দুর্গাপুর, 17 এপ্রিল: রামনবমীকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জনসংযোগের জন্য অন্যতম প্রধান দিন হিসাবে বেছে নিলেন । রামনবমীর সকালে দুর্গাপুরের বিভিন্ন আখাড়াতে যোগ দিতে দেখা গেল দিলীপ ঘোষকে । দুর্গাপুরের কাদা রোডে, মেইন গেটে পরে দুর্গাপুর স্টিল টাউনশিপের চণ্ডীদাস এলাকায় রামনবমী উপলক্ষে পুজো অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তাঁকে । এরপর তিনি দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায় রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন ।
এই শোভাযাত্রায় দিলীপ ঘোষ প্রার্থী হিসেবেও জনসংযোগের কাজ সেরে নেন । এর মাঝেই তিনি ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, "500 বছর লড়াই করার পর আমরা রামমন্দির পেয়েছি । স্বাভাবিকভাবেই আজ দেশজুড়ে উৎসব । আমাদের রাজ্যেও জেলায় জেলায় এই উৎসবের সামিল লক্ষ লক্ষ রাম ভক্তরা ।"
![Dilip Ghosh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-04-2024/wb-dur-02-exclusivedilipghoshaboutramnavamiinindia-7204345_17042024125703_1704f_1713338823_1072.jpg)
দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ বারবার অভিযোগ করেছেন, "বিজেপি শুধু জয় শ্রীরাম কেন বলেন ? কেন এরা সীতা-মাতাকে অপমান করেন ? এরা মহিলাদের অপমান করেন ।" তার উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "উনি ইতিহাস সম্পর্কে জানেন না । রাম রাজা ছিলেন । একজন ক্ষত্রিয় রাজা । আমরা রাজনীতি করি তাই রাজার পুজো করি । ওঁকে তৃণমূল কংগ্রেস যা শিখিয়ে দিয়েছে, উনি তাই বলেন । রাজনীতি করি বলেই আমরা রামকেই পুজো করব ।"
![Dilip Ghosh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-04-2024/wb-dur-02-exclusivedilipghoshaboutramnavamiinindia-7204345_17042024125703_1704f_1713338823_67.jpg)
এ রাজ্যে রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছিল । তাই বেশ কিছু জায়গায় রামনবমীর শোভাযাত্রায় পুলিশি অনুমতি দেওয়া হয় না । অনেক সময় আদালতের দ্বারস্থ হতে হয়েছে রামনবমীর শোভাযাত্রা বের করার জন্য । সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমাদের রাজ্যের সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারেন না । তাই রামনবমীর শোভাযাত্রায় বাধা দেন । মুখ্যমন্ত্রী আগে থেকেই হিংসার কথা বলে দেন ।"
![Dilip Ghosh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-04-2024/wb-dur-02-exclusivedilipghoshaboutramnavamiinindia-7204345_17042024125703_1704f_1713338823_839.jpg)
ছত্রিশগড়ে 29 জন মাওবাদী হত্যার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "অনেকেই সমাজের মূল স্রোতে ফিরে এসে সুস্থ জীবন যাপন করছেন । সবাইকে ফিরে আসার জন্য বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে । যারা ফিরে আসছেন ভালো আর যারা আসছেন না, তাদের জন্য বন্দুকের নল অপেক্ষা করছে । বিচ্ছিন্নতাবাদী শক্তি কখনও জয়ী হতে পারে না ।"
ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে আক্রমণের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় বিজেপি প্রার্থীদের ওপর আক্রমণ শানানো হচ্ছে । ভয় থেকেই এই কাজ করছে ।" রামনবমী উপলক্ষে আজ লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে রাস্তায় নামবেন বলে জানিয়ে দেন দিলীপ ঘোষ ।
আরও পড়ুন: