ETV Bharat / state

এসএসকেএমে ঢুকতে পারবেন না অভীক দে, জারি নিষেধাজ্ঞা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

SSKM hospital Takes Big Step on Abhik Dey: শাসকদলের প্রভাবশালী চিকিৎসক নেতা অভীক দে'র হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ । এবার এসএসকেএম হাসপাতালেও তাঁর প্রবেশ নিষিদ্ধ হল তাঁর।

SSKM hospital on Abhik Dey
ঢুকতে পারবেন না অভিক দে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 9:17 PM IST

Updated : Sep 9, 2024, 10:10 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: আরও বিপাকে চিকিৎসক অভীক দে। এবার এসএসকেএম হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ হল তাঁর। সোমবার এসএসকেএম হাসপাতালের কলেজ কাউন্সিল বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। গত শনিবার মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে অভিক দে'কে সাসপেন্ড করা হয়েছিল। সেই সাসপেনশনের পর এবার তাঁর হাসপাতালে প্রবেশের উপরই নিষেধাজ্ঞা জারি করল এসএসকেএম কর্তৃপক্ষ। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত হাসপাতালে প্রবেশ করতে পারবেন না ৷ এমনটাই সিদ্ধান্ত হয়েছে কলেজ কাউন্সিল বৈঠকে।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গত 9 অগস্টে তরুণী চিকিৎসকের মৃতদেহ যে সেমিনার হলে মিলেছিল সেখানকার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই ৷ সেখানে দেখা গিয়েছিল এই চিকিৎসক অভিক দে'কে। কেন ঘটনাস্থলেও তিনি উপস্থিত ছিলেন সেই প্রশ্নই উঠেছে বিভিন্ন মহলে। এই প্রশ্ন তুলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও। তারা মেডিক্যাল কাউন্সিলকে আবেদন জানিয়েছিলেন, অভীকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। তারপর কড়া পদক্ষেপ নেয় কলেজ কাউন্সিল। তবে এবার এসএসকেএম-এর তরফেও নেওয়া হল ব্যবস্থা ৷

এর আগে রাজ্যের শাসকদলের প্রভাবশালী চিকিৎসক নেতা অভীক দে'র হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজও । অধ্যাপকদের ফোনে হুমকি দিয়ে নম্বর বাড়ানো, মার্কশিটে সাদাকালি দিয়ে নম্বর মুছে নম্বর বাড়িয়ে দেওয়া, পরীক্ষা চলাকালীন ফোন করে হল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি, পড়ুয়াদের আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলন প্রত্যাহার করার জন্য প্রাণে মারা ও ধর্ষণের হুমকি-সহ একাধিক অভিযোগ উঠেছে অভীক দে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । ধীরে ধীরে একাধিক প্রশাসনিক ব্যবস্থার মুখে পড়ছেন তিনি।

কলকাতা, 9 সেপ্টেম্বর: আরও বিপাকে চিকিৎসক অভীক দে। এবার এসএসকেএম হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ হল তাঁর। সোমবার এসএসকেএম হাসপাতালের কলেজ কাউন্সিল বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। গত শনিবার মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে অভিক দে'কে সাসপেন্ড করা হয়েছিল। সেই সাসপেনশনের পর এবার তাঁর হাসপাতালে প্রবেশের উপরই নিষেধাজ্ঞা জারি করল এসএসকেএম কর্তৃপক্ষ। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত হাসপাতালে প্রবেশ করতে পারবেন না ৷ এমনটাই সিদ্ধান্ত হয়েছে কলেজ কাউন্সিল বৈঠকে।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গত 9 অগস্টে তরুণী চিকিৎসকের মৃতদেহ যে সেমিনার হলে মিলেছিল সেখানকার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই ৷ সেখানে দেখা গিয়েছিল এই চিকিৎসক অভিক দে'কে। কেন ঘটনাস্থলেও তিনি উপস্থিত ছিলেন সেই প্রশ্নই উঠেছে বিভিন্ন মহলে। এই প্রশ্ন তুলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও। তারা মেডিক্যাল কাউন্সিলকে আবেদন জানিয়েছিলেন, অভীকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। তারপর কড়া পদক্ষেপ নেয় কলেজ কাউন্সিল। তবে এবার এসএসকেএম-এর তরফেও নেওয়া হল ব্যবস্থা ৷

এর আগে রাজ্যের শাসকদলের প্রভাবশালী চিকিৎসক নেতা অভীক দে'র হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজও । অধ্যাপকদের ফোনে হুমকি দিয়ে নম্বর বাড়ানো, মার্কশিটে সাদাকালি দিয়ে নম্বর মুছে নম্বর বাড়িয়ে দেওয়া, পরীক্ষা চলাকালীন ফোন করে হল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি, পড়ুয়াদের আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলন প্রত্যাহার করার জন্য প্রাণে মারা ও ধর্ষণের হুমকি-সহ একাধিক অভিযোগ উঠেছে অভীক দে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । ধীরে ধীরে একাধিক প্রশাসনিক ব্যবস্থার মুখে পড়ছেন তিনি।

Last Updated : Sep 9, 2024, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.