ETV Bharat / state

প্রতীকী অনশনে শিল্পীরা; একবার আসুন মাননীয়া, করজোড়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ দেবলীনার - DEBOLINA DUTTA

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনশনমঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের দাবিগুলি পূরণ করার জন্য হাতজোড় করে অনুরোধ করলেন অভিনেত্রী দেবলীনা দত্ত ৷ শিল্পীরা ধর্মতলায় প্রতীকী অনশন করছেন ৷

ETV BHARAT
অনশনমঞ্চে দেবলীনা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2024, 10:24 AM IST

Updated : Oct 20, 2024, 11:16 AM IST

কলকাতা, 20 অক্টোবর: ধর্মতলায় প্রতীকী অনশনে রয়েছেন চৈতী ঘোষাল, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, তনিকা বসু, সৌম্য বন্দ্যোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায় । জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি মেনে নেওয়ার আর্জি জানিয়েই অনশনে সামিল হয়েছেন তাঁরা । তাঁদের দাবি, রাজ্য সরকার মানবিকতা দেখিয়ে দাবিগুলি মেনে নিক ৷ এবিষয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে দেবলীনা দত্তর ।

রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবারের জন্য হলেও অনশনস্থলে আসার জন্য হাতজোড় করে অনুরোধ জানান দেবলীনা ৷ হতাশার সুরে তিনি বলেন, "রোজ সকালে ভাবি মাননীয়া আসবেন । রোজ হতাশ হয়ে ফিরে যাই । আপনিও তো অনশন করেছেন । আপনি তো জানেন এর কষ্ট । কোনও রাগারাগি বা বিরোধিতা নয় । একবার আসুন। মিটিয়ে নিন সবটা । গর্বের সঙ্গে বলতে চাই যে, এই সরকারকে আমরাই এনেছি । বিশ্বাস করুন, আমি কোনও রাজনীতি করতে আসিনি এখানে ।"

একবার আসুন মাননীয়া, করজোড়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ দেবলীনার (নিজস্ব ভিডিয়ো)

আরজি কর ইস্যুতে স্পষ্টবক্তা দেবলীনার স্লোগান ঘিরে বিতর্কের সৃষ্টি হলেও তাতে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে নিজের প্রতিবাদ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী । পাশে থেকেছেন এবং আছেন জুনিয়র ডাক্তারদের ।

অনশনমঞ্চে বসে ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "জুনিয়র ডাক্তারদের সবক'টি দাবি নায্য । তাই পাশে আছি । প্রথম দাবি বিচার । সেটা সবসময়ই চাইছি আমরা সবাই । বাকিগুলোও খুব সাধারণ এবং ভীষণ প্রয়োজনীয় । সিসিটিভি লাগাতে কতক্ষণ সময় লাগে সেটা আমরা অনশনে এসে দেখে ফেলেছি । মাত্র এক ঘণ্টার মধ্যে 18টি সিসিটিভি লাগানো হয়ে গেল এখানে । আর ইলেকশন ? সেটা না-হলে তো সন্দীপ ঘোষের মতো লোকেরাই থাকবে ৷ কী ভয়ঙ্কর তাঁরা ! কর্মরত অবস্থায় খুন একটা হাসপাতালে ! আমি ভেবেছিলাম যে সরকারকে আমরা ভোট দিয়ে এনেছি সেই সরকার এই ঘটনার পর নিজে থেকে ডাক্তারদের ডেকে মিটিং করবেন যে, কীভাবে এই দুর্নীতি থেকে বেরনো যায় । কিন্তু না । তার জায়গায় এতদিন ধরে চলছে প্রতিবাদ, চলছে মিটিং, 15 দিন ধরে চলছে অনশন । অসুস্থ হচ্ছেন ডাক্তাররা ।"

দেবলীনা এদিন আরও বলেন, "অনেকে হয়ত বলবেন দেবলীনা তো হাসপাতালে যান না, নার্সিংহোমে যান । বিশ্বাস করুন, আমি সেই মানুষটাই না যাঁর নিজের বাড়িতে আগুন লাগলেই নড়ব চড়ব, আর অন্য কারও বাড়িতে আগুন লাগলে চুপ করে বসে থাকব । আমার বাড়ির পরিচারিকা তো হাসপাতালেই যান । তাঁকে নিয়ে ভাবব না আমি ? আমি এতটা স্বার্থপর হতে পারব না ।"

কলকাতা, 20 অক্টোবর: ধর্মতলায় প্রতীকী অনশনে রয়েছেন চৈতী ঘোষাল, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, তনিকা বসু, সৌম্য বন্দ্যোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায় । জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি মেনে নেওয়ার আর্জি জানিয়েই অনশনে সামিল হয়েছেন তাঁরা । তাঁদের দাবি, রাজ্য সরকার মানবিকতা দেখিয়ে দাবিগুলি মেনে নিক ৷ এবিষয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে দেবলীনা দত্তর ।

রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবারের জন্য হলেও অনশনস্থলে আসার জন্য হাতজোড় করে অনুরোধ জানান দেবলীনা ৷ হতাশার সুরে তিনি বলেন, "রোজ সকালে ভাবি মাননীয়া আসবেন । রোজ হতাশ হয়ে ফিরে যাই । আপনিও তো অনশন করেছেন । আপনি তো জানেন এর কষ্ট । কোনও রাগারাগি বা বিরোধিতা নয় । একবার আসুন। মিটিয়ে নিন সবটা । গর্বের সঙ্গে বলতে চাই যে, এই সরকারকে আমরাই এনেছি । বিশ্বাস করুন, আমি কোনও রাজনীতি করতে আসিনি এখানে ।"

একবার আসুন মাননীয়া, করজোড়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ দেবলীনার (নিজস্ব ভিডিয়ো)

আরজি কর ইস্যুতে স্পষ্টবক্তা দেবলীনার স্লোগান ঘিরে বিতর্কের সৃষ্টি হলেও তাতে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে নিজের প্রতিবাদ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী । পাশে থেকেছেন এবং আছেন জুনিয়র ডাক্তারদের ।

অনশনমঞ্চে বসে ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "জুনিয়র ডাক্তারদের সবক'টি দাবি নায্য । তাই পাশে আছি । প্রথম দাবি বিচার । সেটা সবসময়ই চাইছি আমরা সবাই । বাকিগুলোও খুব সাধারণ এবং ভীষণ প্রয়োজনীয় । সিসিটিভি লাগাতে কতক্ষণ সময় লাগে সেটা আমরা অনশনে এসে দেখে ফেলেছি । মাত্র এক ঘণ্টার মধ্যে 18টি সিসিটিভি লাগানো হয়ে গেল এখানে । আর ইলেকশন ? সেটা না-হলে তো সন্দীপ ঘোষের মতো লোকেরাই থাকবে ৷ কী ভয়ঙ্কর তাঁরা ! কর্মরত অবস্থায় খুন একটা হাসপাতালে ! আমি ভেবেছিলাম যে সরকারকে আমরা ভোট দিয়ে এনেছি সেই সরকার এই ঘটনার পর নিজে থেকে ডাক্তারদের ডেকে মিটিং করবেন যে, কীভাবে এই দুর্নীতি থেকে বেরনো যায় । কিন্তু না । তার জায়গায় এতদিন ধরে চলছে প্রতিবাদ, চলছে মিটিং, 15 দিন ধরে চলছে অনশন । অসুস্থ হচ্ছেন ডাক্তাররা ।"

দেবলীনা এদিন আরও বলেন, "অনেকে হয়ত বলবেন দেবলীনা তো হাসপাতালে যান না, নার্সিংহোমে যান । বিশ্বাস করুন, আমি সেই মানুষটাই না যাঁর নিজের বাড়িতে আগুন লাগলেই নড়ব চড়ব, আর অন্য কারও বাড়িতে আগুন লাগলে চুপ করে বসে থাকব । আমার বাড়ির পরিচারিকা তো হাসপাতালেই যান । তাঁকে নিয়ে ভাবব না আমি ? আমি এতটা স্বার্থপর হতে পারব না ।"

Last Updated : Oct 20, 2024, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.