কেশপুর, 30 এপ্রিল: পুরানো বন্ধু কাঞ্চনকে ভোট প্রচারে ডেকেছিলেন তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। এবার তিনি সেই বন্ধুকে নিয়েই প্রচার সারলেন একসময় লাল দুর্গ কেশপুরে। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চনকে তাঁর প্রচার-গাড়ি থেকে নেমে যেতে বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কাঞ্চনকেই কাছে টেনে নিলেন দেব। কাঞ্চন বললেন, "মানুষের ভালোবাসা আমার সঙ্গে ছিল, আছে ও থাকবে।"
ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের আনন্দপুর এলাকায় ভোট প্রচারে দীপক অধিকারীর সঙ্গে দেখা গেল বন্ধু কাঞ্চন মল্লিককে। মঙ্গলবার বিকেলে তেঘরী অঞ্চলের মোহনপুর,আমলাবনী, আনন্দপুর হয়ে কেশপুরে গিয়ে প্রচার শেষ হয়। প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, " কাঞ্চনদা প্রথমবার আমার সঙ্গে কেশপুরে এল। আসতে আসতে কাঞ্চনদাও বলছিল, কেশপুরে রাস্তাঘাট কত উন্নত হয়ে গিয়েছে।"
কাঞ্চনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কেশপুরে মানুষের যে ভালবাসা পেয়েছি, তাতে আমি আপ্লুত। এত মানুষের ভালোবাসা দেবের সঙ্গে আছে। দেব অনেক বেশি ভোটে জিতুক-এটাই আমি চাইব।" এদিন কাঞ্চনকে কাছে পেয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করেন আগের ঘটনার পর এই প্রচারে এসে কী পেলেন? উত্তরে কাঞ্চন বলেন, "মানুষের ভালোবাসা আমার সঙ্গে ছিল,আছে এবং থাকবে। দেব পুরনো বন্ধু। তাঁর হয়ে প্রচারে এসেছিলাম। আর পেলাম মানুষের ভালোবাসা।"
অন্যদিকে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে দেব বলেন, "এটা বিধানসভা নির্বাচন নয়। প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। উনি কেন্দ্রের এমন দশটা বা পাঁচটা প্রকল্পের নাম বলুন যাতে কেশপুরের মানুষ সুবিধা পেয়েছেন। ঘাটালের আসল কাজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। এখানে "কৌন বনেগা মুখ্যমন্ত্রী নয়, কৌন বনেগা প্রধানমন্ত্রী"র ভোট হচ্ছে।"
কেশপুরে ভোট মার্জিন বাড়বে কি না, সে বিষয়ে প্রশ্ন করতে দেব বলেন, "মার্জিনের নেশা আমার নেই। একটা ভোটে জিতলেও সেটাকে জয় বলেই আমি মনে করি। কেশপুরে এত মানুষের ভালোবাসা আমার সঙ্গে রয়েছে। এটাই আমার কাছে অনেক।" হিরণের ব্যক্তিগতভাবেও দেবকে আক্রমণ করেছেন । তা নিয়ে কটাক্ষের সুরে দেব বলেন, "যদি এক বছর আগে ভোটের ঘোষণা হত, তাহলে হিরণ বলত দেবের জন্যই মনে হয় ভারত বিশ্বকাপে হেরে গিয়েছে।"
আরও পড়ুন
'নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত', দেবাশিস ধরের মামলা খারিজ শীর্ষ আদালতে
কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর নামে ঝুলছে 20 মামলা, হু হু করে বেড়েছে বিষয়-আশয়