ETV Bharat / state

'গরু চড়াও গে', রেগে গিয়ে দলীয় কর্মীদের নিদান দিলীপের - DILIP GHOSH gets angry - DILIP GHOSH GETS ANGRY

Dilip Ghosh slams party workers: চটেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ তবে বিরোধী দলের উপর নয়, এবার নিজের দলের নেতা-কর্মীদের উপর বেজায় ক্ষুব্ধ হলেন তিনি ৷

Dilip Ghosh
চা চক্রে রেগে গেলেন দিলীপ ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 11:50 AM IST

Updated : May 1, 2024, 2:21 PM IST

প্রচার কর্মসূচি নিয়ে দলীয় নেতা-কর্মীদের উপর রেগে গেলেন দিলীপ ঘোষ

দুর্গাপুর, 1 মে: প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ সেখানে চা-চক্রে দলের নেতা-কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন সভাপতি ৷ দুর্গাপুর-বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত ৷ 13 তারিখে সেখানে ভোট ৷ তাই শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে ৷ এদিকে একই এলাকায় বারবার কর্মসূচির আয়োজন করছে দলের স্থানীয় নেতা-কর্মীরা ৷ আর তাতে বুধবার সাতসকালে রেগে গেলেন বর্ধমান-দুর্গাপুরের লোকসভা প্রার্থী ৷ দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় কর্মসূচি হওয়ায় স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের তুলোধোনা করলেন দিলীপ ঘোষ ৷ মিডিয়ার সামনেই নেতা-কর্মীদের ভর্ৎসনা করলেন তিনি ৷

এদিন দিলীপ স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, "কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে ৷ রাজনীতি করতে এসেছে, গরু চড়াও! রাজনীতি করতে হলে 24 ঘণ্টা দিতে হবে ৷" দলীয় কর্মীদের বিরুদ্ধে বিদায়ী বিজেপি সাংসদের অভিযোগ, "9টার আগে কোনও দিন ওঠে ? ওদের মাথা কাজ করছে না ৷ চাপ নিতে পারছে না ৷ দিলীপ ঘোষ জেলার নেতাদের তৈরি করা কর্মসূচিই ফলো করেন ৷ কিন্তু কর্মীদের একমাস পরিশ্রম করতে দম বেরিয়ে যাচ্ছে ? একই জায়গায় বারবার কর্মসূচির তালিকা কে তৈরি করছে বুঝতে পারছি না ৷"

দিলীপ ঘোষ আরও জানান, তিনি সময় মেনে চলেন ৷ এ প্রসঙ্গে মিডিয়ার সামনেই দিলীপের ঘোষণা, "দিলীপ ঘোষ কোনও মিস করে না ৷ সময়ের আগে পৌঁছে যায় ৷ মিডিয়ার সামনে বলছি ৷ কেউ যদি আমার নামে বলে থাকে, তাকে ধরো ৷ শেষ মুহূর্তে বললে হয় না ৷ আমি সিডিউলের বাইরে যাই না, যাব না ৷ সিডিউলে যা বলবে, আমি তাই করব ৷ এসব চলতে পারে না ৷" এরপর বিদায়ী সাংসদ এও জানিয়ে দেন, "আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে হবে ৷ যে পারবে না, বাড়িতে বসে থাকো ৷ এক মাস পরিশ্রম করবে, তাতেই দম বেরিয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. হামলার জবাব পালটা হামলা, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের
  2. ভোট প্রচারে ‘শুয়োর’ মন্তব্য বিতর্ক! বেলাগাম দিলীপকে জবাব দিতে গিয়ে বেফাঁস তৃণমূলও
  3. শাহজাহান রোহিঙ্গাদের নিয়ে সন্দেশখালিতে ক্যাম্প চালাত, অভিযোগ দিলীপের

প্রচার কর্মসূচি নিয়ে দলীয় নেতা-কর্মীদের উপর রেগে গেলেন দিলীপ ঘোষ

দুর্গাপুর, 1 মে: প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ সেখানে চা-চক্রে দলের নেতা-কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন সভাপতি ৷ দুর্গাপুর-বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত ৷ 13 তারিখে সেখানে ভোট ৷ তাই শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে ৷ এদিকে একই এলাকায় বারবার কর্মসূচির আয়োজন করছে দলের স্থানীয় নেতা-কর্মীরা ৷ আর তাতে বুধবার সাতসকালে রেগে গেলেন বর্ধমান-দুর্গাপুরের লোকসভা প্রার্থী ৷ দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় কর্মসূচি হওয়ায় স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের তুলোধোনা করলেন দিলীপ ঘোষ ৷ মিডিয়ার সামনেই নেতা-কর্মীদের ভর্ৎসনা করলেন তিনি ৷

এদিন দিলীপ স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, "কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে ৷ রাজনীতি করতে এসেছে, গরু চড়াও! রাজনীতি করতে হলে 24 ঘণ্টা দিতে হবে ৷" দলীয় কর্মীদের বিরুদ্ধে বিদায়ী বিজেপি সাংসদের অভিযোগ, "9টার আগে কোনও দিন ওঠে ? ওদের মাথা কাজ করছে না ৷ চাপ নিতে পারছে না ৷ দিলীপ ঘোষ জেলার নেতাদের তৈরি করা কর্মসূচিই ফলো করেন ৷ কিন্তু কর্মীদের একমাস পরিশ্রম করতে দম বেরিয়ে যাচ্ছে ? একই জায়গায় বারবার কর্মসূচির তালিকা কে তৈরি করছে বুঝতে পারছি না ৷"

দিলীপ ঘোষ আরও জানান, তিনি সময় মেনে চলেন ৷ এ প্রসঙ্গে মিডিয়ার সামনেই দিলীপের ঘোষণা, "দিলীপ ঘোষ কোনও মিস করে না ৷ সময়ের আগে পৌঁছে যায় ৷ মিডিয়ার সামনে বলছি ৷ কেউ যদি আমার নামে বলে থাকে, তাকে ধরো ৷ শেষ মুহূর্তে বললে হয় না ৷ আমি সিডিউলের বাইরে যাই না, যাব না ৷ সিডিউলে যা বলবে, আমি তাই করব ৷ এসব চলতে পারে না ৷" এরপর বিদায়ী সাংসদ এও জানিয়ে দেন, "আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে হবে ৷ যে পারবে না, বাড়িতে বসে থাকো ৷ এক মাস পরিশ্রম করবে, তাতেই দম বেরিয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. হামলার জবাব পালটা হামলা, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের
  2. ভোট প্রচারে ‘শুয়োর’ মন্তব্য বিতর্ক! বেলাগাম দিলীপকে জবাব দিতে গিয়ে বেফাঁস তৃণমূলও
  3. শাহজাহান রোহিঙ্গাদের নিয়ে সন্দেশখালিতে ক্যাম্প চালাত, অভিযোগ দিলীপের
Last Updated : May 1, 2024, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.