ETV Bharat / state

গুলি চলেছিল দু’বছর আগে, এবার 20 লক্ষ টাকা চেয়ে হুমকি ডি বাপির মালিককে - D Bapi Biryani - D BAPI BIRYANI

D Bapi Biryani Shop: 2022 সালে দোকানের সামনে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা ৷ এবার 20 লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়া হল ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি জয়েন্ট ডি বাপির মালিক অনির্বাণ দাসকে ৷

D Bapi Biryani
হুমকি পেলেন ডি বাপি বিরিয়ানির মালিক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 10:29 PM IST

ব‍্যারাকপুর, 26 জুন: যত কাণ্ড ব‍্যারাকপুরে ! এবার দুষ্কৃতীদের টার্গেটে খোদ শাসকদলের পঞ্চায়েত সদস্য । তিনি আবার ব‍্যারাকপুরের নামজাদা বিরিয়ানি ব‍্যবসায়ী । 20 লক্ষ টাকার তোলা চেয়ে ওই ব‍্যবসায়ীর কাছে হুমকি ফোন এসেছে বলে অভিযোগ । যার জেরে আতঙ্কে রাতের ঘুম উড়েছে প্রখ‍্যাত ডি বাপি বিরিয়ানির মালিক অনির্বাণ দাসের । হুমকি ফোনে উদ্বিগ্ন ব‍্যবসায়ীর পরিবার ।

ডি বাপিতে নয়া তরজা (ইটিভি ভারত)

অনির্বাণ দাসের অভিযোগ, হুমকি ফোনে বলা হয়েছে, তোলা না-দিলে ওই ব‍্যবসায়ীর পরিণতি হবে বেলঘরিয়ার ব্যবসায়ীর মতোই । অর্থাৎ বেলঘরিয়ায় ব‍্যবসায়ী অজয় মণ্ডলের মতো তাঁর বিরিয়ানির দোকানেও ফের গুলি চলবে বলে হুমকি দেওয়া হয়েছে । ভয়ে নিজেকে গৃহবন্দি করে রেখেছেন ব‍্যবসায়ী । অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামলেও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি । মেলেনি পুলিশি নিরাপত্তাও । এমনটাই অভিযোগ ওই ব‍্যবসায়ীর পরিবারের।

অনির্বাণ দাস বলেন, ‘‘বেশ কয়েকমাস ধরেই হুমকি ফোন আসছিল । আবার কখনও মেসেজ পাঠিয়ে তোলা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে । এসবের মধ্যেই সোমবার রাতে গাড়ির পিছু নিতে শুরু করে বাইক আরোহী চারজন । মুড়াগাছা থেকে ওয়্যারলেস মোড় পর্যন্ত পিছু নেয় তারা । ট্রাফিক পুলিশের দ্বারস্থ হলে গা-ঢাকা দেয় অজ্ঞাত পরিচয় ওই বাইক আরোহীরা ।’’

পুলিশের অনুমান, এই ঘটনার পিছনেও জেলবন্দি সুবোধ সিং গ্যাংয়ের হাত থাকতে পারে । কারণ, এর আগে ঠিক একই কায়দায় তোলা চেয়ে হুমকি ফোন গিয়েছিল ব‍্যারাকপুরের নামী দুই ব‍্যবসায়ী অজয় মণ্ডল এবং তাপস ভগতের কাছে । সেই হুমকির ঠিক পরেই 15 জুন বেলঘরিয়ায় জনবহুল বিটি রোডে শ্যুট-আউটের ঘটনা ঘটে । অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে আট রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় বাইক আরোহী দুই দুষ্কৃতী ।

ডি বাপি বিরিয়ানির সুনাম রয়েছে সর্বত্র । ব‍্যারাকপুর,মধ‍্যমগ্রাম ছাড়াও রাজ‍্যের বিভিন্ন প্রান্তে তাঁদের বিরিয়ানির দোকান রয়েছে । 2022 সালের 16 মে টিটাগড় ওয়্যারলেস মোড়ে ওই ব‍্যবসায়ীর বিরিয়ানির দোকানে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । বছর দুই আগের সেই ঘটনায় আহত হয়েছিলেন দোকানের এক কর্মী ও ক্রেতা । সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছিল সেই ঘটনার দৃশ্য । বছর দুয়েক পর সেই ব‍্যবসায়ীর কাছেই তোলা চেয়ে হুমকি ফোন আসায় তোলপাড় ব‍্যারাকপুর ।

ব‍্যারাকপুর, 26 জুন: যত কাণ্ড ব‍্যারাকপুরে ! এবার দুষ্কৃতীদের টার্গেটে খোদ শাসকদলের পঞ্চায়েত সদস্য । তিনি আবার ব‍্যারাকপুরের নামজাদা বিরিয়ানি ব‍্যবসায়ী । 20 লক্ষ টাকার তোলা চেয়ে ওই ব‍্যবসায়ীর কাছে হুমকি ফোন এসেছে বলে অভিযোগ । যার জেরে আতঙ্কে রাতের ঘুম উড়েছে প্রখ‍্যাত ডি বাপি বিরিয়ানির মালিক অনির্বাণ দাসের । হুমকি ফোনে উদ্বিগ্ন ব‍্যবসায়ীর পরিবার ।

ডি বাপিতে নয়া তরজা (ইটিভি ভারত)

অনির্বাণ দাসের অভিযোগ, হুমকি ফোনে বলা হয়েছে, তোলা না-দিলে ওই ব‍্যবসায়ীর পরিণতি হবে বেলঘরিয়ার ব্যবসায়ীর মতোই । অর্থাৎ বেলঘরিয়ায় ব‍্যবসায়ী অজয় মণ্ডলের মতো তাঁর বিরিয়ানির দোকানেও ফের গুলি চলবে বলে হুমকি দেওয়া হয়েছে । ভয়ে নিজেকে গৃহবন্দি করে রেখেছেন ব‍্যবসায়ী । অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামলেও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি । মেলেনি পুলিশি নিরাপত্তাও । এমনটাই অভিযোগ ওই ব‍্যবসায়ীর পরিবারের।

অনির্বাণ দাস বলেন, ‘‘বেশ কয়েকমাস ধরেই হুমকি ফোন আসছিল । আবার কখনও মেসেজ পাঠিয়ে তোলা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে । এসবের মধ্যেই সোমবার রাতে গাড়ির পিছু নিতে শুরু করে বাইক আরোহী চারজন । মুড়াগাছা থেকে ওয়্যারলেস মোড় পর্যন্ত পিছু নেয় তারা । ট্রাফিক পুলিশের দ্বারস্থ হলে গা-ঢাকা দেয় অজ্ঞাত পরিচয় ওই বাইক আরোহীরা ।’’

পুলিশের অনুমান, এই ঘটনার পিছনেও জেলবন্দি সুবোধ সিং গ্যাংয়ের হাত থাকতে পারে । কারণ, এর আগে ঠিক একই কায়দায় তোলা চেয়ে হুমকি ফোন গিয়েছিল ব‍্যারাকপুরের নামী দুই ব‍্যবসায়ী অজয় মণ্ডল এবং তাপস ভগতের কাছে । সেই হুমকির ঠিক পরেই 15 জুন বেলঘরিয়ায় জনবহুল বিটি রোডে শ্যুট-আউটের ঘটনা ঘটে । অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে আট রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় বাইক আরোহী দুই দুষ্কৃতী ।

ডি বাপি বিরিয়ানির সুনাম রয়েছে সর্বত্র । ব‍্যারাকপুর,মধ‍্যমগ্রাম ছাড়াও রাজ‍্যের বিভিন্ন প্রান্তে তাঁদের বিরিয়ানির দোকান রয়েছে । 2022 সালের 16 মে টিটাগড় ওয়্যারলেস মোড়ে ওই ব‍্যবসায়ীর বিরিয়ানির দোকানে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । বছর দুই আগের সেই ঘটনায় আহত হয়েছিলেন দোকানের এক কর্মী ও ক্রেতা । সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছিল সেই ঘটনার দৃশ্য । বছর দুয়েক পর সেই ব‍্যবসায়ীর কাছেই তোলা চেয়ে হুমকি ফোন আসায় তোলপাড় ব‍্যারাকপুর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.