আসানসোল, 26 সেপ্টেম্বর: রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে রাজ্যের বন্যাত্রাণে সহায়তা করতে এগিয়ে এল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) কর্তৃপক্ষ। ডিভিসি'র জল ছাড়া নিয়ে বারবার ডিভিসি বনাম রাজ্য সরকার সংঘাত চরমে পৌঁছেছে ৷ তারই মাঝে মানবিক উদ্যোগ ডিভিসি কর্তৃপক্ষের। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত বানভাসি মানুষদের জন্য কর্মীদের একদিনের বেতন দেওয়ার আবেদন জানাল ডিভিসি। যদিও এই টাকা নেওয়া হবে না বলেই রাজ্য সরকারের হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
রাজ্যে এবং ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ডিভিসি-র বিভিন্ন জলাধার থেকে মাত্রাতিরিক্তভাবে জল ছেড়েছে ডিভিসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনান্য বারের মত এবারও বাংলায় 'ম্যান মেড বন্যা' বলে অভিযোগ করেছেন ৷ ডিভিসি ড্যাম থেকে নিয়ন্ত্রণহীন বা বেলাগাম জল ছেড়েছে বলেই বানভাসি হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকা ৷ ডিভিসি'র কমিটি থেকে রাজ্যের দুই উচ্চপদস্থ আধিকারিকও অব্যহতি নিয়েছেন।
এই সংঘাতের মাঝেও ডিভিসি'র তরফ থেকে বাংলায় বানভাসী মানুষের সাহায্যে ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ ডিভিসি'র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় তাদের কর্মীদের উদ্দেশে ৷ প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীকে আবেদন করে জানানো হয়েছে, বাংলায় যে বন্যা হয়েছে সেখানে ত্রাণের জন্য একদিনের বেতন সকলকে দেওয়ার জন্য ৷ তবে তা বাধ্যতামূলক নয়। যারা এই আবেদনের পরেও সাহায্য দেবেন না, তাঁদের বৃহস্পতিবারের মধ্যে ইমেল করে জানাতে হবে ৷ তবেই তাদের একদিনের বেতন কাটা যাবে না।
ডিভিসি'র জনসংযোগ আধিকারিক অরবিন্দ কুমার সিং বলেন, "যখনই দেশজুড়ে কোথাও প্রাকৃতিক বিপর্যয় ঘটে ডিভিসি এগিয়ে আসে। এই মুহূর্তে যে সার্কুলার দেওয়া হয়েছে, তার মধ্যে সবকিছুই স্পষ্ট রয়েছে ৷ তবে রাজ্য-ডিভিসি সংঘাত নিয়ে আমি কিছু বলতে পারব না।" চলতি বছরে ডিভিসি'র মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে সর্বোচ্চ আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির জন্য মাইথন এবং পাঞ্চেত ড্যামের উপর চাপ বাড়ে ৷ ফলে জল ছাড়তে বাধ্য হয় ডিভিসি ৷
রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "আমাদের যে ইউনিয়ন আছে, ওখানে পরিষ্কারভাবে বলেছি ৷ তারা প্রতিবাদ করবে। টাকাটা নিয়ে কাকে দেওয়া হবে ? মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, ডিভিসি থেকে কোনও সাহায্য নেওয়া হবে না। আমি আমাদের ইউনিয়নের মিটিং-এ যাচ্ছি ৷ তাদের পরিষ্কার জানিয়ে দেব, তাঁদের বেতন থেকে টাকা কাটতে দেওয়া হবে না। বন্যা তো হয়েই গিয়েছে। মানুষ তো জলের তলায়। এখন টাকা দিয়ে কী হবে ?"
একদিকে রাজ্যে লাগাতার বৃষ্টি ও ডিভিসি-র ক্রমাগত জল ছাড়ায় বানভাসি হয়েছে বাংলার মানুষ। দুটি ড্যাম থেকে জল ছাড়া চলছে ক্রমাগত। মঙ্গলবার থেকে রাজ্যে ফের বৃষ্টি শুরু হয়েছে ৷ বুধবার থেকে 22 হাজার কিউসেক করে দুটি ড্যাম থেকে জল ছাড়া হয়েছে। এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, এরপর আবার জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা দানা বাঁধছে।