ETV Bharat / state

দেবাংশুকে ঘিরে 'চোর চোর' স্লোগান বিজেপির, উত্তেজনা নন্দীগ্রামে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Vote Campaign of TMC in Nandigram: তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ভোট প্রচারে উত্তেজনা ৷ তাঁকে দেখে 'চোর চোর' বলে স্লোগান রাস্তায় ৷ অভিযোগের তির বিজেপির দিকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

TMC in Nandigram
দেবাংশুকে ঘিরে 'চোর চোর' স্লোগান
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 6:20 PM IST

উত্তেজনা নন্দীগ্রামে

নন্দীগ্রাম, 24 এপ্রিল: প্রচারে গিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৷ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়া অঞ্চলের জেলেমারা 37 নম্বর বুথে ভোট প্রচারে যান দেবাংশু ৷ অভিযোগ, সেখানে তাঁকে দেখে 'চোর-চোর' বলে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা ৷

দেবাংশুর অভিযোগ, শুধু চোর স্লোগান নয় ৷ বাইকে ধাক্কা দেওয়া হয়েছে ৷ হামলা চালানো হয়েছে ৷ পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ জানাব। যদি কিছু না হয় যত দূর যেতে হয় ততদূর যাব।" তিনি আরও জানান, এই ধরনের কাজ আসলে বিজেপির সংস্কৃতি ৷ নন্দীগ্রামে বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া জানান, দেবাংশু জনসম্পর্ক অভিযান করতে এসেছিলেন ৷ তাঁকে 'চোর- চোর দেবাংশু' বলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন গ্রামবাসীরা ৷ এর চেয়ে বড় আর কী হতে পারে। পাশাপাশি, বিজেপির কর্মী-সমর্থকদের যুক্ত থাকার ঘটনা অস্বীকার করেছেন তিনি ৷

এদিন তমলুক লোকসভার নন্দীগ্রামে প্রচারের সময় দেবাংশুকে ঘিরে ফের তুমুল উত্তেজনা দেখা দেয়। 37 নম্বর বুথে বোট প্রচারে গেলে সেখানে উপস্থিত স্থানীয় বিজেপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ অভিযোগ, এরপরই বিজেপির পতাকা নিয়ে দেবাংশুকে দেখে 'চোর' 'চোর' বলে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পালটা স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷

তৃণমূলের পতাকা মাথায় বেঁধে পালটা 'চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা' বলে স্লোগান দিতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে নন্দীগ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। বাইকে বসে প্রচার সারছিলেন দেবাংশু ৷ অভিযোগ তাঁকে ধাক্কাও দিয়েছে বিজেপির কর্মী-সমর্থকরা ৷ এই ঘটনায় উত্তেজনা এত বেড়ে যায়, ঘটনাস্থলে পুলিশকে আসতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৷

আরও পড়ুন

1. মনোনয়ন জমা দিলেন পাঁচ বারের সাংসদ অধীর, প্রত্যয়ী ষষ্ঠবারের জয় নিয়েও

2. নামেই জিআই ট্যাগ, ধুঁকছে বাংলার তাঁত; কী বলছে তাঁত শিল্পীদের জনাদেশ ?

3. তৃণমূলের ভোট ভাগ হলে বিজেপির লাভ, দাবি মমতার

উত্তেজনা নন্দীগ্রামে

নন্দীগ্রাম, 24 এপ্রিল: প্রচারে গিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৷ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়া অঞ্চলের জেলেমারা 37 নম্বর বুথে ভোট প্রচারে যান দেবাংশু ৷ অভিযোগ, সেখানে তাঁকে দেখে 'চোর-চোর' বলে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা ৷

দেবাংশুর অভিযোগ, শুধু চোর স্লোগান নয় ৷ বাইকে ধাক্কা দেওয়া হয়েছে ৷ হামলা চালানো হয়েছে ৷ পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ জানাব। যদি কিছু না হয় যত দূর যেতে হয় ততদূর যাব।" তিনি আরও জানান, এই ধরনের কাজ আসলে বিজেপির সংস্কৃতি ৷ নন্দীগ্রামে বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া জানান, দেবাংশু জনসম্পর্ক অভিযান করতে এসেছিলেন ৷ তাঁকে 'চোর- চোর দেবাংশু' বলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন গ্রামবাসীরা ৷ এর চেয়ে বড় আর কী হতে পারে। পাশাপাশি, বিজেপির কর্মী-সমর্থকদের যুক্ত থাকার ঘটনা অস্বীকার করেছেন তিনি ৷

এদিন তমলুক লোকসভার নন্দীগ্রামে প্রচারের সময় দেবাংশুকে ঘিরে ফের তুমুল উত্তেজনা দেখা দেয়। 37 নম্বর বুথে বোট প্রচারে গেলে সেখানে উপস্থিত স্থানীয় বিজেপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ অভিযোগ, এরপরই বিজেপির পতাকা নিয়ে দেবাংশুকে দেখে 'চোর' 'চোর' বলে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পালটা স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷

তৃণমূলের পতাকা মাথায় বেঁধে পালটা 'চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা' বলে স্লোগান দিতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে নন্দীগ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। বাইকে বসে প্রচার সারছিলেন দেবাংশু ৷ অভিযোগ তাঁকে ধাক্কাও দিয়েছে বিজেপির কর্মী-সমর্থকরা ৷ এই ঘটনায় উত্তেজনা এত বেড়ে যায়, ঘটনাস্থলে পুলিশকে আসতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৷

আরও পড়ুন

1. মনোনয়ন জমা দিলেন পাঁচ বারের সাংসদ অধীর, প্রত্যয়ী ষষ্ঠবারের জয় নিয়েও

2. নামেই জিআই ট্যাগ, ধুঁকছে বাংলার তাঁত; কী বলছে তাঁত শিল্পীদের জনাদেশ ?

3. তৃণমূলের ভোট ভাগ হলে বিজেপির লাভ, দাবি মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.