ETV Bharat / state

দুর্গাপুজোর আগাম টিকিট বুকিংয়ে রবিতে শিয়ালদা-হাওড়ায় খোলা রিজার্ভেশন অফিস - Eastern Railway Reservation offices - EASTERN RAILWAY RESERVATION OFFICES

Eastern Railway Reservation offices: দুর্গাপুজোর আগাম টিকিট বুকিংয়ের সুবিধার্থে শিয়ালদহ-হাওড়া শাখায় রবিবার সকালে খোলা থাকবে রিজার্ভেশন অফিস ৷ কোথায় ও কবে খোলা থাকবে অফিস, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV Bharat
রবিতে শিয়ালদা-হাওড়ায় খোলা রিজার্ভেশন অফিস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 3:37 PM IST

Updated : Jun 12, 2024, 8:05 PM IST

কলকাতা, 12 জুন: দুর্গাপুজোর আগাম টিকিট বুকিংয়ের চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল ৷ যাত্রীদের সুবিধার্থে নির্দিষ্ট কয়েকদিনের জন্য হাওড়া ও শিয়ালদা শাখায় রবিবারও রিজার্ভেশন অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে ৷

রবিতে শিয়ালদা-হাওড়ায় খোলা রিজার্ভেশন অফিস (নিজস্ব ভিডিয়ো)

হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস ৷ আর তারপরেই আবারও চার সন্তান নিয়ে ধরাধামে আগমন করবেন দেবী দুর্গা । এই সময় শহরে থেকেই উৎসব উপভোগ করতে চান অনেকে ৷ ভ্রমণপিপাসু বাঙালির অনেকে আবার লম্বা ছুটি পেয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন ইতিউতি । অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যাঁরা ট্রেনে চড়ে ঘুরতে যান, তাঁদের জন্য টিকিট বুকিংয়ের ব্যবস্থা ইতিমধ্যেই চালু করেছে পূর্ব রেল ।

প্রথমে বুকিং কিছুটা হালকা থাকলেও যত দিন এগিয়ে আসে, ততই টিকিটের চাহিদা বাড়ে ৷ 16 জুন থেকে 14 জুলাইয়ের মধ্যে টিকিটের চাহিদা অনেকটাই বেড়ে যায় । তাই যাত্রীদের সুবিধার্থে রবিবার সকালে হাওড়া ও শিয়ালদা শাখায় টিকিট রিজার্ভেশন অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । বুধবার তারা এ কথা জানিয়েছে ।

আজ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান যে, আগামী 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত শিয়ালদহ ও হাওড়া বিভাগের রিজার্ভেশন অফিসগুলি (পিআরএস এবং এসআরও উভয়ই) রবিবার খোলা রাখা হবে । যে রবিবারগুলি সকালে খোলা থাকবে রিজার্ভেশন অফিস সেই তারিখগুলি হল, 16 জুন, 23 জুন, 30 জুন, 7 জুলাই ও 14 জুলাই । এই তারিখগুলিতে শুধুমাত্র সকালের শিফটেই খোলা থাকবে রেলের রিজার্ভেশন অফিস ।

পাশাপাশি শিয়ালদা শাখার মোট 45টি রিজার্ভেশন অফিস রবিবার খোলা থাকবে । শিয়ালদা শাখায় যে স্টেশনগুলিতে রিজার্ভেশন অফিস খোলা থাকবে সেগুলি হল, শিয়ালদা, কলকাতা, বিধাননগর রোড, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, দক্ষিণেশ্বর, বেলঘরিয়া, সোদপুর, টিটাগড়, ব্যারাকপুর, শ্যামনগর, কাঁকিনাড়া, নৈহাটী, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট, মাজদিয়া, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি, বেথুয়াডহরী, দেবগ্রাম , পলাশী, বেলডাঙা, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, লালগোলা, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসত, হাবরা, ঠাকুরনগর, বনগাঁও, বসিরহাট, হাসনাবাদ, যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, সোনারপুর, কোমাগাতামারু বজবজ, মাঝেরহাট ও ক্যানিং স্টেশন ।

কলকাতা, 12 জুন: দুর্গাপুজোর আগাম টিকিট বুকিংয়ের চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল ৷ যাত্রীদের সুবিধার্থে নির্দিষ্ট কয়েকদিনের জন্য হাওড়া ও শিয়ালদা শাখায় রবিবারও রিজার্ভেশন অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে ৷

রবিতে শিয়ালদা-হাওড়ায় খোলা রিজার্ভেশন অফিস (নিজস্ব ভিডিয়ো)

হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস ৷ আর তারপরেই আবারও চার সন্তান নিয়ে ধরাধামে আগমন করবেন দেবী দুর্গা । এই সময় শহরে থেকেই উৎসব উপভোগ করতে চান অনেকে ৷ ভ্রমণপিপাসু বাঙালির অনেকে আবার লম্বা ছুটি পেয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন ইতিউতি । অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যাঁরা ট্রেনে চড়ে ঘুরতে যান, তাঁদের জন্য টিকিট বুকিংয়ের ব্যবস্থা ইতিমধ্যেই চালু করেছে পূর্ব রেল ।

প্রথমে বুকিং কিছুটা হালকা থাকলেও যত দিন এগিয়ে আসে, ততই টিকিটের চাহিদা বাড়ে ৷ 16 জুন থেকে 14 জুলাইয়ের মধ্যে টিকিটের চাহিদা অনেকটাই বেড়ে যায় । তাই যাত্রীদের সুবিধার্থে রবিবার সকালে হাওড়া ও শিয়ালদা শাখায় টিকিট রিজার্ভেশন অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । বুধবার তারা এ কথা জানিয়েছে ।

আজ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান যে, আগামী 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত শিয়ালদহ ও হাওড়া বিভাগের রিজার্ভেশন অফিসগুলি (পিআরএস এবং এসআরও উভয়ই) রবিবার খোলা রাখা হবে । যে রবিবারগুলি সকালে খোলা থাকবে রিজার্ভেশন অফিস সেই তারিখগুলি হল, 16 জুন, 23 জুন, 30 জুন, 7 জুলাই ও 14 জুলাই । এই তারিখগুলিতে শুধুমাত্র সকালের শিফটেই খোলা থাকবে রেলের রিজার্ভেশন অফিস ।

পাশাপাশি শিয়ালদা শাখার মোট 45টি রিজার্ভেশন অফিস রবিবার খোলা থাকবে । শিয়ালদা শাখায় যে স্টেশনগুলিতে রিজার্ভেশন অফিস খোলা থাকবে সেগুলি হল, শিয়ালদা, কলকাতা, বিধাননগর রোড, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, দক্ষিণেশ্বর, বেলঘরিয়া, সোদপুর, টিটাগড়, ব্যারাকপুর, শ্যামনগর, কাঁকিনাড়া, নৈহাটী, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট, মাজদিয়া, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি, বেথুয়াডহরী, দেবগ্রাম , পলাশী, বেলডাঙা, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, লালগোলা, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসত, হাবরা, ঠাকুরনগর, বনগাঁও, বসিরহাট, হাসনাবাদ, যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, সোনারপুর, কোমাগাতামারু বজবজ, মাঝেরহাট ও ক্যানিং স্টেশন ।

Last Updated : Jun 12, 2024, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.