হাওড়া, 30 জুলাই: দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের কাছে 12810 হাওড়া-সিএসএমটি মুম্বই মেলের বগি লাইনচ্যুত হয়েছে ৷ মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনের পরিষেবায় প্রভাব পড়েছে ও আগামী কয়েকদিনে পড়বে ৷ এদিন রেল কর্তৃপক্ষের তরফে তেমনটাই জানানো হয়েছে ৷ সেই মতো বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল করেছে রেল ৷
নতুন করে বাতিল হওয়া ট্রেনিগুলি-
- 02863 হাওড়া-যশবন্তপুর স্পেশাল ৷ এই ট্রেনটি আগামী 1 অগস্ট বাতিল করা হয়েছে ৷
- 18189 টাটানগর-এরনাকুলাম এক্সপ্রেস ট্রেনটি 31 জুলাই বাতিল থাকছে ৷
যে ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে-
- 12262 হাওড়া-সিএসএমটি মুম্বই দুরন্ত এক্সপ্রেস ট্রেনটির যাত্রাপথ পরিবর্তন করে খড়গপুর ও ভদ্রক দিয়ে যাবে ৷
- 12130 হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথ পরিবর্তন করে সিনি, কান্দ্র, পুরুলিয়া, হাতিয়া, নওগাঁ ও রাউরকেল্লা হয়ে যাবে ৷
- 18005 হাওড়া-জগদ্দলপুর এক্সপ্রেস ট্রেনটি চণ্ডীল, মুড়ি, হাতিয়া ও রাউরকেল্লা দিয়ে যাবে ৷
- 12834 হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস চণ্ডীল, পুরুলিয়া, হাতিয়া ও রাউরকেল্লা দিয়ে চলবে ৷
- 18477 পুরী-জগন্নাথ করি ঋষিকেশ এক্সপ্রেস ৷ ট্রেনটি যাত্রাপথ পরিবর্তন করে, টাটানগর, চণ্ডীল, ভুজডি, গোমোহ, গোয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, চুনার, মানিকপুর ও ঝাঁসি দিয়ে যাবে ৷
- 18029 এলটিটি-মুম্বই শালিমার এক্সপ্রেস ট্রেনটি রাউরকেল্লা, হাতিয়া, পুরুলিয়া ও টাটানগর হয়ে যাবে ৷
- 12859 সিএসএমটি মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথ পরিবর্তন করে রাউরকেল্লা, হাতিয়া, পুরুলিয়া ও টাটানগর হয়ে চলবে ৷
- 12833 আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস পথ পরিবর্তন করে রাউরকেল্লা, হাতিয়া, পুরুলিয়া ও টাটানগর হয়ে চলবে ৷
- 18112 যশোবন্তপুর-টাটানগর এক্সপ্রেস যাত্রাপথ বদল করে নওগাঁও, হাতিয়া, মুড়ি, কোটশিলা, পুরুলিয়া ও টাটানগর হয়ে গন্তব্যে পৌঁছবে ৷
- 20821 পুনে-সাঁতরাগাছি এক্সপ্রেস নওগাঁ, হাতিয়া, মুড়ি, কোটশিলা, বোকারো স্টিল প্লান্ট, ভুজডি, আদ্রা, মেদিনীপুর ও খড়গপুর হয়ে পৌঁছবে ৷
- 12221 পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের যাত্রাপথ বদল করে নওগাঁ, হাতিয়া, মুড়ি, কোটশিলা, পুরুলিয়া ও টাটানগর হয়ে চলবে ৷
- 12890 এসএমভিটি বেঙ্গালুরু-টাটানগর এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করে নওগাঁ, মুড়ি, চণ্ডীল ও টাটানগর দিয়ে যাবে ৷
- 18478 যোগনগরী-ঋষিকেশপুরি এক্সপ্রেস ঝড়সুগুডা রোড, সম্বলপুর সিটি ও কটক হয়ে চলবে ৷
- 12101 এলটিটি-মুম্বই শালিমার এক্সপ্রেসের যাত্রাপথ বদল হয়েছে ৷ নওগাঁ, কোটশিলা, বোকারো স্টিল সিটি, আদ্রা, মেদিনীপুর ও খড়গপুর হয়ে গন্তব্যে পৌঁছবে ৷
- 12860 হাওড়া সিএসএমটি-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস টাটানগর, চণ্ডীল, পুরুলিয়া, কোটশিলা, নওগাঁও ও রাউরকেল্লা হয়ে চলবে ৷
- 12810 হাওড়া সিএসএমটি-মুম্বই মেল খড়গপুর, মেদিনীপুর, আদ্রা, ভুজডি, বোকারো স্টিল সিটি, কোটশিলা, নওগাঁও ও রাউরকেল্লা হয়ে যাবে ৷
- 12767 ননদেড়-সাঁতরাগাছি এক্সপ্রেস নওগাঁও, কোটশিলা, বোকারো স্টিল সিটি, ভুজডি, আদ্রা, মেদিনীপুর ও খড়গপুর হয়ে চালানো হবে ৷
ইতিমধ্যে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে এবং একাধিক যাত্রী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ বাকি যাত্রীদের জন্য বিকল্প ট্রেনে মুম্বই যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ সেই ট্রেনটি রওনা দিয়েছে ৷
তবে, দুর্ঘটনাগ্রস্ত মুম্বই মেলের ছড়িয়ে ছিটিয়ে থাকা কামরাগুলিকে এখনও লাইন থেকে সরানো সম্ভব হয়নি ৷ উদ্ধারকাজ শেষ হওয়ার পর, এবার একে একে লাইনচ্যুত হওয়া 18টি বগিকে সরানোর কাজ শুরু হবে, যা বেশ সময় সাপেক্ষ বলেই জানা গিয়েছে ৷ এর জেরে একাধিক শাখার ট্রেন যেমন বাতিল করতে হয়েছে, তেমনই বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করেছে রেল কর্তৃপক্ষ ৷ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে হয়েছে ৷