হাড়োয়া, 7 মে: তৃতীয় দফার ভোট চলাকালীন উত্তর 24 পরগনার হাড়োয়া থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকা নগদ ৷ পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি অল্টো গাড়ি থেকে 15 লক্ষ টাকা উদ্ধার করেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে হাড়োয়া থানার মোটাআইল এলাকায়। গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করা হয়েছে ওই অল্টো গাড়ির চালককেও। কী উদ্দেশ্যে, কোথা থেকে এত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে।
ভোটের মুখে টাকা উদ্ধার অবশ্য নতুন কিছু নয়। এর আগে মালদা এবং উত্তর 24 পরগনা জেলারই বারাসত থেকে কয়েক লক্ষ টাকা এর আগে বাজেয়াপ্ত হয়েছিল। সেক্ষেত্রেও গাড়িতে তল্লাশি চালিয়ে মিলেছিল লক্ষ লক্ষ টাকা। বারাসতে তো আবার টাকা উদ্ধারের সঙ্গে 27 কেজি 414 গ্রাম গাঁজাও বাজেয়াপ্ত করেছিল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। ঘটনায় মোট সাতজনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও চার চাকা গাড়ি থেকে মিলল থরে থরে টাকা। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর থেকে পুলিশের নাকা চেকিং চলছিল হাড়োয়ার বেড়াচাঁপা রোডে। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের লোকজনও।
হাড়োয়া থেকে বেড়াচাঁপার দিকে যাওয়ার সময় একটি অল্টো গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখনই সন্দেহজনক একটি ব্যাগ নজরে আসে তাঁদের। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের। ব্যাগের ভিতরে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। এরপরই গাড়ি সমেত ব্যাগটি বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, ওই ব্যাগের ভিতরে মোট 30 টি 500 টাকার বান্ডিল ছিল। সবমিলিয়ে, মোট 15 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে। পুলিশের উপস্থিতিতে সেই টাকা গোনার প্রক্রিয়া চলে। সমস্তটাই ভিডিয়োগ্রাফি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
প্রশ্ন হল এত টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ! এর সঙ্গে কী ভোট সংক্রান্ত কোনও সংযোগ রয়েছে, নাকি অন্য কোনও উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল এই টাকা ! আটক গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করে যাবতীয় উত্তর পাওয়ার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, মঙ্গলবারই তৃতীয় দফার নির্বাচনে এই রাজ্যে চারটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। তারই মাঝে ফের টাকা উদ্ধারের ঘটনায় অস্বস্তির মুখে পড়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন
সুজাপুরে ভোট-হিংসায় জখম তৃণমূলের পোলিং এজেন্ট-সহ একাধিক কর্মী, অভিযুক্ত কংগ্রেস
বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে, কালিয়াচকে বদলানো হল ইভিএম
তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলতেই শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ