ETV Bharat / state

টিকিটের টাকা থেকে সর্বকালীন রেকর্ড আয় পূর্ব রেলের - INDIAN RAILWAY - INDIAN RAILWAY

Eastern Railway: 2023-24 অর্থবর্ষে সর্বকালীন রেকর্ড আয় পূর্ব রেলের ৷ যাত্রীদের টিকিটের টাকা থেকে হয়েছে এই আয় ৷ সমীক্ষা পেশ করে জানাল রেল কর্তৃপক্ষ ৷

Indian Railway
পূর্ব রেলের আয় (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 7:55 AM IST

কলকাতা, 11 মে: যাত্রীদের টিকিটের টাকা থেকে প্রায় 3600 কোটি টাকা আয় করেছে পূর্ব রেল । সম্প্রতি এমনটাই জানাল, রেল কর্তৃপক্ষ । 2023-24 অর্থবর্ষে টিকিট থেকেই সর্বোচ্চ আয় হয়েছে পূর্ব রেলের, যা সর্বকালীন রেকর্ড বলে জানিয়েছেন তারা ।

পূর্ব রেলের তথ্য অনুসারে, 2022-23 অর্থবর্ষের তুলনায় 2023-24 অর্থবর্ষে টিকিট থেকে আয় বেড়েছে এক লাফে 9 শতাংশ ৷ তাৎপর্যপূর্ণ বিষয়টি হল শহরের পাশাপাশি শহরতলীর মানুষজন ইদানিং যাতায়াতের জন্য ট্রেনকেই বেছে নিচ্ছেন অনেক বেশি । তাই এই অর্থবর্ষে শহরতলীর যাত্রীদের (সাবার্বান প্যাসেঞ্জার সার্ভিস) টিকিট বাবদ পূর্ব রেল আয় করেছে প্রায় 636 কোটি টাকা ।

Eastern Railway
পূর্ব রেলের সমীক্ষা (ইটিভি ভারত)

অন্যদিকে, 2023-24 অর্থবর্ষে শহর ও শহরতলী মিলিয়ে সফর করেছেন প্রায় 1151 লক্ষ যাত্রী । এই সংখ্যার মধ্যে সাবার্বান বা শহরতলী এলাকার যাত্রীর সংখ্যা প্রায় 965 লক্ষ । পূর্ব রেলের সমীক্ষা বলছে, জীবিকাসূত্র বা পড়াশোনা কিংবা অন্য কোনও কারণে এই সংখ্য়ক যাত্রী কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে শহরে নিয়মিত যাতায়াত করেন ৷ পাশাপাশি, এই অর্থবর্ষে 'নন-সাবাবার্ন' যাত্রীদের সংখ্যাও বেড়েছে বিপুল হারে ৷ গত বছরের তুলনায় এই বছর প্রায় 9 শতাংশ বেড়েছে এই সংখ্যা ।

Eastern Railway
পূর্ব রেলের সমীক্ষা (ইটিভি ভারত)

2023-24 অর্থবর্ষে প্রায় 186 লক্ষ 'নন-সাবার্বান' যাত্রী নিয়ে যাতায়াত করেছে পূর্ব রেল । পূর্ব রেলের তরফে জানান হয়েছে, গত এপ্রিল মাস পর্যন্ত রোদের তীব্র দাপটের কারণে স্কুল কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেশ কিছু অফিস বন্ধ ছিল ৷ কিন্তু তারপরও এবছর এপ্রিল মাসে যাত্রীদের সংখ্যা ছিল নজরকাড়া । তাই নেহাত খারাপ রোজগার হয়নি পূর্ব রেলের । এপ্রিলেই প্রায় 1073 কোটি টাকা লাভ হয়েছে পূর্ব রেলের । এই সংখ্যাটি পূর্ব রেলের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:

কলকাতা, 11 মে: যাত্রীদের টিকিটের টাকা থেকে প্রায় 3600 কোটি টাকা আয় করেছে পূর্ব রেল । সম্প্রতি এমনটাই জানাল, রেল কর্তৃপক্ষ । 2023-24 অর্থবর্ষে টিকিট থেকেই সর্বোচ্চ আয় হয়েছে পূর্ব রেলের, যা সর্বকালীন রেকর্ড বলে জানিয়েছেন তারা ।

পূর্ব রেলের তথ্য অনুসারে, 2022-23 অর্থবর্ষের তুলনায় 2023-24 অর্থবর্ষে টিকিট থেকে আয় বেড়েছে এক লাফে 9 শতাংশ ৷ তাৎপর্যপূর্ণ বিষয়টি হল শহরের পাশাপাশি শহরতলীর মানুষজন ইদানিং যাতায়াতের জন্য ট্রেনকেই বেছে নিচ্ছেন অনেক বেশি । তাই এই অর্থবর্ষে শহরতলীর যাত্রীদের (সাবার্বান প্যাসেঞ্জার সার্ভিস) টিকিট বাবদ পূর্ব রেল আয় করেছে প্রায় 636 কোটি টাকা ।

Eastern Railway
পূর্ব রেলের সমীক্ষা (ইটিভি ভারত)

অন্যদিকে, 2023-24 অর্থবর্ষে শহর ও শহরতলী মিলিয়ে সফর করেছেন প্রায় 1151 লক্ষ যাত্রী । এই সংখ্যার মধ্যে সাবার্বান বা শহরতলী এলাকার যাত্রীর সংখ্যা প্রায় 965 লক্ষ । পূর্ব রেলের সমীক্ষা বলছে, জীবিকাসূত্র বা পড়াশোনা কিংবা অন্য কোনও কারণে এই সংখ্য়ক যাত্রী কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে শহরে নিয়মিত যাতায়াত করেন ৷ পাশাপাশি, এই অর্থবর্ষে 'নন-সাবাবার্ন' যাত্রীদের সংখ্যাও বেড়েছে বিপুল হারে ৷ গত বছরের তুলনায় এই বছর প্রায় 9 শতাংশ বেড়েছে এই সংখ্যা ।

Eastern Railway
পূর্ব রেলের সমীক্ষা (ইটিভি ভারত)

2023-24 অর্থবর্ষে প্রায় 186 লক্ষ 'নন-সাবার্বান' যাত্রী নিয়ে যাতায়াত করেছে পূর্ব রেল । পূর্ব রেলের তরফে জানান হয়েছে, গত এপ্রিল মাস পর্যন্ত রোদের তীব্র দাপটের কারণে স্কুল কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেশ কিছু অফিস বন্ধ ছিল ৷ কিন্তু তারপরও এবছর এপ্রিল মাসে যাত্রীদের সংখ্যা ছিল নজরকাড়া । তাই নেহাত খারাপ রোজগার হয়নি পূর্ব রেলের । এপ্রিলেই প্রায় 1073 কোটি টাকা লাভ হয়েছে পূর্ব রেলের । এই সংখ্যাটি পূর্ব রেলের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.