ETV Bharat / state

শিয়ালদা, মালদা টাউন থেকে মালতীপতপুর, রথযাত্রা স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল - Rath Yatra Special Train

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 8:44 AM IST

Updated : Jul 3, 2024, 10:01 AM IST

Eastern Railway Special Train: রথযাত্রার জন্য শিয়ালদা ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷ বিশেষ এই দুই ট্রেনের মাধ্যমে অতিরিক্ত 8 হাজার 300টি বার্থের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

Eastern Railway Special Train
রথযাত্রা স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল (ফাইল চিত্র)

কলকাতা, 3 জুলাই: রথযাত্রার জন্য বিশেষ উদ্যোগ পূর্ব রেলের ৷ শিয়ালদা ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে চলবে রথযাত্রা স্পেশাল ট্রেন। মঙ্গলবার এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ জনপ্রিয় উৎসবে অংশগ্রহণকারী অতিরিক্ত যাত্রীদের কথা মাযায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে ৷ বিশেষ এই দুই ট্রেনের মাধ্যমে অতিরিক্ত 8 হাজার 300টি বার্থের ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ রেলের এই ব্যবস্থায় উপকৃত হবেন দর্শনার্থীরা ৷

শিয়ালদা থেকে খুরদা রোড পর্যন্ত বিশেষ ট্রেনের সময়সূচি:-

আগামী 6 এবং 13 জুলাই 03101 শিয়ালদা-খুরদা রোড স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে রাত 12টা 05 মিনিটে ৷ খুরদা রোডে পৌঁছবে একই দিনে সকাল 08টা 30 মিনিটে ৷

আগামী 6 এবং 13 জুলাই 03102 খুরদা রোড-শিয়ালদা স্পেশাল ট্রেন খুরদা রোড থেকে ছাড়বে বিকেল 04টা 40 মিনিটে ৷ পরের দিন শিয়ালদায় সেই ট্রেন পৌঁছবে রাত 2টোয় ৷ আপ এবং ডাউন উভয় যাত্রাপথে ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।

মালদা টাউন থেকে মালতীপতপুর পর্যন্ত বিশেষ ট্রেনের সময়সূচি:-

আগামী 4 এবং 11 জুলাই 03419 মালদা টাউন–মালতীপতপুর স্পেশাল ট্রেন মালদা টাউন থেকে ছাড়বে সকাল 09টা 30 মিনিটে ৷ পরের দিন ভোর 03টা 55 মিলিটে সেই ট্রেন পৌঁছবে মালতীপতপুর স্টেশনে ।

আগামী 5 এবং 12 জুলাই 03420 মালতীপতপুর – মালদা টাউন স্পেশাল ট্রেন মালতীপতপুর থেকে ছাড়বে সকাল 6টায় ৷ ট্রেনটি একই দিনে রাত 11টা 45 মিনিটে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছবে । আপ এবং ডাউন উভয় দিকে ট্রেনটি রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বনপুরা, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর , ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে । ট্রেনটিতে স্লিপার ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।

কলকাতা, 3 জুলাই: রথযাত্রার জন্য বিশেষ উদ্যোগ পূর্ব রেলের ৷ শিয়ালদা ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে চলবে রথযাত্রা স্পেশাল ট্রেন। মঙ্গলবার এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ জনপ্রিয় উৎসবে অংশগ্রহণকারী অতিরিক্ত যাত্রীদের কথা মাযায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে ৷ বিশেষ এই দুই ট্রেনের মাধ্যমে অতিরিক্ত 8 হাজার 300টি বার্থের ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ রেলের এই ব্যবস্থায় উপকৃত হবেন দর্শনার্থীরা ৷

শিয়ালদা থেকে খুরদা রোড পর্যন্ত বিশেষ ট্রেনের সময়সূচি:-

আগামী 6 এবং 13 জুলাই 03101 শিয়ালদা-খুরদা রোড স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে রাত 12টা 05 মিনিটে ৷ খুরদা রোডে পৌঁছবে একই দিনে সকাল 08টা 30 মিনিটে ৷

আগামী 6 এবং 13 জুলাই 03102 খুরদা রোড-শিয়ালদা স্পেশাল ট্রেন খুরদা রোড থেকে ছাড়বে বিকেল 04টা 40 মিনিটে ৷ পরের দিন শিয়ালদায় সেই ট্রেন পৌঁছবে রাত 2টোয় ৷ আপ এবং ডাউন উভয় যাত্রাপথে ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।

মালদা টাউন থেকে মালতীপতপুর পর্যন্ত বিশেষ ট্রেনের সময়সূচি:-

আগামী 4 এবং 11 জুলাই 03419 মালদা টাউন–মালতীপতপুর স্পেশাল ট্রেন মালদা টাউন থেকে ছাড়বে সকাল 09টা 30 মিনিটে ৷ পরের দিন ভোর 03টা 55 মিলিটে সেই ট্রেন পৌঁছবে মালতীপতপুর স্টেশনে ।

আগামী 5 এবং 12 জুলাই 03420 মালতীপতপুর – মালদা টাউন স্পেশাল ট্রেন মালতীপতপুর থেকে ছাড়বে সকাল 6টায় ৷ ট্রেনটি একই দিনে রাত 11টা 45 মিনিটে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছবে । আপ এবং ডাউন উভয় দিকে ট্রেনটি রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বনপুরা, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর , ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে । ট্রেনটিতে স্লিপার ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।

Last Updated : Jul 3, 2024, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.