ETV Bharat / state

আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে পথে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা - RG Kar Doctor Rape and Murder Case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

Justice for RG Kar: আরজি করের ঘটনার তদন্ত এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে পথে নেমেছেন এনআরএস-এর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ আন্দোলনকারীরা মিছিল করে রাজভবনে যাওয়ার চেষ্টা করলে পথেই পুলিশ চিকিৎসকদের বাধা দেয় ৷

RG Kar Protest
আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে মিছিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 7:06 PM IST

Updated : Sep 7, 2024, 8:28 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: আরজি করে পড়ুয়া-চিকিৎসকের মৃত্যুতে আন্দোলন জারি ৷ শনিবার দুপুরে বিচারের দাবিতে এনআরএস হাসপাতাল থেকে মিছিল করে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগও দাবিতেও সরব হয়েছেন এদিনের আন্দোলনকরারী ৷

আরজি করের নির্যাতিতার সুবিচার চেয়ে মিছিল (ইটিভি ভারত)

এই মিছিল রাজভবনে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তার আগেই ধর্মতলায় মিছিল আটকে দেয় পুলিশ ৷ গত 9 অগস্ট আরজি করের চার তলার সেমিনার হল থেকে পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ জানা যায়, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ এরপর থেকে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে আরজি করের চিকিৎসকরা ৷ তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন, যা এখনও চলছে ৷

এই আন্দোলনে যোগ দেন কলকাতার অন্য মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা ৷ সামনে আসে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির অভিযোগ ৷ 16 অগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্ত শুরু করে সিবিআই ৷

এই ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছিল ৷ সিবিআই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ৷ তার পলিগ্রাফ টেস্টও করা হয়েছে ৷ নতুন করে আর কাউকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়নি ৷ এই ঘটনার প্রায় এক মাস হতে চলল ৷

চিকিৎসকদের পাশাপাশি সমাজের প্রায় সব পেশার, সব শ্রেণির মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন ৷ গত 14 অগস্ট রাত দখল কর্মসূচি হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্ত, জেলায় জেলায় ৷ সেই কর্মসূচি ফের পালিত হল 4 সেপ্টেম্বর ৷ চিকিৎসকের বিচারের দাবিতে তৈরি হওয়া আন্দোলন এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে ৷ প্রায় প্রতিদিনই মিছিল হচ্ছে শহরের বিভিন্ন রাস্তায় ৷ এদিকে নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট ৷ সেই মামলার শুনানি আগামী সোমবার ৷ এদিন ভোর দখল কর্মসূচি নেওয়া হয়েছে ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর: আরজি করে পড়ুয়া-চিকিৎসকের মৃত্যুতে আন্দোলন জারি ৷ শনিবার দুপুরে বিচারের দাবিতে এনআরএস হাসপাতাল থেকে মিছিল করে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগও দাবিতেও সরব হয়েছেন এদিনের আন্দোলনকরারী ৷

আরজি করের নির্যাতিতার সুবিচার চেয়ে মিছিল (ইটিভি ভারত)

এই মিছিল রাজভবনে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তার আগেই ধর্মতলায় মিছিল আটকে দেয় পুলিশ ৷ গত 9 অগস্ট আরজি করের চার তলার সেমিনার হল থেকে পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ জানা যায়, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ এরপর থেকে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে আরজি করের চিকিৎসকরা ৷ তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন, যা এখনও চলছে ৷

এই আন্দোলনে যোগ দেন কলকাতার অন্য মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা ৷ সামনে আসে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির অভিযোগ ৷ 16 অগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্ত শুরু করে সিবিআই ৷

এই ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছিল ৷ সিবিআই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ৷ তার পলিগ্রাফ টেস্টও করা হয়েছে ৷ নতুন করে আর কাউকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়নি ৷ এই ঘটনার প্রায় এক মাস হতে চলল ৷

চিকিৎসকদের পাশাপাশি সমাজের প্রায় সব পেশার, সব শ্রেণির মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন ৷ গত 14 অগস্ট রাত দখল কর্মসূচি হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্ত, জেলায় জেলায় ৷ সেই কর্মসূচি ফের পালিত হল 4 সেপ্টেম্বর ৷ চিকিৎসকের বিচারের দাবিতে তৈরি হওয়া আন্দোলন এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে ৷ প্রায় প্রতিদিনই মিছিল হচ্ছে শহরের বিভিন্ন রাস্তায় ৷ এদিকে নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট ৷ সেই মামলার শুনানি আগামী সোমবার ৷ এদিন ভোর দখল কর্মসূচি নেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 7, 2024, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.