কলকাতা, 17 মে: খাস কলকাতায় উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম সুস্মিতা দাস। বাড়ি হলদিয়ায়। পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে তিনি কলকাতায় আসেন অভিনয় শেখার জন্য ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার বনমালী ব্যানার্জি রোডে। ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেফতার অভিনয়ের শিক্ষক ৷
তদন্তে নেমে ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি ওই তরুণীর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সূত্রে খবর, এলাকায় একটি সংস্থায় সুস্মিতা দাস অভিনয়ের ক্লাস করতেন ৷ শুধু তাই নয়, সেখানেই মাঝে মধ্যে থেকে যেতেন। অভিনয় শেখাতেন সঞ্জয় নস্কর নামে এক ব্যক্তি ৷ এদিন পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করে ৷ পরে ওই অভিনয়ের ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তরুণীর পরিবারের দাবি, দু'জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল ৷
পুলিশকে সঞ্জয় নস্কর জানিয়েছেন, গতকাল সন্ধ্যা নাগাদ কোনও একটি কাজে সঞ্জয় বাইরে বেরিয়েছিলেন ৷ ফিরে এসে দেখেন, অফিস ভিতর থেকে বন্ধ ৷ সুস্মিতাকে ডেকে বা ফোন করে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না ৷ এরপরেই তিনি দরজা ভেঙে ঘরে ঢুকলে সুস্মিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ চিৎকার-চেঁচামেচি করে আশপাশেরে বাসিন্দাদের ডাকেন ৷ খবর যায় পুলিশেও ৷
ইতিমধ্যেই পুলিশ ওই অফিসে টিম পাঠিয়ে তদন্ত শুরু করেছে ৷ মেয়েটির ফোন থেকে শুরু করে পোশাক পাঠানো হয়েছে ফরেন্সিকে ৷ অফিস ঘর থেকে কোনও রকম সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ৷ অন্যদিকে, সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে জানার চেষ্টা চলছে, সুস্মিতার সঙ্গে কোনও রকম উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল কি না। পাশাপাশি অন্য কাউকে না ডেকে কেন তিনি নিজে দরজা ভেঙে ঘরে ঢুকেছিলেন সেটাও প্রশ্ন তদন্তকারীদের কাছে। লালবাজের সূত্রে খবর ওই তরুণীর গলায় কয়েকটি দাগ ছিল। সেগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে।
আরও পড়ুন