ETV Bharat / state

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় মা ! দু’জনের বিয়ে দিলেন মেয়ে-প্রতিবেশীরা - DAUGHTER MARRIES OFF WOMAN

মা ও তাঁর প্রেমিককে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিলেন মেয়ে ৷ পরে তাঁদের পুলিশের হাতেও তুলে দিলেন তিনি ৷

DAUGHTER MARRIES OFF WOMAN
মা ও তাঁর প্রেমিকের বিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন মেয়ে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2024, 8:02 PM IST

বালুরঘাট, 16 অক্টোবর: স্থানীয় এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে বিধবা মায়ের ৷ এই নিয়ে তীব্র আপত্তি ছিল মেয়ের ৷ তিনি আজ মা ও তাঁর প্রেমিককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন ! ব্যস, আর পায় কে ! পাড়া প্রতিবেশীদের ডেকে এনে তিনি হুলস্থুল-কাণ্ড বাঁধান ৷ সোজা মন্দিরে নিয়ে গিয়ে দু’জনের বিয়ে দিয়ে দিলেন মেয়ে ৷ আর তারপরেই পুলিশের হাতে মা এবং তাঁর নতুন স্বামীকে তুলে দিলেন সকলে মিলে ৷

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার আমবাগান এলাকায় ৷ মেয়ে জয়িতা দে-র অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর মা রিঙ্কু দে স্থানীয় বাপি পালের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ৷ প্রতিবেশীরা এ নিয়ে আপত্তি জানিয়েছিলেন ৷ বাপি পালকে পাড়ায় ঢুকতে নিষেধও করেছিলেন তাঁরা ৷ কিন্তু, রিঙ্কু দে এবং তাঁর প্রেমিক বাপি পালের স্পষ্ট দাবি ছিল, আইনত তাঁরা কোনও অন্যায় করছেন না ৷ কিন্তু, স্থানীয়রা সেসব যুক্তি মানতে চাননি ৷

মা ও তাঁর প্রেমিকের বিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন মেয়ে ৷ (ইটিভি ভারত)

এ নিয়ে মহিলার মেয়ে জয়িতা দে-কে অভিযোগও করেছিলেন প্রতিবেশীরা ৷ জয়িতা দে-ও মায়ের এই সম্পর্কের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, 2023 সালে তাঁর বাবা মারা গিয়েছেন ৷ তার পরপরই তাঁর মা রিঙ্কু দে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান ৷ সে নিয়ে তাঁরা কোনও দিন রাখঢাকও করেননি ৷ কিন্তু, স্থানীয়রা এবং মেয়ে সেই সম্পর্কে আপত্তি জানান ৷ মেয়ে জয়িতা দে-র দাবি, আজ তিনি দু’জনকে বাড়ির মধ্যে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন ৷ সঙ্গে প্রতিবেশীরাও ছিলেন ৷ সকলে মিলেই দু’জনকে ঘরের ভিতর থেকে বের করে আনেন ৷

এরপরেই পুলিশে খবর দেওয়া হয় ৷ বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তবে, দু’জনকে তখনই পুলিশের হাতে ছেড়ে দিতে রাজি হননি জয়িতা দে এবং পড়শিরা ৷ তাঁরা দাবি করেন, স্থানীয় মন্দিরে বাপি পাল সিঁদুর পরিয়ে বিয়ে করবেন রিঙ্কু দে-কে ৷ তারপরে পুলিশ দু’জনকে নিয়ে যেতে পারবে ৷ অভিযোগ, পুলিশের সামনেই দু’জনকে বিয়ে দেন মেয়ে জয়িতা দে ৷ তারপর পুলিশ বিবাহিত দম্পতিকে সেখান থেকে থানায় নিয়ে যায় ৷

জয়িতা দে দাবি করেছেন, "আমি চাই না ওঁরা আর এখানে আসুক ৷ পুলিশের হাতে তুলে দিয়েছি ৷ তারা যা ব্যবস্থা নেওয়ার নেবে ৷ তবে, আবারও এই পাড়ায় এলে, ওঁদের ব্যবস্থা আমরা করব ৷" বাপি পাল দাবি করেছেন, "এলাকার স্থানীয় বাসিন্দারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে ৷ আমি ওঁকে ভালোবাসি এবং আজকে কালী মন্দিরে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিলাম ৷ যদি অন্য কোনও উদ্দেশ্য থাকত, তাহলে আমি বিয়ে করতাম না ৷"

এ নিয়ে বালুরঘাট সদরের ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দু'জনকেই থানায় নিয়ে আসা হয়েছে ৷ এই ঘটনার মধ্যে অন্য কোনও বিষয় লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

বালুরঘাট, 16 অক্টোবর: স্থানীয় এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে বিধবা মায়ের ৷ এই নিয়ে তীব্র আপত্তি ছিল মেয়ের ৷ তিনি আজ মা ও তাঁর প্রেমিককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন ! ব্যস, আর পায় কে ! পাড়া প্রতিবেশীদের ডেকে এনে তিনি হুলস্থুল-কাণ্ড বাঁধান ৷ সোজা মন্দিরে নিয়ে গিয়ে দু’জনের বিয়ে দিয়ে দিলেন মেয়ে ৷ আর তারপরেই পুলিশের হাতে মা এবং তাঁর নতুন স্বামীকে তুলে দিলেন সকলে মিলে ৷

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার আমবাগান এলাকায় ৷ মেয়ে জয়িতা দে-র অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর মা রিঙ্কু দে স্থানীয় বাপি পালের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ৷ প্রতিবেশীরা এ নিয়ে আপত্তি জানিয়েছিলেন ৷ বাপি পালকে পাড়ায় ঢুকতে নিষেধও করেছিলেন তাঁরা ৷ কিন্তু, রিঙ্কু দে এবং তাঁর প্রেমিক বাপি পালের স্পষ্ট দাবি ছিল, আইনত তাঁরা কোনও অন্যায় করছেন না ৷ কিন্তু, স্থানীয়রা সেসব যুক্তি মানতে চাননি ৷

মা ও তাঁর প্রেমিকের বিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন মেয়ে ৷ (ইটিভি ভারত)

এ নিয়ে মহিলার মেয়ে জয়িতা দে-কে অভিযোগও করেছিলেন প্রতিবেশীরা ৷ জয়িতা দে-ও মায়ের এই সম্পর্কের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, 2023 সালে তাঁর বাবা মারা গিয়েছেন ৷ তার পরপরই তাঁর মা রিঙ্কু দে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান ৷ সে নিয়ে তাঁরা কোনও দিন রাখঢাকও করেননি ৷ কিন্তু, স্থানীয়রা এবং মেয়ে সেই সম্পর্কে আপত্তি জানান ৷ মেয়ে জয়িতা দে-র দাবি, আজ তিনি দু’জনকে বাড়ির মধ্যে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন ৷ সঙ্গে প্রতিবেশীরাও ছিলেন ৷ সকলে মিলেই দু’জনকে ঘরের ভিতর থেকে বের করে আনেন ৷

এরপরেই পুলিশে খবর দেওয়া হয় ৷ বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তবে, দু’জনকে তখনই পুলিশের হাতে ছেড়ে দিতে রাজি হননি জয়িতা দে এবং পড়শিরা ৷ তাঁরা দাবি করেন, স্থানীয় মন্দিরে বাপি পাল সিঁদুর পরিয়ে বিয়ে করবেন রিঙ্কু দে-কে ৷ তারপরে পুলিশ দু’জনকে নিয়ে যেতে পারবে ৷ অভিযোগ, পুলিশের সামনেই দু’জনকে বিয়ে দেন মেয়ে জয়িতা দে ৷ তারপর পুলিশ বিবাহিত দম্পতিকে সেখান থেকে থানায় নিয়ে যায় ৷

জয়িতা দে দাবি করেছেন, "আমি চাই না ওঁরা আর এখানে আসুক ৷ পুলিশের হাতে তুলে দিয়েছি ৷ তারা যা ব্যবস্থা নেওয়ার নেবে ৷ তবে, আবারও এই পাড়ায় এলে, ওঁদের ব্যবস্থা আমরা করব ৷" বাপি পাল দাবি করেছেন, "এলাকার স্থানীয় বাসিন্দারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে ৷ আমি ওঁকে ভালোবাসি এবং আজকে কালী মন্দিরে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিলাম ৷ যদি অন্য কোনও উদ্দেশ্য থাকত, তাহলে আমি বিয়ে করতাম না ৷"

এ নিয়ে বালুরঘাট সদরের ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দু'জনকেই থানায় নিয়ে আসা হয়েছে ৷ এই ঘটনার মধ্যে অন্য কোনও বিষয় লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.