ETV Bharat / state

সীমান্তে পুলিশ-বিএসএফ যৌথ অভিযানে 28 লাখের মাদক উদ্ধার - Drugs Recovered by BSF - DRUGS RECOVERED BY BSF

Drugs Recovered by BSF in India-Bangladesh Border Area: একাধিক অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করল বিএসএফ ৷ মূলত, মুর্শিদাবাদের সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে ৷ যে ঘটনায়

Drugs Recovered by BSF
সীমান্তে পুলিশ-বিএসএফ যৌথ অভিযানে 28 লাখের মাদক উদ্ধার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 8:42 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তের দক্ষিণবঙ্গে একাধিক গ্রামে হানা দিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল ৷ রাজ্য পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে ৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় 28 লাখ টাকা ৷ চোরা পথে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল মাদকগুলি ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকপাচার রোখা সম্ভব হয়েছে ৷

উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে 13,602 বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ গাঁজা রয়েছে ৷ সব মিলিয়ে প্রায় 27 লাখ 94 হাজার 938 টাকার ফেনসিডেল বাজেয়াপ্ত করা হয়েছে ৷ মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেক্টরের মুরুটিয়া থানা এলাকার ঘটনা ৷ বাজেয়াপ্ত হওয়া মাদকগুলি নিয়ে পরবর্তী ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ৷

সূত্রের খবর, দক্ষিণবঙ্গ সীমান্তর বিএসএফের 86 নম্বর, 73 নম্বর, 146 নম্বর ও 5 নম্বর ব্যাটেলিয়নের বাহিনীর জওয়ানরা পৃথক ঘটনায় 8 কেজি গাঁজা-সহ 13 হাজার 602 বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে ৷ গতকাল রাতে বহরমপুরের 86 নম্বর ব্যাটেলিয়নের আঞ্চলিক দফতরে খবর আসে, ওই এলাকায় এক বাড়িতে বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রাখা হয়েছে ৷ মাদককারবারিরা এই বিপুল পরিমাণ মাদক ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য মজুত করেছে বলে খবর পায় বিএসএফ ৷ সেই মতো মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বিষয়টি জানায় বিএসএফ ৷

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান স্টেশন ইনচার্জ ৷ বিএসএফ ও পুলিশের সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় ৷ তল্লাশির সময় জওয়ানরা একটি বাড়িতে ফেনসিডিলের বোতল মজুত অবস্থায় দেখতে পান ৷ অন্যদিকে, একটি ঘটনায় বিএসএফের গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে 146 নম্বর ব্যাটেলিয়নের বর্ডার ফাঁড়ির নরসারিপাড়ার জওয়ানরা 8 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে ৷ 73 নম্বর কোরের বর্ডার ফাঁড়ি বামনাবাদ থেকে 404 কেজি গাঁজা এবং 899টি ফেনসিডিলের বোতল উদ্ধার হয়েছে ৷ বিএসএফের মুখপাত্র, দক্ষিণবঙ্গে সীমান্তে বাহিনীর সতর্কতার প্রশংসা করেছেন ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তের দক্ষিণবঙ্গে একাধিক গ্রামে হানা দিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল ৷ রাজ্য পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে ৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় 28 লাখ টাকা ৷ চোরা পথে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল মাদকগুলি ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকপাচার রোখা সম্ভব হয়েছে ৷

উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে 13,602 বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ গাঁজা রয়েছে ৷ সব মিলিয়ে প্রায় 27 লাখ 94 হাজার 938 টাকার ফেনসিডেল বাজেয়াপ্ত করা হয়েছে ৷ মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেক্টরের মুরুটিয়া থানা এলাকার ঘটনা ৷ বাজেয়াপ্ত হওয়া মাদকগুলি নিয়ে পরবর্তী ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ৷

সূত্রের খবর, দক্ষিণবঙ্গ সীমান্তর বিএসএফের 86 নম্বর, 73 নম্বর, 146 নম্বর ও 5 নম্বর ব্যাটেলিয়নের বাহিনীর জওয়ানরা পৃথক ঘটনায় 8 কেজি গাঁজা-সহ 13 হাজার 602 বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে ৷ গতকাল রাতে বহরমপুরের 86 নম্বর ব্যাটেলিয়নের আঞ্চলিক দফতরে খবর আসে, ওই এলাকায় এক বাড়িতে বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রাখা হয়েছে ৷ মাদককারবারিরা এই বিপুল পরিমাণ মাদক ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য মজুত করেছে বলে খবর পায় বিএসএফ ৷ সেই মতো মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বিষয়টি জানায় বিএসএফ ৷

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান স্টেশন ইনচার্জ ৷ বিএসএফ ও পুলিশের সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় ৷ তল্লাশির সময় জওয়ানরা একটি বাড়িতে ফেনসিডিলের বোতল মজুত অবস্থায় দেখতে পান ৷ অন্যদিকে, একটি ঘটনায় বিএসএফের গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে 146 নম্বর ব্যাটেলিয়নের বর্ডার ফাঁড়ির নরসারিপাড়ার জওয়ানরা 8 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে ৷ 73 নম্বর কোরের বর্ডার ফাঁড়ি বামনাবাদ থেকে 404 কেজি গাঁজা এবং 899টি ফেনসিডিলের বোতল উদ্ধার হয়েছে ৷ বিএসএফের মুখপাত্র, দক্ষিণবঙ্গে সীমান্তে বাহিনীর সতর্কতার প্রশংসা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.