কলকাতা, 17 ফেব্রুয়ারি: বিতর্কের মধ্যেই সরিয়ে দেওয়া হল বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে। তাঁকে ডিআইজি বারাসত রেঞ্জ থেকে বদলি করা হয়েছে ডিআইজি সিকিউরিটির দায়িত্বে। এবার রাজ্য পুলিশের নতুন ডিআইজি (বারাসত রেঞ্জ) করা হয়েছে ভাস্কর মুখোপাধ্য়ায়কে। এর আগে তিনি ছিলেন ডিআইজি মালদা। অন্যদিকে, সুপ্রতীম সরকারকে এডিজি দক্ষিণবঙ্গে আনা হল ৷ তিনি এডিজি ট্রাফিক পদে ছিলেন ৷
গত 5 জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী আধিকারিকরা। অভিযোগ, সেই সময় তাদের উপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনার পর থেকে শেখ শাহজাহান বেপাত্তা। এরপর নতুন করে শেখ শাহজাহান এবং তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে মহিলাদের উপর অত্য়াচারের অভিযোগ ওঠে ৷
এরপর রাজ্যের একাধিক বিরোধীদলের নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অনেকেই সন্দেশখালি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যান। কিন্তু 144 ধারা জারি করে সেখানে তাদের প্রতিবারই আটকায় রাজ্য পুলিশ ৷ আর সেই গোটা বিষয়টির দায়িত্বে ছিলেন ডিআইজি (বারাসত রেঞ্জ) সুমিত কুমার। অন্যদিকে, কয়েকদিন আগে সুপ্রতীম সরকারকে বারাসতে পাঠানো হয়েছিল ৷ এরপর তাঁকেই এডিজি দক্ষিণবঙ্গ করা হল ৷
এর পাশাপাশি সুপ্রতিম সরকারকেও এডিজি ট্রাফিক থেকে সরিয়ে করা হলো এডিজি দক্ষিণবঙ্গ। পাশাপাশি মোট 39 জন আইপিএসকে বদলি করা হয়েছে ৷ এদের মধ্যে কলকাতা পুলিশের ডিসি (নর্থ) পদে আনা হয়েছে অভিষেক গুপ্তকে। কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) করা হয়েছে মিরাজ খালেদকে। এর আগে এই পদে ছিলেন সন্তোষ পাণ্ডে। পাশাপাশি বিধান নগর কমিশনারেটের যুগ্ম নগরপাল (সদর) করা হল বরুণ বন্দনা চন্দ্রশেখরকে। এর আগে তিনি ছিলেন ডিআইডি রেল। এছাড়াও কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ধ্রুবজ্যোতি দে-কেও সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় আনা হল ওয়াকার রাজাকে।
অন্যদিকে, এই আইপিএস সুমিত কুমারের নাম বার বার শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তারপরেই কাকতালীয়ভাবে তাঁকে সরিয়ে দেয়া হল ওই পদ থেকে। যদিও রাজ্য পুলিশ এবং নবান্ন সূত্রে খবর, এটা রুটিন বদলি ৷ তবে আইপিএস মহলের একাংশের দাবি, যেহেতু বারাসত রেঞ্জের পলিসি ব্যবস্থা দায়িত্বে ছিলেন সুমিত কুমার ফলে একাধিক বিরোধী দলের নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের চক্ষুশূল হয়েছিলেন তিনি। তবে নবান্নের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রুটিন বদলি ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুন
শাহজাহানের আগাম জামিন রুখতে তৎপর ইডি, মামলায় যুক্ত হতে চেয়ে আদালতে আবেদন
রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকায় বাংলাদেশে কাপড়ের দোকান, বিশ্বজিতকে জেরায় দাবি ইডির
সন্দেশখালি থেকে 1 কিলোমিটার আগে অধীরকে আটকাল পুলিশ, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেসের