কলকাতা, 25 মে: বাংলাদেশের খেপুপাড়া থেকে সাড়ে ছ'শো কিলোমিটার দক্ষিণে, দক্ষিণ-দক্ষিণ পশ্চিম সাগর দ্বীপ থেকে 620 কিলোমিটার এবং দক্ষিণ ক্যানিং থেকে 670 কিলোমিটার দূরে অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল'। এখনও তা অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠে। আপাতত ঘণ্টায় ছয় কিলোমিটার বেগে রেমাল এগোচ্ছে। সাগরে রেমালের দাপট দাপট যত বাড়ছে ততই ত্রস্ত হচ্ছে বাংলা।
যদিও ঘূর্ণিঝড় রেমাল, যার আরবি অর্থ বালি শনিবার ষষ্ঠ দফার লোকসভা ভোটে ব্যাঘাত ঘটাবে না বলে আশ্বস্ত করেছে আলিপুর। ইতিমধ্যে সেই আশ্বাস তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে। তাই রেমাল শনিবার দানা বাঁধার পরে রবিবার এবং সোমবার তাণ্ডব চালাবে ধরে নিয়ে হাওয়া অফিস সতর্কতায় কোনও খামতি রাখতে নারাজ।
আরও পড়ুন: ধেয়ে আসছে রেমাল, নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য দিল হাওয়া অফিস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামিকাল, রবিবার মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলে। দক্ষিণ 24 পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা বেশি। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা।
- ঘূর্ণিঝড়ের ধাক্কায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা? জলোচ্ছ্বাসে সমুদ্রের জল উপচে পড়তে পারে ৷ সেইসঙ্গে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 কিলোমিটার প্রতি ঘণ্টায়। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ 24 পরগনা ৷
- বর্তমান অবস্থান কোথায় গভীর নিম্নচাপ থেকে পরিণত হতে চলা ঘূর্ণিঝড় রেমালের? গভীর নিম্নচাপ রূপে আজ, শনিবার মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এইটি গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ৷ রবিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তর মুখে অভিমুখ।
- গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কতটা? আজ থেকে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। আগামিকাল প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। রবি ও সোমবার 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু'থেকে এক জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ৷
- বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কায় দক্ষিণ 24 পরগনা? দক্ষিণ 24 পরগনা জেলায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। উত্তর 24 পরগনা জেলায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 89 শতাংশ, সর্বনিম্ন 46 শতাংশ। আজ, শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে।