ETV Bharat / state

ওরা কি শাহাজাহানকে গ্রেফতার করতে পেরেছে? সন্দেশখালিকাণ্ডে ইডি'র কোর্টে বল ঠেললেন রাজীব - রাজীব কুমার

Rajeev Kumar on Sandeshkhali: শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? ভবানী ভবনে এদিন সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেন, "শেখ শাহাজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। কিন্তু ইডি কী নিজেই শেখ শাহজাহানকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে?"

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 9:08 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: "তদন্ত শুরু করেছিল ইডি। সেই ইডি কি নিজেই শেখ শাহাজাহানকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে?" সন্দেশখালিকাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? ভবানী ভবনে এদিন সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেন, "শেখ শাহাজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। কিন্তু ইডি কী নিজেই শেখ শাহজাহানকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে?"

এমন মন্তব্যের পর আইপিএস মহলের একাংশের দাবি, এই বক্তব্যের মাধ্যমে নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন রাজ্য পুলিশের ডিজি। শাহজাহানকে গ্রেফতারির প্রসঙ্গের পাশাপাশি সন্দেশখালিতে 144 ধারা কিছুদিনের মধ্যে প্রত্যাহার করা হতে পারে বলে জানালেন রাজীব কুমার। অনেক এলাকায় সেই ধারা তুলেও দেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি।

এদিকে শাহজাহানের দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে একটি মামলায় শনিবার গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। এরপরই গ্রেফতার হয় শিবু। আগেই গ্রেফতার করা হয়েছে উত্তমকে। সে প্রসঙ্গে রাজীব বলেন, "এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছি আমরা। 8 ফেব্রুয়ারির আগে আমাদের কাছে সন্দেশখালি থেকে কোনও অভিযোগ জমা পড়েনি। তারপর থেকে আমাদের কাছে যা যা অভিযোগ এসেছে, সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেশখালির মহিলারা নির্ভয়ে পুলিশে কাছে গিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন।"

শনিবার শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার মামলাও যুক্ত করা হল ৷ সন্দেশখালিকাণ্ডের 20 নম্বর মামলায় নির্যাতিতা এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এই দু'টি ধারা যুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সবমিলিয়ে এদিন সন্দেশখালিকাণ্ড যে নয়া মোড় নিল, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়, শিবু-উত্তমদের বিরুদ্ধে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা
  2. সন্দেশখালি কাণ্ডের জের ! সরানো হল ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমারকে, দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার
  3. সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা যুক্ত হতেই গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা

কলকাতা, 17 ফেব্রুয়ারি: "তদন্ত শুরু করেছিল ইডি। সেই ইডি কি নিজেই শেখ শাহাজাহানকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে?" সন্দেশখালিকাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? ভবানী ভবনে এদিন সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেন, "শেখ শাহাজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। কিন্তু ইডি কী নিজেই শেখ শাহজাহানকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে?"

এমন মন্তব্যের পর আইপিএস মহলের একাংশের দাবি, এই বক্তব্যের মাধ্যমে নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন রাজ্য পুলিশের ডিজি। শাহজাহানকে গ্রেফতারির প্রসঙ্গের পাশাপাশি সন্দেশখালিতে 144 ধারা কিছুদিনের মধ্যে প্রত্যাহার করা হতে পারে বলে জানালেন রাজীব কুমার। অনেক এলাকায় সেই ধারা তুলেও দেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি।

এদিকে শাহজাহানের দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে একটি মামলায় শনিবার গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। এরপরই গ্রেফতার হয় শিবু। আগেই গ্রেফতার করা হয়েছে উত্তমকে। সে প্রসঙ্গে রাজীব বলেন, "এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছি আমরা। 8 ফেব্রুয়ারির আগে আমাদের কাছে সন্দেশখালি থেকে কোনও অভিযোগ জমা পড়েনি। তারপর থেকে আমাদের কাছে যা যা অভিযোগ এসেছে, সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেশখালির মহিলারা নির্ভয়ে পুলিশে কাছে গিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন।"

শনিবার শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার মামলাও যুক্ত করা হল ৷ সন্দেশখালিকাণ্ডের 20 নম্বর মামলায় নির্যাতিতা এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এই দু'টি ধারা যুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সবমিলিয়ে এদিন সন্দেশখালিকাণ্ড যে নয়া মোড় নিল, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়, শিবু-উত্তমদের বিরুদ্ধে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা
  2. সন্দেশখালি কাণ্ডের জের ! সরানো হল ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমারকে, দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার
  3. সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা যুক্ত হতেই গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.