কলকাতা, 4 জুলাই: বাংলাদেশে তৈরি সাইক্লোন কি নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গে আরও বেশি বৃষ্টি নিয়ে আসবে? পরিস্থিতি সেদিকে গড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে তা নিয়ে আগাম কিছু বলার চেয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, একটা সাইসার বা সাইক্লোন আছে বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে। যার অবস্থান সমুদ্র পৃষ্ঠের ওপর সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই সাইসার বা সাইক্লোনটি হয়তো 24 বা 48 ঘণ্টা পরে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটা যে হবেই তা বলছেন না, আবার তবে উড়িয়েও দিতে পারছেন না। কয়েকদিন আগেও এইরকমই একটি সাইক্লোনের কথা বলেছিলেন কিন্তু 24 ঘণ্টা পরে তা চিহ্ন ছিল না। এটা হয়ে থাকে। এখন দেখার আগামী 24 ঘণ্টায় কী হয়।
এর পাশাপাশি ঝাড়খণ্ডের ওপর আরও একটি সাইক্লোন রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে অবস্থিত। এই সাইসার থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা মণিপুর পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্তটি মুর্শিদাবাদের ওপর দিয়ে যাওয়ায় দুই বঙ্গেই সপ্তাহজুড়ে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন সোমনাথ দত্ত।
- আগামী 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
- শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- আজ দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টি পরিস্থিতি চলবে।
- ইতিমধ্যেই বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমেছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.2 দুই ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রির নীচে।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ, সর্বনিম্ন 92 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 20.5 মিলিমিটার। আজ, বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ৷