ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ! গড়িয়াহাট থেকে গ্রেফতার চিকিৎসক - Doctor Arrested in Rape Case - DOCTOR ARRESTED IN RAPE CASE

Doctor Arrested in Rape Case: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গড়িয়াহাট থেকে গ্রেফতার চিকিৎসক ৷ রিসেপশনিস্টকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন বলে অভিযোগ ৷ ঘটনায় মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে ৷

Doctor Arrested in Rape Case
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গড়িয়াহাট থেকে গ্রেফতার চিকিৎসক ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 5:39 PM IST

কলকাতা, 31 অগস্ট: আরজি কর-কাণ্ডের আবহে এবার কলকাতা পুলিশের জালে এক চিকিৎসক ৷ রিসেপশনিস্টকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে এফআইআর দায়ে করা হয়েছে ৷ আজ দুপুরে গড়িয়াহাটের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসককে ৷

গত 29 জুলাই গড়িয়াহাট থানায় নির্যাতিতা মহিলা চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ ৷ এরপরেই পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে ওই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ ৷

নির্যাতিতা রিসেপশনিস্ট পুলিশকে অভিযোগ করেছেন, কয়েক বছর ধরে চিকিৎসকের গড়িয়াহাটের বাড়িতে একসঙ্গেই থাকছিলেন তিনি ৷ ওই চিকিৎসক তাঁকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন ৷ এমনকি তাঁদের মধ্য়ে শারীরিক সম্পর্কও ছিল ৷ তবে, কোনও একটি বিষয়ে তাঁদের মধ্যে গন্ডগোল হয় ৷ সেই অশান্তির সূত্রে সম্প্রতি তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন ওই চিকিৎসক ৷ রীতিমতো জোর করেই বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাঁকে ৷

পরে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় গড়িয়াহাট থানায় গিয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে ওই চিকিৎসক শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন ৷ এক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন নির্যাতিতা ৷ এরপরেই তদন্তে নেমে গড়িয়াহাট থানার পুলিশ আজ ওই চিকিৎসককে গ্রেফতার করেছেন ৷ এই বিষয়ে নাম প্রকাশ্য অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘তদন্তের স্বার্থে ওই চিকিৎসকের নাম আমরা প্রকাশ্যে আনছি না ৷’’

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ ৷ সেখানে এবার একজন চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ৷

কলকাতা, 31 অগস্ট: আরজি কর-কাণ্ডের আবহে এবার কলকাতা পুলিশের জালে এক চিকিৎসক ৷ রিসেপশনিস্টকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে এফআইআর দায়ে করা হয়েছে ৷ আজ দুপুরে গড়িয়াহাটের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসককে ৷

গত 29 জুলাই গড়িয়াহাট থানায় নির্যাতিতা মহিলা চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ ৷ এরপরেই পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে ওই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ ৷

নির্যাতিতা রিসেপশনিস্ট পুলিশকে অভিযোগ করেছেন, কয়েক বছর ধরে চিকিৎসকের গড়িয়াহাটের বাড়িতে একসঙ্গেই থাকছিলেন তিনি ৷ ওই চিকিৎসক তাঁকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন ৷ এমনকি তাঁদের মধ্য়ে শারীরিক সম্পর্কও ছিল ৷ তবে, কোনও একটি বিষয়ে তাঁদের মধ্যে গন্ডগোল হয় ৷ সেই অশান্তির সূত্রে সম্প্রতি তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন ওই চিকিৎসক ৷ রীতিমতো জোর করেই বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাঁকে ৷

পরে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় গড়িয়াহাট থানায় গিয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে ওই চিকিৎসক শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন ৷ এক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন নির্যাতিতা ৷ এরপরেই তদন্তে নেমে গড়িয়াহাট থানার পুলিশ আজ ওই চিকিৎসককে গ্রেফতার করেছেন ৷ এই বিষয়ে নাম প্রকাশ্য অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘তদন্তের স্বার্থে ওই চিকিৎসকের নাম আমরা প্রকাশ্যে আনছি না ৷’’

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ ৷ সেখানে এবার একজন চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.