ETV Bharat / state

15 হাজার কাচের বোতলে তৈরি প্যান্ডেল ! ভাবনায় চমক গঙ্গারামপুরের নাট্য সংসদ ক্লাবের - DURGA PUJA 2024

গঙ্গারামপুরের ব্লক পাড়া এলাকার নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো এবার 34 বছরে পা দিয়েছে ৷ প্রতি বছরের মতো এবছরও নতুন ভাবনায় দক্ষিণ দিনাজপুরের এই ক্লাব ৷

GANGARAMPUR Natya Sangsad Club
নতুন ভাবনায় গঙ্গারামপুরের 'নাট্য সংসদ ক্লাব' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 1:12 PM IST

গঙ্গারামপুর, 9 অক্টোবর: আজ শুভ ষষ্ঠী ৷ মা দুর্গার আরাধনায় মেতে উঠেছে আম বাঙালি ৷ দিন কয়েক আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ব্লক পাড়া এলাকার নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিবছর নতুন ভাবন নিয়ে পুজোর আয়োজন করে এই ক্লাব ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ প্রায় 15 হাজার কাচের বোতল এবং ফেলে দেওয়া ভাঙা জিনিসপত্র দিয়ে সম্পূর্ণ প্যান্ডেল তৈরি করেছে এই ক্লাব ৷

গঙ্গারামপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের 'নাট্য সংসদ ক্লাব' এই বছর 34 বছরে পা দিয়েছে । এই বছর ক্লাবের থিম 'অন্তর শক্তি' । উদ্যোক্তাদের দাবি, জেলায় এই ধরনের প্যান্ডেল প্রথম হয়েছে গঙ্গারামপুর শহরে । লোহার ফ্রেমের সঙ্গে বিভিন্ন ধরনের কাচের বোতল লাগিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল ৷ দাবার বোর্ডের আদলে তৈরি করা হয়েছে প্যান্ডেলের ছাদ ৷ ব্যবহার করা হয়েছে পলিকার্বন সিট ও সান প্যাক ৷ মণ্ডপের ভিতরে রয়েছে ঝর্না ।

15 হাজার কাচের বোতল ও ফেলে দেওয়া সামগ্রি দিয়ে তৈরি প্যান্ডেল (ইটিভি ভারত)

থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা । মণ্ডপের ভিতরে মাটি কেটে ছোট আকারে জলাশয় তৈরি করা হয়েছে । প্রতিমার অভিনব সাজ সকলের মন জয় করে নেবে বলে বিশ্বাস ক্লাব সদস্যদের । এই বছর ক্লাবের পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা । পুজো কমিটি জানায়, পঞ্চমী থেকেই ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা । ষষ্ঠীতে এই ভিড় আরও বাড়বে বলে আশা ক্লাব কর্তৃপক্ষের ৷

GANGARAMPUR Natya Sangsad Club
প্রতিমা দর্শন শুরু পঞ্চমী থেকেই (নিজস্ব চিত্র)

চোখ ধাঁধানো মণ্ডপ ও প্রতিমা দেখার পর গৌতম সাহা বলেন, "ভাঙা কাচের বোতল দিয় সম্পূর্ণ প্যান্ডেলটি করেছে ক্লাব । আমার মতে জেলায় এটি সেরা প্যান্ডেল । উত্তরবঙ্গে বোধ হয় প্রথম এই ধরনের প্যান্ডেল হয়েছে ।" পুজো কমিটির ক্যাশিয়ার সর্বজিত গুহ জানান, এবার পুজোর থিম 'অন্তর শক্তি' । জীবনে চলার পথে বহুবার মানুষের মন ভেঙে যায় ৷ ভেঙে যায় স্বপ্নও ৷ অথচ, তা সত্ত্বেও জীবনে এগিয়ে যেতে হয় ৷ এই চিন্তা নিয়েই তাঁদের এই বছর পুজোর থিম ৷

গঙ্গারামপুর, 9 অক্টোবর: আজ শুভ ষষ্ঠী ৷ মা দুর্গার আরাধনায় মেতে উঠেছে আম বাঙালি ৷ দিন কয়েক আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ব্লক পাড়া এলাকার নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিবছর নতুন ভাবন নিয়ে পুজোর আয়োজন করে এই ক্লাব ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ প্রায় 15 হাজার কাচের বোতল এবং ফেলে দেওয়া ভাঙা জিনিসপত্র দিয়ে সম্পূর্ণ প্যান্ডেল তৈরি করেছে এই ক্লাব ৷

গঙ্গারামপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের 'নাট্য সংসদ ক্লাব' এই বছর 34 বছরে পা দিয়েছে । এই বছর ক্লাবের থিম 'অন্তর শক্তি' । উদ্যোক্তাদের দাবি, জেলায় এই ধরনের প্যান্ডেল প্রথম হয়েছে গঙ্গারামপুর শহরে । লোহার ফ্রেমের সঙ্গে বিভিন্ন ধরনের কাচের বোতল লাগিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল ৷ দাবার বোর্ডের আদলে তৈরি করা হয়েছে প্যান্ডেলের ছাদ ৷ ব্যবহার করা হয়েছে পলিকার্বন সিট ও সান প্যাক ৷ মণ্ডপের ভিতরে রয়েছে ঝর্না ।

15 হাজার কাচের বোতল ও ফেলে দেওয়া সামগ্রি দিয়ে তৈরি প্যান্ডেল (ইটিভি ভারত)

থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা । মণ্ডপের ভিতরে মাটি কেটে ছোট আকারে জলাশয় তৈরি করা হয়েছে । প্রতিমার অভিনব সাজ সকলের মন জয় করে নেবে বলে বিশ্বাস ক্লাব সদস্যদের । এই বছর ক্লাবের পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা । পুজো কমিটি জানায়, পঞ্চমী থেকেই ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা । ষষ্ঠীতে এই ভিড় আরও বাড়বে বলে আশা ক্লাব কর্তৃপক্ষের ৷

GANGARAMPUR Natya Sangsad Club
প্রতিমা দর্শন শুরু পঞ্চমী থেকেই (নিজস্ব চিত্র)

চোখ ধাঁধানো মণ্ডপ ও প্রতিমা দেখার পর গৌতম সাহা বলেন, "ভাঙা কাচের বোতল দিয় সম্পূর্ণ প্যান্ডেলটি করেছে ক্লাব । আমার মতে জেলায় এটি সেরা প্যান্ডেল । উত্তরবঙ্গে বোধ হয় প্রথম এই ধরনের প্যান্ডেল হয়েছে ।" পুজো কমিটির ক্যাশিয়ার সর্বজিত গুহ জানান, এবার পুজোর থিম 'অন্তর শক্তি' । জীবনে চলার পথে বহুবার মানুষের মন ভেঙে যায় ৷ ভেঙে যায় স্বপ্নও ৷ অথচ, তা সত্ত্বেও জীবনে এগিয়ে যেতে হয় ৷ এই চিন্তা নিয়েই তাঁদের এই বছর পুজোর থিম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.