ETV Bharat / state

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে চোখ রাঙাচ্ছে 'রেমাল', ক্যানিং থেকে ব্যবধান 150 কিমি - Cyclonic Storm Remal Update - CYCLONIC STORM REMAL UPDATE

Cyclone Remal Update: আছড়ে পড়ার আগেই চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ এর দাপটে দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে চলছে বৃষ্টি। 'রেমাল' আছড়ে পড়ার আগেই পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারা টের পেতে চলেছেন ৷ সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও ক্রমশ বাড়ছে। ক্যানিং থেকে বর্তমানে 150 কিমি দূরে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ দমকা হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় 90-100 কিলোমিটার ৷

Effects of Cyclone Remal
ক্যানিং থেকে রেমালের দূরত্ব 150 কিমি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 12:27 PM IST

Updated : May 26, 2024, 12:50 PM IST

কলকাতা, 26 মে: উত্তাল সমুদ্র। ফুঁসছে সাগর। ফুলে উঠছে নদী-নালা। ঝোড়ো হাওয়ার দাপট এবং শব্দে ভয় ধরে যাচ্ছে। দিঘা, তাজপুর, সাগর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, গোসাবা, কুলতলি থেকে মৌসুমী দ্বীপে কার্যত আতঙ্ক ছড়াচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল'। সাগর থেকে বর্তমানে 140 কিমি দূরে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ রবিবার সকালেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এটি ৷

  • ঘূর্ণিঝড় রেমাল এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উপর। মৌসম ভবনের তথ্য অনুযায়ী রবিবার বেলা 12টায় সাগর থেকে 140 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি ৷ পাশাপাশি বাংলাদেশের খেপুপাড়া থেকে 160 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম এবং ক্যানিং থেকে 150 দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ৷ এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 90-100 কিলোমিটার প্রতি ঘণ্টায়। ক্রমশ উত্তর দিকে অগ্রসর হওয়া রেমাল পরবর্তীতে আরও তীব্র হয়ে বাংলাদেশ অতিক্রম করে রবিবার মধ্য়রাত নাগাদ খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের মাঝামাঝি বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিম অংশে আছড়ে পড়বে ৷ সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার।
  • পূর্বাভাস মতো ইতিমধ্যেই সকাল থেকেই দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আকাশের মুখ ভার। এই তিন জেলা ছাড়া হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: চারদিন ছুটি বাতিল, রেমাল-মোকাবিলায় কন্ট্রোল রুম কর্পোরেশনের

রবিবার সকালে আলিপুর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে 'রেমাল' তৈরি হওয়ার পর গত ছ'ঘণ্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে। সেই সময়ে তার গতি ছিল ঘণ্টায় ছয় কিলোমিটার। বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করছে। 2009 সালে 25 মে আয়লা, 2020 সালে 20 মে আমফান, 2021 সালের 26 মে যশ। এবার 2024 সালের 26 মে রেমাল। মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের তাণ্ডব। একটার ক্ষত পুরোপুরি শুকনোর আগেই আরও একটির আছড়ে পড়া। সেই স্মৃতি উসকে ফের শঙ্কার প্রহর গুনছে বাংলা।

আরও পড়ুন: সাগর থেকে 270 কিমি দূরে 'রেমাল', দুপুরেই পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে

কলকাতা, 26 মে: উত্তাল সমুদ্র। ফুঁসছে সাগর। ফুলে উঠছে নদী-নালা। ঝোড়ো হাওয়ার দাপট এবং শব্দে ভয় ধরে যাচ্ছে। দিঘা, তাজপুর, সাগর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, গোসাবা, কুলতলি থেকে মৌসুমী দ্বীপে কার্যত আতঙ্ক ছড়াচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল'। সাগর থেকে বর্তমানে 140 কিমি দূরে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ রবিবার সকালেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এটি ৷

  • ঘূর্ণিঝড় রেমাল এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উপর। মৌসম ভবনের তথ্য অনুযায়ী রবিবার বেলা 12টায় সাগর থেকে 140 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি ৷ পাশাপাশি বাংলাদেশের খেপুপাড়া থেকে 160 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম এবং ক্যানিং থেকে 150 দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ৷ এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 90-100 কিলোমিটার প্রতি ঘণ্টায়। ক্রমশ উত্তর দিকে অগ্রসর হওয়া রেমাল পরবর্তীতে আরও তীব্র হয়ে বাংলাদেশ অতিক্রম করে রবিবার মধ্য়রাত নাগাদ খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের মাঝামাঝি বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিম অংশে আছড়ে পড়বে ৷ সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার।
  • পূর্বাভাস মতো ইতিমধ্যেই সকাল থেকেই দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আকাশের মুখ ভার। এই তিন জেলা ছাড়া হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: চারদিন ছুটি বাতিল, রেমাল-মোকাবিলায় কন্ট্রোল রুম কর্পোরেশনের

রবিবার সকালে আলিপুর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে 'রেমাল' তৈরি হওয়ার পর গত ছ'ঘণ্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে। সেই সময়ে তার গতি ছিল ঘণ্টায় ছয় কিলোমিটার। বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করছে। 2009 সালে 25 মে আয়লা, 2020 সালে 20 মে আমফান, 2021 সালের 26 মে যশ। এবার 2024 সালের 26 মে রেমাল। মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের তাণ্ডব। একটার ক্ষত পুরোপুরি শুকনোর আগেই আরও একটির আছড়ে পড়া। সেই স্মৃতি উসকে ফের শঙ্কার প্রহর গুনছে বাংলা।

আরও পড়ুন: সাগর থেকে 270 কিমি দূরে 'রেমাল', দুপুরেই পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে

Last Updated : May 26, 2024, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.