কলকাতা, 16 জুলাই: সাম্প্রতিক সময়ে বারংবার একাধিক ঘটনায় পুলিশকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে ৷ উত্তরবঙ্গের চোপড়ায় জেসিবি, কামারহাটির জয়ন্ত কিংবা সোনারপুরের মহিলা নিগ্রহের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা ৷ এই পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের আরেক ডিজি (আইন ও শৃঙ্খলা) মনোজ বর্মা ৷
প্রথম দিন সাংবাদিক বৈঠকে তাঁর স্পষ্ট বার্তা, কেউ আইন হাতে তুলে নিলে তাঁকে বরদাস্ত করা হবে না ৷ প্রসঙ্গত রাজ্যে লোকসভা নির্বাচনের পরে উপনির্বাচন ঘোষণা হয় ৷ সেই কারণে এক মাসেরও বেশি সময় রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো যায়নি প্রাক-নির্বাচন পর্বে রাজ্য পুলিশের দায়িত্বে থাকা ডিজি রাজীব কুমারকে ৷ কিন্তু নির্বাচন মিটতেই তিনি নিজের পদে ফিরেছেন ৷ পদে ফিরেই কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি ৷
এদিন নবান্নে উল্টোরথ ও মহরম দুই ধর্মের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে যাতে পালন করা যায় সেই জন্য সাধারণ মানুষকে আবেদন জানিয়েছেন তিনি ৷ এদিন তিনি বলেন, "আপনারা যে যাঁর মতো নিজের ধর্ম পালন করুন ৷ তবে এমন কিছু করবেন না, যাতে অপরের অসুবিধা হয় ৷" এদিন সাম্প্রতিক গণপিটুনির ঘটনা প্রসঙ্গ তুলে রাজীব কুমারকে প্রশ্ন করা হয়েছিল, এই বিষয়ে তিনি কোনও বার্তা দিতে চান কি না ৷
সেখানে তাঁর স্পষ্ট বক্তব্য, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, কোনওভাবে তা বরদাস্ত করা হবে না ৷ তাঁর কাছে একইভাবে প্রশ্ন করা হয়েছিল, এই যে একের পর এক ঘটনা ঘটছে তাতে কি ইন্টেলিজেন্সের ব্যর্থতা রয়েছে বলে তিনি মনে করেন ৷ জবাবে রাজীব কুমার বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে এত বড় ঘটনা ঘটে গেল ৷ তাহলে কি বলবেন, সেখানেও ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছিল ৷ এক্ষেত্রে আমাদের এখানে যে ঘটনাগুলি ঘটছে, সেগুলি কীভাবে আমরা ফেস করছি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷"
তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলার বিষয়টিকে আরও ভালোভাবে বোঝা যায়, কীভাবে আমরা সেটাকে পর্যবেক্ষণ করছি তার থেকে ৷ কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থার সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এধরনের ঘটনা ঘটে যায় ৷ তারপরও কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা নিই ৷"