়প্রকাশ জনতা দলের তপন বর্মন, আম্বেদকারিতে পার্টি অফ ইন্ডিয়ার দুর্গা মুর্মু, ভূমিপুত্র ইউনাইটেড পার্টির রমেশচন্দ্র সিনহা, নর্থ বেঙ্গল পিপলস পার্টির সাহিদুর রহমান ও সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়ার (কমিউনিস্ট) সনাতন দত্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এই কেন্দ্রে ভোটের লড়াইয়ে রয়েছেন 10 জন নির্দল প্রার্থীও ৷ তাঁরা হলেন আনওয়ারুল হক, আলি ইমরান, মহম্মদ আব্রাহিম হক, কালীদাস মুর্মু, দ্বারিকনাথ বর্মন, মহম্মদ নাজির আখতার, পলাশচন্দ্র মাহাতো, ফকিরা মহম্মদ, রূপক রায় ও শরণ্য দত্ত ৷
আরও পড়ুন: