ETV Bharat / state

ষষ্ঠীর সকালে সোনারপুরে দীর্ঘক্ষণ রেল অবরোধ, ভোগান্তি যাত্রীদের - RAIL BLOCKADE

সোনারপুর লোকাল ট্রেন বাতিলের জেরে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা ৷ প্রতিদিন ট্রেন বাতিলের অভিযোগ তুলে বুধবার ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷

Rail Blockade
সোনারপুরে নিত্যযাত্রীদের রেল অবরোধ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 11:55 AM IST

সোনারপুর, 9 অক্টোবর: ষষ্ঠীর সকালে রেল অবরোধ ৷ ট্রেন বাতিলের প্রতিবাদে সোনারপুরে প্রায় তিনঘণ্টা রেল অবরোধ করে রাখলেন নিত্যযাত্রীরা ৷ রেল অবরোধের জেরে ব্যাহত হল শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ৷ চরম ভোগান্তির শিকার হলেন দূর-দূরান্ত থেকে আসা অন্যান্য ট্রেনের নিত্যযাত্রীরা ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল আটটা নাগাদ সোনারপুর লোকাল ট্রেনটি বাতিল বলে ঘোষণা করা হয় । আর সোনারপুর লোকাল বাতিল হওয়ার কারণেই ক্ষোভে ফেটে পড়েন ট্রেনের নিত্যযাত্রীরা । প্রতিবাদে সোনারপুর রেল স্টেশনের কাছে অবরোধ শুরু করেন তাঁরা । রেলযাত্রীদের এই অবরোধের জোরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে একের পর এক লোকাল ট্রেন ।

শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল (ইটিভি ভারত)

এ বিষয়ে ক্যানিং লোকালের নিত্যযাত্রী অঞ্জলি দাস বলেন, "রেল অবরোধ হয়েছে ৷ ট্রেন আটকে রয়েছে সোনারপুর স্টেশনে ৷ এর ফলে গন্তব্যস্থলে যেতে পারছি না আমরা । খুবই সমস্যা হচ্ছে ৷"

Rail Blockade
চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা (নিজস্ব ছবি)

যদিও অবরোধকারীদের দাবি, প্রায় সময় শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল বেলায় বারুইপুর এবং সোনারপুরে বেশকিছু লোকাল ট্রেন হঠাৎ করে বাতিল ঘোষণা করছে রেল কর্তৃপক্ষ ৷ এর ফলে নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হয় ৷ তাঁরা সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না । আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ৷ রেল কর্তৃপক্ষের গাফিলতির জেরে নিত্যদিন এই ঘটনা ঘটছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ ৷ তাই তাঁরা এ দিন রেল অবরোধ করে বিক্ষোভ দেখান ৷

Rail Blockade
ষষ্ঠীর সকালে সোনারপুরে দীর্ঘক্ষণ রেল অবরোধ (নিজস্ব ছবি)

বুধবার সকালে অবরোধের কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকেরা ৷ তাঁরা দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালান ৷ অবশেষে রেলের তরফে প্রতিশ্রুতি মেলায় তিনঘণ্টা পর ওঠে অবরোধ । বর্তমানে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে পুজোর দিনে দীর্ঘক্ষণ রেল অবরোধের জেরে নাজেহাল হতে হয় যাত্রীদের ৷

সোনারপুর, 9 অক্টোবর: ষষ্ঠীর সকালে রেল অবরোধ ৷ ট্রেন বাতিলের প্রতিবাদে সোনারপুরে প্রায় তিনঘণ্টা রেল অবরোধ করে রাখলেন নিত্যযাত্রীরা ৷ রেল অবরোধের জেরে ব্যাহত হল শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ৷ চরম ভোগান্তির শিকার হলেন দূর-দূরান্ত থেকে আসা অন্যান্য ট্রেনের নিত্যযাত্রীরা ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল আটটা নাগাদ সোনারপুর লোকাল ট্রেনটি বাতিল বলে ঘোষণা করা হয় । আর সোনারপুর লোকাল বাতিল হওয়ার কারণেই ক্ষোভে ফেটে পড়েন ট্রেনের নিত্যযাত্রীরা । প্রতিবাদে সোনারপুর রেল স্টেশনের কাছে অবরোধ শুরু করেন তাঁরা । রেলযাত্রীদের এই অবরোধের জোরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে একের পর এক লোকাল ট্রেন ।

শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল (ইটিভি ভারত)

এ বিষয়ে ক্যানিং লোকালের নিত্যযাত্রী অঞ্জলি দাস বলেন, "রেল অবরোধ হয়েছে ৷ ট্রেন আটকে রয়েছে সোনারপুর স্টেশনে ৷ এর ফলে গন্তব্যস্থলে যেতে পারছি না আমরা । খুবই সমস্যা হচ্ছে ৷"

Rail Blockade
চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা (নিজস্ব ছবি)

যদিও অবরোধকারীদের দাবি, প্রায় সময় শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল বেলায় বারুইপুর এবং সোনারপুরে বেশকিছু লোকাল ট্রেন হঠাৎ করে বাতিল ঘোষণা করছে রেল কর্তৃপক্ষ ৷ এর ফলে নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হয় ৷ তাঁরা সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না । আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ৷ রেল কর্তৃপক্ষের গাফিলতির জেরে নিত্যদিন এই ঘটনা ঘটছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ ৷ তাই তাঁরা এ দিন রেল অবরোধ করে বিক্ষোভ দেখান ৷

Rail Blockade
ষষ্ঠীর সকালে সোনারপুরে দীর্ঘক্ষণ রেল অবরোধ (নিজস্ব ছবি)

বুধবার সকালে অবরোধের কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকেরা ৷ তাঁরা দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালান ৷ অবশেষে রেলের তরফে প্রতিশ্রুতি মেলায় তিনঘণ্টা পর ওঠে অবরোধ । বর্তমানে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে পুজোর দিনে দীর্ঘক্ষণ রেল অবরোধের জেরে নাজেহাল হতে হয় যাত্রীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.