কলকাতা, 2 মার্চ: শীত পেরিয়ে এখন বসন্ত । বর্ষা আসতে বাকি আর মাত্র চার মাস । আর বর্ষা মানেই মশাবাহিত একাধিক রোগ । তবে এবার দেখা মিলল অন্য ছবির । বসন্তকালেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি । স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী , নতুন বছরের শুরু থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বাংলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়ে গিয়েছে।
জেলা ও স্বাস্থ্য জেলায় মোট আক্রান্তের সংখ্যা 410 । তার মধ্যে বেসরকারি ক্ষেত্রে পজিটিভ ধরা পড়েছে 74 জনের । বাকি 336 জন ডেঙ্গু আক্রান্তের রোগ ধরা পড়েছে সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে । স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য শাখা রাজ্যের জেলা ও স্বাস্থ্য জেলাগুলির মধ্যে 17টির তথ্য তুলে ধরেছে ।
গত বছরের মতো এবারেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা । সেখানে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 63 । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ ও বাঁকুড়া । এই দুই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 51 এবং 39 । প্রথম পাঁচের বাকি দুই জেলা হল মালদা ও দক্ষিণ 24 পরগনা, আক্রান্তের সংখ্যা যথাক্রমে 36 ও 35 । কলকাতা ষষ্ঠ স্থানে । আক্রান্তের সংখ্যা 34 ।
বসন্তকালে ডেঙ্গির প্রাদুর্ভাবের জন্য মেডিক্যাল সার্ভিস সেন্টারের যুগ্ম সম্পাদক চিকিৎসক কবিউল হক বলেন, "বিশ্ব উষ্ণায়নের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন ভাইরাল ফিভারগুলো বাড়ছে ৷ সেভাবেই অসময়ে ডেঙ্গির প্রাদুর্ভাবও দেখা যাচ্ছে । এই জলবায়ু পরিবর্তন হওয়ার কারণেই মশার ব্রিডিংয়ের সময় বাড়ছে । এখনই আমাদের এই মশাবাহিত রোগ যাতে না হয়, তার জন্য সচেতনতামূলক এবং সুরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে । না-হলে বর্ষাকালে মূলত যখন এ ধরনের রোগগুলি হয় তখন ডেঙ্গির বাড়বাড়ন্ত চোখে পড়বে ।"
আরও পড়ুন: