রায়গঞ্জ, 30 অগস্ট: আরজি কর-কাণ্ডের বিচার চাওয়ার দাবিকে সাধারণ মানুষের মধ্যে জিইয়ে রাখতে অভিনব পদ্ধতি চালু করেছে রায়গঞ্জ শহরের কিছু সিনিয়র ডাক্তার। রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রেসক্রিপশনে তারা আরজি-কর কাণ্ডে 'উই ওয়ান্ট জাস্টিস' কথাটি কোথাও স্ট্যাম্প মেরে, কোথাও স্টিকার দিচ্ছেন ৷
হেলথ সার্ভিস ডক্টর্স-এর রায়গঞ্জ শাখা এই অভিনব উদ্যোগ চালু করার পাশাপাশি সর্বস্তরের ডাক্তারদের কাছে এই উদ্যোগে সামিল হওয়ার আবেদন রেখেছেন। ডাক্তারদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চিকিৎসা করাতে আসা রোগী থেকে শহরের সাধারণ মানুষ। এদিন শহরের উকিলপাড়ার এক পলিক্লিনিকে গিয়ে দেখা গিয়েছে, সেখানে প্র্যাকটিশ করা বেশিরভাগ ডাক্তারই তাদের প্রেসক্রিপশনে এই স্ট্যাম্প ব্যবহার শুরু করেছেন। রোগীরা প্রত্যেকেই একে স্বাগত জানিয়েছে।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রায়গঞ্জ শহরে ঘটনার দিন থেকে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। 14 অগস্ট রাত দখলের পাশাপাশি 23 অগস্ট দ্বিতীয়বার মহিলারা রাত দখলের কর্মসূচি পালন করেন। শহরের বিভিন্ন স্তরের মানুষ ও সংগঠন প্রায় প্রতিদিনই মিছিল, পথসভা-সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। প্রতিটি কর্মসূচিতেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ও শহরের সিনিয়র সরকারি ও বেসরকারি ডাক্তাররা বিপুল সংখ্যায় যোগ দেয়।
শুক্রবার থেকে রায়গঞ্জ শহরের বেশ কয়েকজন সিনিয়র ডাক্তার এই আন্দোলনের ব্যাপারে অভিনব উদ্যোগ চালু করে। হেলথ সার্ভিস ডক্টর্স-এর পক্ষ থেকে শহরের বেশকিছু সিনিয়র ডাক্তার তাঁদের চেম্বারে চিকিৎসা করাতে আসা রোগীদের প্রেসক্রিপশনে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে 'উই ওয়ান্ট জাস্টিস' স্টিকার ও স্ট্যাম্প লাগাতে শুরু করেছেন।
- প্রশান্ত মজুমদার নামে চিকিৎসা করাতে আসা এক রোগী বলেন, "আরজি কর কাণ্ডের আমিও বিচার চাই। চাই দোষীরা শাস্তি পাক। ডাক্তারবাবু প্রেসক্রিপশনে ওই স্টিকার লাগানোর আগে আমার অনুমতি চেয়েছিলেন। আমি হ্যাঁ বলেছি। প্রতিবাদের একটা চিহ্ন আমার চোখের সামনে থাকুক
- পিউ সরকার নামে এক রিসেপশনিস্ট বলেন, "চিকিৎসা করাতে আসা রোগীদের প্রেসক্রিপশনে আমারা আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে স্ট্যাম্প অথবা স্টিকার সাটিয়ে দিচ্ছি। আমাদের সংগঠনের প্রত্যেক সদস্য এই উদ্যোগে সামিল হয়েছে। এর পাশাপাশি অন্যান্য ডাক্তারদের কাছে আমরা আবেদন রাখছি, তারাও যাতে এই উদ্যোগে সামিল হয়।"
- হেলথ সার্ভিস ডক্টর্স-এর রায়গঞ্জ শাখার সম্পাদক দেবব্রত রায়ের কথায়, "আরজি কর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির চাই ৷ আমাদের সংগঠনের পক্ষ থেকেও আলাদা করে মিছিল করা হয়েছে। আমরা সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদটা আমরা জিইয়ে রাখতে চাইছি। সেই কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি।"