ETV Bharat / state

দাবিপূরণ না-হলে বড় পদক্ষেপ, কাজে ফিরে বার্তা বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের

48 ঘণ্টার কর্মবিরতির পর কাজে ফিরলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ৷ চালু হয়েছে প্রাইভেট চেম্বারও ৷ তবে, দ্রুত জুনিয়র ডাক্তারদের দাবিপূরণের কথাও বললেন তাঁরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

JUNIOR DOCTORS PROTEST
কাজে ফিরলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 16 অক্টোবর: আবার নিজেদের কর্মক্ষেত্রে পুরোপুরি ফিরলেন রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসকরা ৷ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে 48 ঘণ্টার কর্মবিরতিতে গিয়েছিলেন তাঁরা ৷ তবে, কাজে ফিরলেও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার জুনিয়র ডাক্তারদের ন্যায্য দাবিকে দ্রুত না-মানলে, আরও বড় পদক্ষেপ করবেন তাঁরা ৷

উল্লেখ্য, রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও প্রাইভেট চেম্বার চালানো চিকিৎসকরা 48 ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন ৷ সেই মতো, হাসপাতালগুলিতে 14-15 অক্টোবর জরুরি বিভাগ বাদে, সব স্বাস্থ্য পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ আজ থেকে ফের সেই সব পরিষেবা শুরু হয়েছে ৷ তবে, কাজে যোগ দেওয়ার আগে, কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ৷

কাজে ফিরলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ৷ (ইটিভি ভারত)

তাঁদের স্পষ্ট বক্তব্য, আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি নিয়ে আমরণ অনশন করছেন, তার সবক’টি ন্যায্য ৷ আর তাঁরা সিনিয়র হিসেবে সেই দাবিগুলির পক্ষে রয়েছেন ৷ যাতে দ্রুত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা স্বচ্ছ হয়ে ওঠে ৷ আর তা যেন, শুধুমাত্র কাগজ-কলমে না-হয় ৷ তাই এই মুহূর্তে তাঁরা কাজে ফিরলেও, সরকার দ্রুত সদর্থক পদক্ষেপ না-করলে, ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বড় আন্দোলনের পথে হাঁটতে পিছপা হবেন না ৷

এ নিয়ে চিকিৎসক শাশ্বতী সিনহা বলেন, "আমরা 48 ঘণ্টার কর্মবিরতিতে গিয়েছিলাম ৷ তবে, আমরা আজ আবার কাজে ফিরছি ৷ কারণ, রোগীদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে ৷ সাধারণ মানুষকে শুরু থেকে পাশে পেয়েছি ৷ তবে, সরকারের তরফে আমরা এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া পাইনি ৷ তাই আমরা আন্দোলনের সঙ্গে আছি ৷ এই আন্দোলন চলবে ৷ আশা করব, সরকার দ্রুত ব্যবস্থা নেবে ৷ তা না-হলে ভবিষ্যতে আমাদের আন্দোলনের মাত্রা আরও বাড়বে ৷"

কলকাতা, 16 অক্টোবর: আবার নিজেদের কর্মক্ষেত্রে পুরোপুরি ফিরলেন রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসকরা ৷ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে 48 ঘণ্টার কর্মবিরতিতে গিয়েছিলেন তাঁরা ৷ তবে, কাজে ফিরলেও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার জুনিয়র ডাক্তারদের ন্যায্য দাবিকে দ্রুত না-মানলে, আরও বড় পদক্ষেপ করবেন তাঁরা ৷

উল্লেখ্য, রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও প্রাইভেট চেম্বার চালানো চিকিৎসকরা 48 ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন ৷ সেই মতো, হাসপাতালগুলিতে 14-15 অক্টোবর জরুরি বিভাগ বাদে, সব স্বাস্থ্য পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ আজ থেকে ফের সেই সব পরিষেবা শুরু হয়েছে ৷ তবে, কাজে যোগ দেওয়ার আগে, কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ৷

কাজে ফিরলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ৷ (ইটিভি ভারত)

তাঁদের স্পষ্ট বক্তব্য, আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি নিয়ে আমরণ অনশন করছেন, তার সবক’টি ন্যায্য ৷ আর তাঁরা সিনিয়র হিসেবে সেই দাবিগুলির পক্ষে রয়েছেন ৷ যাতে দ্রুত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা স্বচ্ছ হয়ে ওঠে ৷ আর তা যেন, শুধুমাত্র কাগজ-কলমে না-হয় ৷ তাই এই মুহূর্তে তাঁরা কাজে ফিরলেও, সরকার দ্রুত সদর্থক পদক্ষেপ না-করলে, ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বড় আন্দোলনের পথে হাঁটতে পিছপা হবেন না ৷

এ নিয়ে চিকিৎসক শাশ্বতী সিনহা বলেন, "আমরা 48 ঘণ্টার কর্মবিরতিতে গিয়েছিলাম ৷ তবে, আমরা আজ আবার কাজে ফিরছি ৷ কারণ, রোগীদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে ৷ সাধারণ মানুষকে শুরু থেকে পাশে পেয়েছি ৷ তবে, সরকারের তরফে আমরা এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া পাইনি ৷ তাই আমরা আন্দোলনের সঙ্গে আছি ৷ এই আন্দোলন চলবে ৷ আশা করব, সরকার দ্রুত ব্যবস্থা নেবে ৷ তা না-হলে ভবিষ্যতে আমাদের আন্দোলনের মাত্রা আরও বাড়বে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.