ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার অনুদান ফেরাল জয়নগরের পুজো কমিটি - Durga Puja Donation Returns

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 2:00 PM IST

Durga Puja Committee Returns Donation: একে একে রাজ্য সরকারি অনুদান ফেরাচ্ছে দুর্গাপুজো কমিটিগুলি ৷ এবার সেই তালিকায় যুক্ত হল দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর পুরসভার পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটি ৷ পুরসভার 7 ও 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মিলে এই দুর্গাপুজোর আয়োজন করে ৷

Durga Puja Committee Returns Donation
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার অনুদান ফেরাল জয়নগরের পুজো কমিটি (নিজস্ব চিত্র)

জয়নগর, 26 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান ফেরাল আরও একটি দুর্গাপুজো কমিটি ৷ এবার সরকারি অনুদান না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জয়নগর মজিলপুর পুরসভার 7 ও 14 নম্বর ওয়ার্ডের পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটি ৷ সম্প্রতি পুজো কমিটির তরফে সমাজ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার অনুদান ফেরাল জয়নগরের পুজো কমিটি (ইটিভি ভারত)

জয়নগর মজিলপুর পুরসভার 7 ও 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পরিচালনায় স্থানীয় একটি ক্লাবের মাঠে এই পুজো হয় ৷ পুজোর বয়স প্রায় 40 বছর ৷ পুজো কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বাপিন বৈদ্য বলেন, "আরজি কর-কাণ্ডের পরিপ্রক্ষিতে আমরা এলাকার বাসিন্দাদের কাছে হোয়াটসঅ্যাপ এবং সরাসরি বৈঠকে এ ব্যাপারে মতামত চেয়েছিলাম ৷ সেখানে সকলেই টাকা না-নেওয়ার পক্ষে মত দিয়েছেন ৷ সেই মতো আমরা অনুদান না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷"

তিনি আরও বলেন, "85 হাজার টাকাটা আমাদের মতো পুজো কমিটির কাছে একটা বড় ব্যাপার ৷ কিন্তু, বর্তমান পরিস্থিতিতে পুজোর সঙ্গে যুক্ত কেউই চাইছেন না আমরা অনুদানটা নিই ৷" এলাকার অন্য পুজো কমিটিগুলির কাছেও তাঁরা আবেদন করেছেন, সরকারি অনুদান প্রত্যাখ্যান করার জন্য ৷ তবে, এলাকার আর কোনও পুজো কমিটির তরফে অবশ্য এখনও পর্যন্ত অনুদান ফেরানো নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি ৷

পুজো কমিটি সূত্রের খবর, এই পুজোর বাজেট প্রায় 5 লক্ষ টাকা ৷ গত কয়েক বছর সরকারি অনুদান নিয়েই পুজো হয়েছে ৷ এবার অনুদান ছাড়া পুজো করার জন্য বাজেটে কাট ছাঁট করা হচ্ছে ৷ পুজোর উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান প্রবীর বৈদ্য বলেন, "আমরা চল্লিশ বছর ধরে পুজো করছি ৷ শেষ কয়েক বছর বাদে এতদিন তো অনুদান ছাড়াই পুজো হয়েছে ৷ এবারেও অনুদান ছাড়াই পুজো হবে ৷"

জয়নগর, 26 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান ফেরাল আরও একটি দুর্গাপুজো কমিটি ৷ এবার সরকারি অনুদান না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জয়নগর মজিলপুর পুরসভার 7 ও 14 নম্বর ওয়ার্ডের পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটি ৷ সম্প্রতি পুজো কমিটির তরফে সমাজ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার অনুদান ফেরাল জয়নগরের পুজো কমিটি (ইটিভি ভারত)

জয়নগর মজিলপুর পুরসভার 7 ও 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পরিচালনায় স্থানীয় একটি ক্লাবের মাঠে এই পুজো হয় ৷ পুজোর বয়স প্রায় 40 বছর ৷ পুজো কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বাপিন বৈদ্য বলেন, "আরজি কর-কাণ্ডের পরিপ্রক্ষিতে আমরা এলাকার বাসিন্দাদের কাছে হোয়াটসঅ্যাপ এবং সরাসরি বৈঠকে এ ব্যাপারে মতামত চেয়েছিলাম ৷ সেখানে সকলেই টাকা না-নেওয়ার পক্ষে মত দিয়েছেন ৷ সেই মতো আমরা অনুদান না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷"

তিনি আরও বলেন, "85 হাজার টাকাটা আমাদের মতো পুজো কমিটির কাছে একটা বড় ব্যাপার ৷ কিন্তু, বর্তমান পরিস্থিতিতে পুজোর সঙ্গে যুক্ত কেউই চাইছেন না আমরা অনুদানটা নিই ৷" এলাকার অন্য পুজো কমিটিগুলির কাছেও তাঁরা আবেদন করেছেন, সরকারি অনুদান প্রত্যাখ্যান করার জন্য ৷ তবে, এলাকার আর কোনও পুজো কমিটির তরফে অবশ্য এখনও পর্যন্ত অনুদান ফেরানো নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি ৷

পুজো কমিটি সূত্রের খবর, এই পুজোর বাজেট প্রায় 5 লক্ষ টাকা ৷ গত কয়েক বছর সরকারি অনুদান নিয়েই পুজো হয়েছে ৷ এবার অনুদান ছাড়া পুজো করার জন্য বাজেটে কাট ছাঁট করা হচ্ছে ৷ পুজোর উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান প্রবীর বৈদ্য বলেন, "আমরা চল্লিশ বছর ধরে পুজো করছি ৷ শেষ কয়েক বছর বাদে এতদিন তো অনুদান ছাড়াই পুজো হয়েছে ৷ এবারেও অনুদান ছাড়াই পুজো হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.