কলকাতা, 3 ফেব্রুয়ারি: এমএলএ হোস্টেলের মধ্যে বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু ৷ জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার হয়েছে কলকাতার এমএলএ হোস্টেল থেকে ৷ তিনি পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক ৷ ইতিমধ্যে স্থানীয় পার্কস্ট্রিট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ৷ তবে দেহে বাহ্যিক আঘাতের কোনও চিহ্ন মেলেনি ৷
এই প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখছি ৷ কীভাবে ওই বিধায়কের নিরাপত্তারক্ষী হোস্টেলের ছাদে গেলেন, তাও দেখা হচ্ছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে ৷"
লালবাজার সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণে মৃত নিরাপত্তারক্ষীর নাম এখনই প্রকাশ করা হচ্ছে না ৷ বান্দোয়ানের বিধায়কের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ৷ ঘটনাস্থলে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা পৌঁছন ৷ দেহটি দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ দেহের বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি ৷ তবে দেহের ভিতরে কোনওভাবে আঘাত লেগেছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে ৷
এই ঘটনায় এমএলএ হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এখানে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত থাকে ৷ সেখানে কীভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে ? পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এমএলএ হোস্টেলের বাইরে এবং ভিতরে কলকাতা পুলিশের যেসব নিরাপত্তারক্ষীরা কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে ৷ তাঁদের সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলছেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনের পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷
এরই সঙ্গে পার্ক স্ট্রিটের এমএলএ হোস্টেলের বাইরে এবং ভিতরে, ছাদের সামনে যে জায়গা থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেখানকার সিসিটিভি ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ওই নিরাপত্তারক্ষীর পরিবারের সদস্যদেরও খবর দিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন: