ETV Bharat / state

হিংসা ঠেকাতে হবে কমিশনকেই, ভোটদান শুরু হতেই কড়াবার্তা রাজ্যপালের - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

WB Guv to ECI: হিংসা ঠেকাতে কড়া বার্তা রাজ্যপালের ৷ ভোট শুরুর পরই নির্বাচন কমিশনকে পাঠ পড়ালেন সিভি আনন্দ বোস ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 8:27 AM IST

Updated : Apr 19, 2024, 9:55 AM IST

কলকাতা, 19 এপ্রিল: হিংসা হলে কঠোর ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে ৷ লোকসভা ভোটের শুরুতেই কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷

শুক্রবার রাজ্যের তিন আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এদিনই অবশ্য উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের ৷ নির্বাচন কমিশনের তরফে রাজ্যপালকে কোচবিহার বা আলিপুরদুয়ারে না-যাওয়ার জন্য অনুরোধ করা হয় ৷ তারপরও অবশ্য নিজের অবস্থানে অনড় থাকেন রাজ্যপাল ৷ শেষ পর্যন্ত তৃণমূলের আপত্তিতে তিনি পূর্ব নির্ধারিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন ৷ তারপরই ভোট নিয়ে কড়া বার্তা শোনা গেল রাজ্যপালের গলায় ৷

এদিন রাজ্যপাল বলেন, "বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতি চায় ৷ বাংলার মানুষের সেটাই প্রাপ্য। বিশেষ করে নির্বাচনের সময় রাজ্যে আইন-শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যে কোনও হিংসা এবং হিংসা ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা উচিত ৷ কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ ৷ এটি নির্বাচন কমিশনের দায়িত্ব।"

এর আগে রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে বৃহস্পতিবার চাপানউতর চরমে ওঠে ৷ প্রথমে রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে আপত্তি তুলেছিল খোদ নির্বাচন কমিশন ৷ তাঁকে ভোটের দিন সেখানে না-যাওয়ারও অনুরোধ করে কমিশন ৷ এরপর অবশ্য রাজভবনের তরফে জানানো হয়, কোচবিহার নয়, রাজ্যপাল যাবেন আলিপুরদুয়ারে ৷ এমনকী রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ তাঁর যাওয়াতে কোনও বাধা নেই বলেও রাজভবনের তরফে কমিশনকে জানানো হয় ৷ এরপরই তৃণমূলের তরফে রাজ্যপালের সফর নিয়ে আপত্তি তুলে কমিশনে নালিশ জানায় তৃণমূল ৷ যার জেরে শেষপর্যন্ত সফর বাতিল করেন রাজ্যপাল ৷

এদিন উত্তরবঙ্গ সফর বাতিল করে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান রাজ্য়পাল ৷ পুজো দেওয়ার পর বেরিয়ে রাজ্যপাল কড়াবার্তা দেন ৷ একই সঙ্গে একহাত নেন নির্বাচন কমিশনকে ৷ কোনও অশান্তি হলে কমিশনকেই তার দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি ৷ তবে এর বাইরে অন্য কোনও বিষয় নিয়ে মন্তব্য করেননি রাজ্যপাল ৷

আরো পড়ুন

শুরু লোকসভা ভোট, দেশবাসীকে রেকর্ড ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রীর

সরাসরি: শুরু হয়ে গেল দিল্লির দৌড় 2024, আজ প্রথম দফা, ভোট দিলেন স্ট্যালিন-রজনীকান্ত

কলকাতা, 19 এপ্রিল: হিংসা হলে কঠোর ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে ৷ লোকসভা ভোটের শুরুতেই কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷

শুক্রবার রাজ্যের তিন আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এদিনই অবশ্য উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের ৷ নির্বাচন কমিশনের তরফে রাজ্যপালকে কোচবিহার বা আলিপুরদুয়ারে না-যাওয়ার জন্য অনুরোধ করা হয় ৷ তারপরও অবশ্য নিজের অবস্থানে অনড় থাকেন রাজ্যপাল ৷ শেষ পর্যন্ত তৃণমূলের আপত্তিতে তিনি পূর্ব নির্ধারিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন ৷ তারপরই ভোট নিয়ে কড়া বার্তা শোনা গেল রাজ্যপালের গলায় ৷

এদিন রাজ্যপাল বলেন, "বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতি চায় ৷ বাংলার মানুষের সেটাই প্রাপ্য। বিশেষ করে নির্বাচনের সময় রাজ্যে আইন-শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যে কোনও হিংসা এবং হিংসা ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা উচিত ৷ কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ ৷ এটি নির্বাচন কমিশনের দায়িত্ব।"

এর আগে রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে বৃহস্পতিবার চাপানউতর চরমে ওঠে ৷ প্রথমে রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে আপত্তি তুলেছিল খোদ নির্বাচন কমিশন ৷ তাঁকে ভোটের দিন সেখানে না-যাওয়ারও অনুরোধ করে কমিশন ৷ এরপর অবশ্য রাজভবনের তরফে জানানো হয়, কোচবিহার নয়, রাজ্যপাল যাবেন আলিপুরদুয়ারে ৷ এমনকী রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ তাঁর যাওয়াতে কোনও বাধা নেই বলেও রাজভবনের তরফে কমিশনকে জানানো হয় ৷ এরপরই তৃণমূলের তরফে রাজ্যপালের সফর নিয়ে আপত্তি তুলে কমিশনে নালিশ জানায় তৃণমূল ৷ যার জেরে শেষপর্যন্ত সফর বাতিল করেন রাজ্যপাল ৷

এদিন উত্তরবঙ্গ সফর বাতিল করে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান রাজ্য়পাল ৷ পুজো দেওয়ার পর বেরিয়ে রাজ্যপাল কড়াবার্তা দেন ৷ একই সঙ্গে একহাত নেন নির্বাচন কমিশনকে ৷ কোনও অশান্তি হলে কমিশনকেই তার দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি ৷ তবে এর বাইরে অন্য কোনও বিষয় নিয়ে মন্তব্য করেননি রাজ্যপাল ৷

আরো পড়ুন

শুরু লোকসভা ভোট, দেশবাসীকে রেকর্ড ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রীর

সরাসরি: শুরু হয়ে গেল দিল্লির দৌড় 2024, আজ প্রথম দফা, ভোট দিলেন স্ট্যালিন-রজনীকান্ত

Last Updated : Apr 19, 2024, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.