ETV Bharat / state

স্বাধীনতা দিবস অনুষ্ঠান নিয়ে বিশৃঙ্খলা ! জেলাশাসকের অনুষ্ঠানে এলেন না পুলিশ সুপার - Independence Day 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 7:04 PM IST

Updated : Aug 15, 2024, 7:24 PM IST

Independence Day Celebration: স্বাধীনতা দিবসের দিন জেলার প্রশাসনিক অনুষ্ঠানে হাজির হলেন না পুলিশ সুপার ৷ জেলাশাসকের আয়োজিত অনুষ্ঠানে হল না কুচকাওয়াজ ৷

Independence Day Celebration in Medinipur
পশ্চিম মেদিনীপুরে 78তম স্বাধীনতা দিবস (ইটিভি)

মেদিনীপুর, 15 অগস্ট: এই প্রথম জেলা প্রশাসনের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল ৷ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার ছাড়াই পতাকা তুললেন জেলাশাসক ৷ অন্যদিকে কুচকাওয়াজের অনুষ্ঠান না-করেই ফিরে গেল পুলিশ বাহিনী ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায় ৷ মুখে কুলুপ প্রশাসনের দুই কর্তা ব্যক্তির ৷

পশ্চিম মেদিনীপুরে 78তম স্বাধীনতা দিবস (ইটিভি ভারত)

জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে 78তম স্বাধীনতা দিবস পালিত হল ৷ এই প্রথম জেলার সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা গেল ৷ বিগত দিনে দেখা গিয়েছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে জেলাশাসক, পুলিশ সুপার দু'জনেই পুলিশের অভিবাদন গ্রহণ করেন ৷

এরপর 15 অগস্ট স্বাধীনতা দিবসের দিনও জেলা কালেক্টরেটে পুলিশ সুপার ও জেলাশাসক পুলিশ বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন, এমনটাই রীতি ৷ কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ বদলে গেল ৷ দেখা যায় জেলাশাসক যখন পতাকা তুলছেন তখন মঞ্চে নেই পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশের বেশ কিছু পদস্থ আধিকারিকরা ৷ এই প্রসঙ্গে জেলাশাসক খুরশিদ আলী কাদরী বলেন, "15 অগস্ট বক্তব্য সাধারণত ছোট হয় ৷"

অন্যদিকে কুচকাওয়াজের প্যারেডে অংশ নেয়নি জেলার পুলিশের একটা বৃহৎ অংশ ৷ যে বাহিনী কুচকাওয়াজে অংশ নিয়েছিল, তারাও হঠাৎ মাঝপথে সমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায় ৷ এছাড়া জেলার উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী ৷ যদিও এই নিয়ে মুখে কুলুপ জেলা প্রশাসনের ৷ সূত্রের খবর, জেলা পুলিশ লাইনেও ঠিক এক ঘণ্টা পর স্বাধীনতা দিবসের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের তরফ থেকে ৷ উল্লেখ্য, এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি ৷ বছর কুড়ি আগে এ ধরনের একটি ঘটনা সম্মুখীন হয়েছিল জেলা প্রশাসন ৷

মেদিনীপুর, 15 অগস্ট: এই প্রথম জেলা প্রশাসনের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল ৷ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার ছাড়াই পতাকা তুললেন জেলাশাসক ৷ অন্যদিকে কুচকাওয়াজের অনুষ্ঠান না-করেই ফিরে গেল পুলিশ বাহিনী ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায় ৷ মুখে কুলুপ প্রশাসনের দুই কর্তা ব্যক্তির ৷

পশ্চিম মেদিনীপুরে 78তম স্বাধীনতা দিবস (ইটিভি ভারত)

জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে 78তম স্বাধীনতা দিবস পালিত হল ৷ এই প্রথম জেলার সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা গেল ৷ বিগত দিনে দেখা গিয়েছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে জেলাশাসক, পুলিশ সুপার দু'জনেই পুলিশের অভিবাদন গ্রহণ করেন ৷

এরপর 15 অগস্ট স্বাধীনতা দিবসের দিনও জেলা কালেক্টরেটে পুলিশ সুপার ও জেলাশাসক পুলিশ বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন, এমনটাই রীতি ৷ কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ বদলে গেল ৷ দেখা যায় জেলাশাসক যখন পতাকা তুলছেন তখন মঞ্চে নেই পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশের বেশ কিছু পদস্থ আধিকারিকরা ৷ এই প্রসঙ্গে জেলাশাসক খুরশিদ আলী কাদরী বলেন, "15 অগস্ট বক্তব্য সাধারণত ছোট হয় ৷"

অন্যদিকে কুচকাওয়াজের প্যারেডে অংশ নেয়নি জেলার পুলিশের একটা বৃহৎ অংশ ৷ যে বাহিনী কুচকাওয়াজে অংশ নিয়েছিল, তারাও হঠাৎ মাঝপথে সমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায় ৷ এছাড়া জেলার উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী ৷ যদিও এই নিয়ে মুখে কুলুপ জেলা প্রশাসনের ৷ সূত্রের খবর, জেলা পুলিশ লাইনেও ঠিক এক ঘণ্টা পর স্বাধীনতা দিবসের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের তরফ থেকে ৷ উল্লেখ্য, এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি ৷ বছর কুড়ি আগে এ ধরনের একটি ঘটনা সম্মুখীন হয়েছিল জেলা প্রশাসন ৷

Last Updated : Aug 15, 2024, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.