কলকাতা, 28 জুন: সেতু মেরামতের কাজের জন্য আবারও শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হবে বলে জানাল পূর্বরেল কর্তৃপক্ষ । এছাড়াও সময় পরিবর্তন করার পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে । শুক্রবার পূর্বরেল সূত্রে জানানো হয়েছে যে শিয়ালদা ডিভিশনের দমদম জংশন এবং বারাসত বিভাগের বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মধ্যে রেল সেতু মেরামতের কাজ হবে ৷ এই কাজের জন্য শনিবার রাত সাড়ে 10টা থেকে রবিবার সকাল সাড়ে 10টা পর্যন্ত টানা 12 ঘণ্টার পাওয়ার ব্লক নিয়ে কাজ করা হবে । নিরাপত্তার জন্য ওই রুটের আপ ও ডাউন লাইনে পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । ওই সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে ৷
29 জুন শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা :
বনগাঁ-শিয়ালদা : ডাউন 33856, 33860 / আপ 33861, 33863
হাসনাবাদ-শিয়ালদা : ডাউন 33538 / আপ 33533
30 জুন রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা :
হাসনাবাদ-শিয়ালদা : ডাউন 33512 / আপ 33513
বনগাঁ-শিয়ালদা : ডাউন 33812, 33814, 33818, 33820 / আপ 33811, 33813, 33815, 33817
দত্তপুকুর-শিয়ালদা : ডাউন 33612, 33616, 33618, 33620 / আপ 33613, 33615
লক্ষ্মীকান্তপুর-নামখানা : ডাউন 34924 / আপ 34923
মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর : ডাউন 30712 / আপ 30711
বনগাঁ-মাঝেরহাট : ডাউন 30342
হাবরা-শিয়ালদা : ডাউন 33652 / আপ 33651
বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি : আপ 30145
মাঝেরহাট-বারাসত : আপ 30351
মাঝেরহাট-মাধ্যমগ্রাম : আপ 30357 / ডাউন 30358
বারাসত-বনগাঁ : আপ 33361
বারাসত-শিয়ালদা : ডাউন 33432, 33434 / আপ 33431, 33435, 33439
বারাসত-দত্তপুকুর : আপ 33357
29 জুন শনিবার বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ওই স্টেশন থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে যে সকল ট্রেন :
বনগাঁ-শিয়ালদা : 33858
শিয়ালদা-বনগাঁ : 33859
30 জুন রবিবার বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ওখান থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে যে সকল ট্রেন :
বনগাঁ-শিয়ালদা : 33816, 33822, 33824, 33826
হাসনাবাদ-শিয়ালদা : 33514, 33516, 33518
হাবরা-শিয়ালদা : 33654
বনগাঁ-মাঝেরহাট : 30344
হাসনাবাদ-বিবাদী বাগ : 30322
শিয়ালদা-বনগাঁ : 33819, 33821, 33823
শিয়ালদা-হাসনাবাদ : 33511, 33515, 33517, 33519
শিয়ালদা-হাবরা : 33653
শিয়ালদা- গোবরডাঙা : 33681
মাঝেরহাট-দত্তপুকুর : 30317
শিয়ালদা-দত্তপুকুর : 33617
মাঝেরহাট-হাসনাবাদ : 30361
30 জুন রবিবার রানাঘাট স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করা ট্রেনের তালিকা :
গেদে-মাঝেরহাট : 30142
30 জুন রবিবার যে সব মেইল/এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন হয়েছে :
13129 বন্ধন এক্সপ্রেস
30 জুন রবিবার যেই ইএমইউর সময় পরিবর্তন হয়েছে :
33828 ডাউন বনগাঁ-শিয়ালদা