ETV Bharat / state

সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল আইনত নয়, মত মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের - Sandip Ghosh Registration Cancel

Sandip Ghosh: আরজি কর-কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল আইন মেনে হয়নি ৷ জয়েন্ট ডক্টর্স ফোরামের সদস্যদের এমনটাই জানালেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার ৷

Sandip Ghosh
সন্দীপ ঘোষের রেজিস্ট্রশন বাতিল প্রসঙ্গে মেডিক্যাল কাউন্সিলে ডয়েন্ট ডক্টর ফোরাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 11:04 PM IST

Updated : Sep 24, 2024, 11:11 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । গ্রেফতারের পরে মেডিক্যাল কাউন্সিলের তরফে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে তাঁর । কিন্তু, সেই রেজিস্ট্রেশন বাতিল নিয়মমাফিক হয়নি বলেই অভিযোগ সিনিয়র চিকিৎসকদের । তাই নিয়ে দু'দিন আগে মেডিক্যাল কাউন্সিলে এসেছিলেন সিনিয়র চিকিৎসকরা । মঙ্গলবার যার পুনরাবৃত্তি ঘটল ৷ এদিন
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে আসেন জয়েন্ট ডক্টর্স ফোরাম । তাঁদের মুখে শোনা যায় বিস্ফোরক অভিযোগ ।

ডক্টর্স ফোরাম থেকে ন'জন চিকিৎসক প্রতিনিধি কাউন্সিলের ভিতরে যান । ভিতরে উপস্থিত কাউন্সিলের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন তাঁরা । সেখান থেকেই বেরিয়ে তাঁরা জানান, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি, যা স্বীকার করে নিয়েছেন বর্তমান রেজিস্ট্রার । চিকিৎসক কৌশিক চাকী বলেন, "সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি । এটা উনি স্বীকার করেছেন ।"

চিকিৎসকদের বক্তব্য (ইটিভি ভারত)

এই বিষয়ে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "রেজিস্ট্রার আমাদের বললেন এই সব কিছু প্রেসিডেন্ট (সুদীপ্ত রায়) এর কথা মতো তিনি কাজ করেছেন । কিন্তু, এটা আইনসম্মত নয় । এর সঙ্গে যাঁরা পদত্যাগ করবে বলে আমরা জানতে পেরেছিলাম, তাঁদেরকে মেডিক্যাল কাউন্সিল থেকে চিঠি দেওয়া হচ্ছে । তাঁরা এখনও সেই একই সিদ্ধান্তে অটুট রয়েছেন কিনা জানতেই এই চিঠি ।"

তবে, এর সঙ্গে রেজিস্ট্রার মানস চক্রবর্তীর নিজের চেয়ারের মেয়াদ রয়েছে কিনা, সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই চিকিৎসকেরা । যেখানে রেজিস্ট্রার বলে দিয়েছেন, কোনও কাগজ তিনি দেখাবেন না । চেয়ারও ছাড়বেন না । দরকারে সিনিয়র চিকিৎসকেরা কোর্ট পর্যন্ত যেতে পারে । তার জেরে বহু চিকিৎসকরা অনুমান করছেন, মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর: সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । গ্রেফতারের পরে মেডিক্যাল কাউন্সিলের তরফে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে তাঁর । কিন্তু, সেই রেজিস্ট্রেশন বাতিল নিয়মমাফিক হয়নি বলেই অভিযোগ সিনিয়র চিকিৎসকদের । তাই নিয়ে দু'দিন আগে মেডিক্যাল কাউন্সিলে এসেছিলেন সিনিয়র চিকিৎসকরা । মঙ্গলবার যার পুনরাবৃত্তি ঘটল ৷ এদিন
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে আসেন জয়েন্ট ডক্টর্স ফোরাম । তাঁদের মুখে শোনা যায় বিস্ফোরক অভিযোগ ।

ডক্টর্স ফোরাম থেকে ন'জন চিকিৎসক প্রতিনিধি কাউন্সিলের ভিতরে যান । ভিতরে উপস্থিত কাউন্সিলের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন তাঁরা । সেখান থেকেই বেরিয়ে তাঁরা জানান, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি, যা স্বীকার করে নিয়েছেন বর্তমান রেজিস্ট্রার । চিকিৎসক কৌশিক চাকী বলেন, "সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি । এটা উনি স্বীকার করেছেন ।"

চিকিৎসকদের বক্তব্য (ইটিভি ভারত)

এই বিষয়ে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "রেজিস্ট্রার আমাদের বললেন এই সব কিছু প্রেসিডেন্ট (সুদীপ্ত রায়) এর কথা মতো তিনি কাজ করেছেন । কিন্তু, এটা আইনসম্মত নয় । এর সঙ্গে যাঁরা পদত্যাগ করবে বলে আমরা জানতে পেরেছিলাম, তাঁদেরকে মেডিক্যাল কাউন্সিল থেকে চিঠি দেওয়া হচ্ছে । তাঁরা এখনও সেই একই সিদ্ধান্তে অটুট রয়েছেন কিনা জানতেই এই চিঠি ।"

তবে, এর সঙ্গে রেজিস্ট্রার মানস চক্রবর্তীর নিজের চেয়ারের মেয়াদ রয়েছে কিনা, সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই চিকিৎসকেরা । যেখানে রেজিস্ট্রার বলে দিয়েছেন, কোনও কাগজ তিনি দেখাবেন না । চেয়ারও ছাড়বেন না । দরকারে সিনিয়র চিকিৎসকেরা কোর্ট পর্যন্ত যেতে পারে । তার জেরে বহু চিকিৎসকরা অনুমান করছেন, মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর ৷

Last Updated : Sep 24, 2024, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.