ETV Bharat / state

'গানওয়ালা' চিকিৎসকের রহস্য মৃত্যু, কারণ জানতে নবান্নে চিঠি দিল ডক্টর অ্যাসোসিয়েশন - Doctor Mysterious Death - DOCTOR MYSTERIOUS DEATH

Death of Dr Anirban Dutta: কোভিডকালে ভাইরাল হয়েছিল তাঁর গান ৷ সেই চিকিৎসকের রহস্যমৃত্যু ৷ ময়নাতদন্তও করল না হাসপাতাল কর্তৃপক্ষ ৷ মৃত্যুর কারণ জানতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হল ডাক্তারদের সংগঠন ৷

Doctor Death News
চিকিৎসকের মৃত্যুর তদন্তে নবান্নে চিঠি চিকিৎসকদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 11:02 PM IST

বহরমপুর, 27 জুন: কোভিডকালে গান লিখে বিখ্যাত হওয়া চিকিৎসক অনির্বাণ দত্তের অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায় বিচার চেয়ে বৃহস্পতিবার রাজ্য সরকারের মুখ্যসচিবকে চিঠি পাঠাল রাজ্য হেলথ সার্ভিস ডক্টর অ্যাসোসিয়েশন । তাদের দাবি, চিকিৎসকের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হোক । পাশাপাশি মৃত্যুর কারণ নিশ্চিত করে চিকিৎসকের পরিবার ও হেলথ সার্ভিস ডক্টর অ্যাসোসিয়েশনকে ন্যায় বিচার দেওয়া হোক ।

এই মর্মে ডক্টর হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবকে চিঠি লেখেন । পাশাপাশি চিঠির প্রতিলিপি স্বাস্থ্য দফতরের প্রধান সচিব, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি-সহ সাত জায়গায় পাঠানো হয়েছে ।

বছর সাঁইত্রিশের অনির্বাণ দত্ত গানওয়ালা চিকিৎসক হিসাবেই পরিচিত । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের আরএমও-র গান একাধিকবার ভাইরাল হয়েছে । করোনাকালে তিনি গিটার হাতে রোগীদের গান শুনিয়ে তাঁদের মানসিক অবসাদ দূর করতেন । এছাড়া চিকিৎসাধীন বহু রোগীকে গান শুনিয়ে মানসিকভাবে তাঁদের শক্ত করে তোলার খ্যাতিও রয়েছে তাঁর ।

গত মঙ্গলবার এই গানওয়ালা চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে । মঙ্গলবার সকালে তিনি যে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন তার ঘরের মেঝে থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, সেদিন রাতে প্রচণ্ড হারে অ্যাসিডিটিতে কষ্ট পাচ্ছিলেন তিনি । নিজেই অ্যান্টাসিড খেয়ে ঘুমোতে যান । কিন্তু বিছানায় ঘুম না আসায় মেঝেতে শুয়েছিলেন । পরদিন সকালে সেখান থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় ।

কিন্তু মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি । এই ঘটনার পর মৃত্যুর সঠিক কারণ জানারও চেষ্টা করা হয়নি বলে মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় । অনির্বাণ দত্ত রাজ্য ডাক্তার হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন । বুধবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী শর্মি চট্টোপাধ্যায় । আর বৃহস্পতিবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতর ও নবান্নে চিঠি পাঠাল ডক্টর হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন । এই ঘটনায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল অমিত কুমার দাঁ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ।

বহরমপুর, 27 জুন: কোভিডকালে গান লিখে বিখ্যাত হওয়া চিকিৎসক অনির্বাণ দত্তের অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায় বিচার চেয়ে বৃহস্পতিবার রাজ্য সরকারের মুখ্যসচিবকে চিঠি পাঠাল রাজ্য হেলথ সার্ভিস ডক্টর অ্যাসোসিয়েশন । তাদের দাবি, চিকিৎসকের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হোক । পাশাপাশি মৃত্যুর কারণ নিশ্চিত করে চিকিৎসকের পরিবার ও হেলথ সার্ভিস ডক্টর অ্যাসোসিয়েশনকে ন্যায় বিচার দেওয়া হোক ।

এই মর্মে ডক্টর হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবকে চিঠি লেখেন । পাশাপাশি চিঠির প্রতিলিপি স্বাস্থ্য দফতরের প্রধান সচিব, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি-সহ সাত জায়গায় পাঠানো হয়েছে ।

বছর সাঁইত্রিশের অনির্বাণ দত্ত গানওয়ালা চিকিৎসক হিসাবেই পরিচিত । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের আরএমও-র গান একাধিকবার ভাইরাল হয়েছে । করোনাকালে তিনি গিটার হাতে রোগীদের গান শুনিয়ে তাঁদের মানসিক অবসাদ দূর করতেন । এছাড়া চিকিৎসাধীন বহু রোগীকে গান শুনিয়ে মানসিকভাবে তাঁদের শক্ত করে তোলার খ্যাতিও রয়েছে তাঁর ।

গত মঙ্গলবার এই গানওয়ালা চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে । মঙ্গলবার সকালে তিনি যে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন তার ঘরের মেঝে থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, সেদিন রাতে প্রচণ্ড হারে অ্যাসিডিটিতে কষ্ট পাচ্ছিলেন তিনি । নিজেই অ্যান্টাসিড খেয়ে ঘুমোতে যান । কিন্তু বিছানায় ঘুম না আসায় মেঝেতে শুয়েছিলেন । পরদিন সকালে সেখান থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় ।

কিন্তু মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি । এই ঘটনার পর মৃত্যুর সঠিক কারণ জানারও চেষ্টা করা হয়নি বলে মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় । অনির্বাণ দত্ত রাজ্য ডাক্তার হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন । বুধবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী শর্মি চট্টোপাধ্যায় । আর বৃহস্পতিবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতর ও নবান্নে চিঠি পাঠাল ডক্টর হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন । এই ঘটনায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল অমিত কুমার দাঁ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.