ETV Bharat / state

রেমালের জেরে মৃত বেড়ে 6, বুধবার দক্ষিণ 24 পরগনায় মমতা - Cyclone Remal LIVE Updates - CYCLONE REMAL LIVE UPDATES

ETV Bharat
রেমালে দুর্যোগ বঙ্গে
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 6:52 PM IST

Updated : May 27, 2024, 8:46 PM IST

20:34 May 27

সমতলে তাণ্ডব চালিয়ে আপাতত হচ্ছে রেমালের ৷ যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগ জারি বঙ্গে ৷ নদিয়া এবং মুর্শিদাবাদে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি ৷ একই সঙ্গে জানানো হয়েছে, আজ ও আগামিকাল নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে ৷

বুধবার দক্ষিণ ২৪ পরগনায় মমতা

বুধবার রেমাল বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে তেমনটাই খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশের রাজ্যের পরিবহন মন্ত্রী ওই জেলায় পৌঁছে গিয়েছেন। এবার নিজেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবারই যেতে চেয়েছিলেন মমতা। তবে আবহাওয়া পরিস্থিতি নিয়ে খানিক সংশয়ে থাকায় মমতার সফর একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

19:53 May 27

শুভেন্দুর কটাক্ষ

জমা জল নামাতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর কটাক্ষের মুখে পড়লেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। এক্স হ্যান্ডেলে শুভেন্দুর একটি ছবি পোস্ট করে লেখেন, " 15 বছর ধরে সাংসদ। 15 বছর ধরে পৌরসভার ক্ষমতায়। 13 বছর ধরে রাজ্যে ক্ষমতায়। কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন! ভাব খানা এমন যেন, এই ছ' মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন! তা বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন। পয়লা জুন আপনার ভাগ্যে তোলা থাকল।

17:28 May 27

কোথায় কত বৃষ্টি?

মানিকতলা 107, বেলগাছিয়া 102, দত্তবাগান 129.5, বেহালা ফ্লাইং ক্লাব 204,বালিগঞ্জ 264, মোমিনপুর 160, চেতলা লকগেট 136, যোধপুর পার্ক 145, কালীঘাট 165.7, ধাপা 122, তপসিয়া 141, উল্টোডাঙা 134, কমদহরি 116, সিপিটি ক্যানেল 206, জিঞ্জিরা বাজার 195, ট্যাংরা 162.7, পাগলাডাঙা 138.8 পামারবাজার 122.4 মিলি মিটার, চিংড়িঘাটা 128 এবং ঠনঠনিয়ায় 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রবিবার রাত 12টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

15:55 May 27

  • মহেশতলার নুঙ্গিতে তড়িদাহৎ হয়ে মৃত এক মহিলা ৷

15:04 May 27

রেমালে বাড়ল মৃতের সংখ্যা

  • রেমালের জেরে বাড়ল মৃতের সংখ্যা ৷ পানিহাটিতে মৃত্যু হল এক ব্যবসায়ীর ৷ ঘূর্ণিঝড়ের দাপটে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 5 জন ৷

14:30 May 27

ফের মৃত্যু...

  • প্রাকৃতিক দুর্যোগে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের ।পূর্ব বর্ধমান জেলার মেমারির কোনার পাড়া এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম তরুণ সিং (30) ও ফরে সিং (64) ।

13:31 May 27

রেমালের তাণ্ডবে বাড়ি ভাঙল ভদ্রেশ্বরে

  • রাত থেকে প্রবল ঝড়-বৃষ্টির ফলে ভদ্রেশ্বরের একটি পুরনো ভেঙে পড়ে আহত এক । তেলিনিপাড়ার বাবুবাজারে 7 নং ফেরিঘাট স্ট্রিটের একটি পুরনো বাড়ি ভেঙে পড়ায় প্রতিবেশী তরুণ পাড়ুইয়ের বাড়ির অনেকাংশ ভেঙে পড়ে । সাইকেল, বাইক ও বাড়ির যথেষ্ট ক্ষতি হয় । আহত হন তরুণের স্ত্রী শুকতারা পারুই ।

12:55 May 27

  • রেমালের জের । উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর । আগামী কাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । তাই এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷
  • অন্যদিকে একইদিনে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে । আজ ও আগামী কালি বৃষ্টিপাতের সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে ।

11:52 May 27

বৃষ্টির জেরে হাঁটু জল পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে...

  • হাঁটু জল জমে রয়েছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে । জানা যাচ্ছে, রাস্তার পাইপ ফেটে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জল প্রবেশ করছে । তাই যতক্ষণ না-পর্যন্ত ফাটা পাইপ মেরামত করা যাচ্ছে ততক্ষণ মেট্রো স্টেশনে জল ঢোকা বন্ধ করা যাবে না ।
  • মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না-পর্যন্ত জল সরে ট্র্যাক একেবারে শুকনো হচ্ছে, ততক্ষণ থার্ড রেলে বিদুৎ সংযোগ করা যাবে না ।

11:06 May 27

ETV Bharat
বৃষ্টির জেরে হাঁটু জল মেট্রো স্টেশনে

মেট্রো বন্ধ হতেই লাগামছাড়া ভাড়া অটো-ট্যাক্সির, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

  • বৃষ্টির জল জমে বন্ধ মেট্রো চলাচল । তার জেরে দীর্ঘক্ষণ বন্ধ টালিগঞ্জ থেকে গিরিশ পার্ক মেট্রো পরিষেবা । এই পরিস্থিতির সুযোগ তুলছেন অটো চালক থেকে ট্যাক্সি চালকরা । শোভাবাজার থেকে উল্টোডাঙা যেতে ভাড়া সাধারণ সময় 15 টাকা । সেই জায়গায় কেউ 25 টাকা, কেউ 30 টাকা হাঁকছে । গিরিশ পার্ক স্টেশনের বাইরে ছবিটাও একই ।
  • ট্যাক্সি জিজ্ঞাসা করতে গিরিশ পার্ক থেকে চাঁদনী ভাড়া চাইছেন 500 টাকা । শুধু হলুদ ট্যাক্সি নয়, নিত্যযাত্রীদের দাবি, এই পরিস্থিতিতে অন্যদিন অনলাইন অ্যাপ ক্যাবে যে ভাড়া দেখায়, সেটাও আজ প্রায় দ্বিগুণ দেখাচ্ছে । এসবের মধ্যে অনেকেই বাসে যেতে বাধ্য হচ্ছেন । প্রায় গেটে ঝুলে ভিজেই অফিসের উদ্দেশ্যে যাচ্ছেন বহু মানুষ ।

11:04 May 27

  • রাজ্যে ফের প্রাণ কাড়ল রেমাল ৷ মৌসুনি দ্বীপে গাছ পড়ে প্রাণ গেল রেণুকা মণ্ডল নামে এক বৃদ্ধার ৷

10:54 May 27

হুগলিতে রেমালের প্রভাবে বিঘ্নিত জনজীবন

  • ঘূর্ণিঝড় রেমালের জন্য রাত থেকে চলছে মাঝারি বৃষ্টি । সেই সঙ্গে দমকা হাওয়া । তার জেরেই জিটি রোড-সহ বিভিন্ন রাস্তায় গাছ ভেঙে পড়ছে । অলিখিত বন্ধের চেহারা নিয়েছে সপ্তাহের প্রথম দিনই । ঝড়-বৃষ্টির কারণে দোকান-বাজার সেভাবে খোলা নেই । ফেরিঘাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ।

10:13 May 27

ETV Bharat
হুগলিতে রেমালের প্রভাবে বিঘ্নিত জনজীবন

কলকাতা বিমানবন্দরে চালু হল বিমান পরিষেবা

  • ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় 21 ঘন্টা বন্ধ ছিল বিমান পরিষেবা ।
  • সকাল 9.15 থেকে শুরু হয় কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল পরিষেবা ৷ পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিল বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমান ।

09:31 May 27

  • রেমালের জেরে রাজভবনে উলটে গেল গাছ ৷ তদারকি করছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

09:19 May 27

ETV Bharat
রাজভবনে উলটে গেল গাছ, তদারকি করছেন রাজ্যপাল বোস

8 সদস্যের চিকিৎসক টাস্কফোর্স গঠন রাজভবনের

  • ঘূর্ণিঝড় রেমাল নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস । গতকাল গভীর রাতে জরুরি বৈঠক করেন রাজভবনের কর্মী-আধিকারিকদের সঙ্গে । সাধারণের মানুষের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য গঠন করলেন টাস্কফোর্স । রাজভবনের ডিসপেনসরির 8 জন চিকিৎসক নিয়ে টাস্কফোর্স গঠন করেছেন । 2টি আম্বুলেন্স জরুরি ভিত্তিতে রাখা হয়েছে ।
  • একই সঙ্গে যাঁরা এই দুর্যোগে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তাঁদের জন্য রাজভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে । সূত্রের খবর, রাজ্যপালের এডিসি সন্দীপ রাজপুত কেন্দ্র ও রাজ্য উভয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছেন । বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন বাহিনীর সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগও রেখেছেন ।

08:38 May 27

  • লাইনে গাছ পড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ রেল পরিষেবা ৷ শিয়ালদা-হাসনাবাদ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন ৷

রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

  • রেমাল কাড়ল প্রাণ ৷ রাত বারোটা নাগাদ তাণ্ডব রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়েছে ৷ দু'ঘণ্টা ধরে যে ধ্বংসলীলা রেমাল দেখিয়েছে তাতে শহর কলকাতার একাংশ জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ রাস্তায় একাংশ জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বিবি বাগানের এক বাসিন্দার উপর বাড়ির চাঙর ভেঙে পড়ায় প্রাণ গিয়ছে তাঁর ৷

07:58 May 27

  • এখন কোথায় রেমাল?

ল্যান্ডফলের পর বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন এপাড় বাংলার সাগর উপকূল অতিক্রম করে উত্তর এবং উত্তর-পূর্বে অগ্রসর হচ্ছে 'রেমাল' ৷ সাগর থেকে আপাতত 130 কিমি পূর্ব ও উত্তর-পূর্বে রয়েছে সেটি ৷ মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন ঘণ্টায় শক্তি হারিয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেবে 'রেমাল' ৷ এরপর ক্রমেই আরও শক্তিক্ষয় করবে ৷

07:57 May 27

মধ্যরাতে সমতলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল'
  • পূর্বাভাস অনুযায়ী রবিবার মধ্যরাতে সমতলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ার পর প্রায় ঘণ্টাদু'য়েক তাণ্ডব চালায় রেমাল ৷ যদিও ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই ৷ খেপুপাড়া এবং সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সময় প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল 110-120 কিমি প্রতি ঘণ্টা ৷ ঘণ্টাদু'য়েক তাণ্ডব চালিয়ে উত্তরদিকে অগ্রসর হয়েছে রেমাল ৷ শেষ খবর পাওয়া অনুযায়ী বঙ্গ উপকূল এবং বাংলাদেশ অতিক্রম করে ক্রমেই শক্তিক্ষয় করছে ৷

23:34 May 26

  • স্থলভাগে ঢুকে গেল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রস্থল ৷ প্রবল বৃষ্টি কলকাতা, দুই 24 পরগনায় ৷ হুগলি নদীতে জোয়ার চলাকালীন বৃষ্টি হওয়ায় কলকাতায় জল জমার আশঙ্কা ৷ ঝড়ের দাপট বাংলাদেশও ৷

23:05 May 26

  • রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবন জুড়ে । দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ও কুলতলি থানার উদ্যোগে 11টি জেসিবির ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি প্রচুর ট্রি-কাটার ও গাছ কেটে সরাবার জন্য শ্রমিকের ব্যবস্থা করা হয়েছে । ঝড়ে প্রভাবে রাস্তায় কোনও গাছ ভেঙে পড়লে বা ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়লে দ্রুততার সঙ্গে তা সরিয়ে ফেলার জন্যই জেসিবি ও ট্রি-কাটারের ব্যবস্থা করেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ও কুলতলী থানার পুলিশ ।

22:56 May 26

  • ‘‘ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন ৷ আমরা আপনার পাশে আছি ৷ বিপদ কেটে যাবে ৷’’ এক্স হ্যান্ডেলে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

22:54 May 26

আরও কাছে রেমাল...

  • মৌসম ভবন জানাচ্ছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রাথমিক পর্যায়ের ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে ৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল সমুদ্রতট থেকে 20 কিলোমিটার দূরত্বে রয়েছে ৷ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্রতটের উপর পুরোপুরি ল্যান্ডফল হতে আরও 3 ঘণ্টা সময় লাগবে ৷ ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল এই মুহূর্তে হাওয়ার গতিবেগ 135 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী কয়েকঘণ্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্রতটের উপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বইবে ৷

22:53 May 26

  • কাকদ্বীপের কাছে একাধিক নদীবাঁধে ভাঙন ৷ প্রবল বৃষ্টি শুরু হল কলকাতায় ৷ বৃষ্টিতে ভাসছে তিলোত্তমার আশেপাশের অঞ্চলও ৷
  • দিঘা উপকূলে প্রবল জলোচ্ছ্বাস ৷

22:51 May 26

  • ঝড়ের দাপটে ভেঙে পড়ল কাজি নজরুল ইসলাম মেট্রো স্টেশনের (গড়িয়া বাজার) শেড ৷

22:43 May 26

  • উপকূলবর্তী এলাকার প্রায় 1 লক্ষ 10 হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

22:30 May 26

  • ‘‘ঘূর্ণিঝড় রেমালের আছড়ে পড়ার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি ৷ যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে সেই সমস্ত জায়গায় এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে । মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে, সংস্থাগুলি জীবন ও সম্পত্তি সুরক্ষিত করার জন্য যুদ্ধের ভিত্তিতে কাজ করছে । মোদি সরকার দুর্যোগ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ ।’’ এক্স হ্যান্ডেলে লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

22:07 May 26

পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল

ঘূর্ণিঝড়ে রেমালের সময় রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখছে রাজভবন। পাশাপাশি দরকার পড়লে রাজভবনে দূর্যোগের কবলে পড়া মানুষদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হবে।

21:34 May 26

সাংবাদিক সম্মেলনে হাওয়া অফিস

আরও কাছে রেমাল...

মৌসম ভবন জানাচ্ছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রাথমিক পর্যায়ের ল্যান্ডফল শুরু হল ৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল সমুদ্রতট থেকে 30 কিলোমিটার দূরত্বে রয়েছে ৷ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্রতটের উপর পুরোপুরি ল্যান্ডফল হতে আরও 4 ঘণ্টা সময় লাগবে ৷ ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল এই মুহূর্তে হাওয়ার গতিবেগ 135 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ছ’ঘণ্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্রতটের উপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বইবে ৷

20:33 May 26

আরও কাছে রেমাল
  • ঘূর্ণিঝড় চলাকালীন কী করবেন, কী করবেন না ? জানাল কলকাতা পুলিশ

20:30 May 26

বঙ্গে এনডিআরএফের 14টি দল

  • এনডিআরএফ জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের স্থলভাগের বিবেচনায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের মোট 14টি দল পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে ৷

20:24 May 26

ধেয়ে আসছে রেমাল

  • গঙ্গাসাগরের কচুবেড়িয়া রোডের উপর একাধিক গাছ ভেঙে পড়েছে ৷ পুরোষোত্তমপুরের কাছে রাস্তা বন্ধ ৷ কুইক রেসপন্স টিম ও জেলা প্রশাসনের আধিকারিকরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ করছেন ৷

20:13 May 26

ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল ৷ আগামী তিনঘণ্টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু ৷

20:12 May 26

আরও কাছে রেমাল ৷ শালিমার রেল স্টেশনে ট্রেনের চাকা বেঁধে রাখছে রেল ৷

19:57 May 26

  • কাণ্ডারী এক্সপ্রেস-সহ দিঘাগামী সমস্ত ট্রেন আগামিকাল পর্যন্ত বাতিল, জানাল দক্ষিণ-পূর্ব রেল ৷
  • বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ফেরিঘাট ৷ বন্ধ ভেসেল চলাচলও ৷

19:55 May 26

  • প্রবল হাওয়ায় বন্ধ মল রোডের কাছে যশোর রোডের উপর গাছ ভেঙে পড়ল ৷ প্রায় আধঘণ্টা ব্যাহত নাগেরবাজারগামী যান চলাচল ৷ গাছের ডাল পড়ে একটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ দক্ষিণ দমদম পৌরসভা এবং নাগেরবাজার ট্রাফিক গার্ডের কর্মীরা গাছটিকে সরায় ৷

19:54 May 26

কলকাতা বিমানবন্দরে বাতিল তিনশোরও বেশি বিমানের ওঠা-নামা

  • ঘূর্ণিঝড় রেমালের কারণে 21 ঘণ্টা অপারেশন বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে ৷ ফলে 26 মে রবিবার দুপুর 12টা থেকে 27 মে সোমবার সকাল 9টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ কলকাতা এয়ারপোর্ট অথরিটি এই বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে ৷ এর জন্য প্রায় 50 হাজার যাত্রীকে দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন ৷
  • জানা গিয়েছে, আগাম সতর্কতা হিসেবে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সব বিমানের ওঠা-নামা স্থগিত রাখা হয়েছে ৷ কলকাতা বিমানবন্দর থেকে এই মুহূর্তে গড়ে তিনশোর বেশি বিমান ওঠানামা করে প্রতিদিন ৷ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার দুপুর থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় মিলিয়ে 394টি বিমানের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ওঠানামা করার কথা ছিল ৷ এই বিশাল সংখ্যক বিমানের ওঠানামা বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে 170টি অন্তর্দেশীয় বিমানের কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা ছিল ৷ এর সঙ্গে 26টি আন্তর্জাতিক বিমানের কলকাতা বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৷ সোমবার সকাল পর্যন্ত এই সব বিমানগুলির ওঠানামা বাতিল করেছে কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ ৷

19:45 May 26

হিঙ্গলগঞ্জে ভাঙল নদী বাঁধ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এবং পূর্ণিমার ভরা কোটাল !এই জোড়া ফলায় প্রবল জলোচ্ছ্বাসে শেষ পর্যন্ত রায়মঙ্গল ও ইছামতি নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে । এই দুই নদীর বেশ কিছু জায়গায় কাঁচা বাঁধ ভেঙে হুহু করে নোনাজল ঢুকতে শুরু করেছে কৃষিজমিতে । নদীপাড়ের গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে । সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আতাপুর, লেবুখালি, তালতলা, দুলদুলি-সহ একাধিক গ্রামের বাসিন্দাদের আতঙ্ক বেড়েছে ৷ প্রশাসন সূত্রে খবর , সেচ দফতরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ।

19:36 May 26

ETV Bharat
হিঙ্গলগঞ্জে ভাঙল নদী বাঁধ

রেমালের পর্যালোচনায় বৈঠকে প্রধানমন্ত্রী

  • জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এনডিআরএফ এবং নৌবাহিনীর কর্মীরা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন । উত্তর 24 পরগণা, দক্ষিণ 24 পরগণা এবং বৃহত্তর কলকাতা অঞ্চলের যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকারের টিম ।

19:25 May 26

সিইএসসি হেল্পলাইন নম্বর:

  1. (033) 22259156
  2. (033) 22259157

19:24 May 26

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগমের হেল্পলাইন নম্বর:

  1. 8900793503
  2. 8900793504

19:23 May 26

কলকাতা পৌরনিগমের হেল্পলাইন নম্বর:

  1. (033) 22861212
  2. (033) 22861313
  3. (033) 22861414

19:16 May 26

নবান্ন হেল্পলাইন নম্বর:

  1. 1070
  2. (033) 22143526

19:08 May 26

রেমাল সামলাতে তৈরি কলকাতা পৌরনিগম

  • ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, তৈরি কলকাতার পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা দফতর ৷
  • 13 হাজার স্থায়ী কর্মীসমেত দূর্যোগ মোকাবিলায় রাস্তায় থাকবে 15 হাজার কর্মী ৷
  • থাকবে বড় ক্রেন, যা দিয়ে বড় গাছ পড়লে তা খানিকক্ষণের মধ্যেই সরিয়ে ফেলা যায় ৷
  • চেতলা, পার্ক স্ট্রিট, সাউদার্ন অ্যাভিনিউ অঞ্চলের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা ৷

18:59 May 26

  • হেল্পলাইন নম্বর খুলল কলকাতা পুলিশ ৷ ঘূর্ণিঝড় সংক্রান্ত যেকোনও সমস্যায় ফোন করা যাবে 94326104289432610429 নম্বরে...

18:57 May 26

মেট্রো চলাচলেও বিঘ্ন

  • যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ভগ্ন পরিষেবা দেওয়া হচ্ছে কলকাতা মেট্রো ব্লু লাইন ওয়ানে । কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আপাতত মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল করছে । মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে আপাতত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা ।

18:41 May 26

শিয়ালদহ শাখায় বাতিল হল আরও দশটি লোকাল

  • যত সময় যাচ্ছে ঘনীভূত হচ্ছে সাইক্লোন রেমাল । তাই সতর্কতা অবলম্বন করে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে 27 মে, সোমবার আরও 10টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ।

একনজরে বাতিল ট্রেনের তালিকা:

  1. শিয়ালদা-সোনারপুর (34426/34424)
  2. শিয়ালদা-বারুইপুর (34614/34613)
  3. বারুইপুর-লক্ষীকান্তপুর (34332/34331)
  4. সোনারপুর-ডায়মন্ড হারবার (34882/34881)
  5. ডায়মন্ড হারবার-বারুইপুর (34891/34892)

18:37 May 26

ETV Bharat
হেল্পলাইন নম্বর খুলল রেল

চোখ রাঙাচ্ছে রেমাল

  • আছড়ে পড়ার আগেই চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে চলছে বৃষ্টি। 'রেমাল' আছড়ে পড়ার আগেই পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারা টের পেতে চলেছেন ৷ সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও ক্রমশ বাড়ছে। ক্যানিং থেকে বর্তমানে 150 কিমি দূরে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ দমকা হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় 90-100 কিলোমিটার ৷

20:34 May 27

সমতলে তাণ্ডব চালিয়ে আপাতত হচ্ছে রেমালের ৷ যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগ জারি বঙ্গে ৷ নদিয়া এবং মুর্শিদাবাদে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি ৷ একই সঙ্গে জানানো হয়েছে, আজ ও আগামিকাল নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে ৷

বুধবার দক্ষিণ ২৪ পরগনায় মমতা

বুধবার রেমাল বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে তেমনটাই খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশের রাজ্যের পরিবহন মন্ত্রী ওই জেলায় পৌঁছে গিয়েছেন। এবার নিজেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবারই যেতে চেয়েছিলেন মমতা। তবে আবহাওয়া পরিস্থিতি নিয়ে খানিক সংশয়ে থাকায় মমতার সফর একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

19:53 May 27

শুভেন্দুর কটাক্ষ

জমা জল নামাতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর কটাক্ষের মুখে পড়লেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। এক্স হ্যান্ডেলে শুভেন্দুর একটি ছবি পোস্ট করে লেখেন, " 15 বছর ধরে সাংসদ। 15 বছর ধরে পৌরসভার ক্ষমতায়। 13 বছর ধরে রাজ্যে ক্ষমতায়। কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন! ভাব খানা এমন যেন, এই ছ' মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন! তা বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন। পয়লা জুন আপনার ভাগ্যে তোলা থাকল।

17:28 May 27

কোথায় কত বৃষ্টি?

মানিকতলা 107, বেলগাছিয়া 102, দত্তবাগান 129.5, বেহালা ফ্লাইং ক্লাব 204,বালিগঞ্জ 264, মোমিনপুর 160, চেতলা লকগেট 136, যোধপুর পার্ক 145, কালীঘাট 165.7, ধাপা 122, তপসিয়া 141, উল্টোডাঙা 134, কমদহরি 116, সিপিটি ক্যানেল 206, জিঞ্জিরা বাজার 195, ট্যাংরা 162.7, পাগলাডাঙা 138.8 পামারবাজার 122.4 মিলি মিটার, চিংড়িঘাটা 128 এবং ঠনঠনিয়ায় 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রবিবার রাত 12টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

15:55 May 27

  • মহেশতলার নুঙ্গিতে তড়িদাহৎ হয়ে মৃত এক মহিলা ৷

15:04 May 27

রেমালে বাড়ল মৃতের সংখ্যা

  • রেমালের জেরে বাড়ল মৃতের সংখ্যা ৷ পানিহাটিতে মৃত্যু হল এক ব্যবসায়ীর ৷ ঘূর্ণিঝড়ের দাপটে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 5 জন ৷

14:30 May 27

ফের মৃত্যু...

  • প্রাকৃতিক দুর্যোগে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের ।পূর্ব বর্ধমান জেলার মেমারির কোনার পাড়া এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম তরুণ সিং (30) ও ফরে সিং (64) ।

13:31 May 27

রেমালের তাণ্ডবে বাড়ি ভাঙল ভদ্রেশ্বরে

  • রাত থেকে প্রবল ঝড়-বৃষ্টির ফলে ভদ্রেশ্বরের একটি পুরনো ভেঙে পড়ে আহত এক । তেলিনিপাড়ার বাবুবাজারে 7 নং ফেরিঘাট স্ট্রিটের একটি পুরনো বাড়ি ভেঙে পড়ায় প্রতিবেশী তরুণ পাড়ুইয়ের বাড়ির অনেকাংশ ভেঙে পড়ে । সাইকেল, বাইক ও বাড়ির যথেষ্ট ক্ষতি হয় । আহত হন তরুণের স্ত্রী শুকতারা পারুই ।

12:55 May 27

  • রেমালের জের । উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর । আগামী কাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । তাই এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷
  • অন্যদিকে একইদিনে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে । আজ ও আগামী কালি বৃষ্টিপাতের সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে ।

11:52 May 27

বৃষ্টির জেরে হাঁটু জল পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে...

  • হাঁটু জল জমে রয়েছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে । জানা যাচ্ছে, রাস্তার পাইপ ফেটে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জল প্রবেশ করছে । তাই যতক্ষণ না-পর্যন্ত ফাটা পাইপ মেরামত করা যাচ্ছে ততক্ষণ মেট্রো স্টেশনে জল ঢোকা বন্ধ করা যাবে না ।
  • মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না-পর্যন্ত জল সরে ট্র্যাক একেবারে শুকনো হচ্ছে, ততক্ষণ থার্ড রেলে বিদুৎ সংযোগ করা যাবে না ।

11:06 May 27

ETV Bharat
বৃষ্টির জেরে হাঁটু জল মেট্রো স্টেশনে

মেট্রো বন্ধ হতেই লাগামছাড়া ভাড়া অটো-ট্যাক্সির, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

  • বৃষ্টির জল জমে বন্ধ মেট্রো চলাচল । তার জেরে দীর্ঘক্ষণ বন্ধ টালিগঞ্জ থেকে গিরিশ পার্ক মেট্রো পরিষেবা । এই পরিস্থিতির সুযোগ তুলছেন অটো চালক থেকে ট্যাক্সি চালকরা । শোভাবাজার থেকে উল্টোডাঙা যেতে ভাড়া সাধারণ সময় 15 টাকা । সেই জায়গায় কেউ 25 টাকা, কেউ 30 টাকা হাঁকছে । গিরিশ পার্ক স্টেশনের বাইরে ছবিটাও একই ।
  • ট্যাক্সি জিজ্ঞাসা করতে গিরিশ পার্ক থেকে চাঁদনী ভাড়া চাইছেন 500 টাকা । শুধু হলুদ ট্যাক্সি নয়, নিত্যযাত্রীদের দাবি, এই পরিস্থিতিতে অন্যদিন অনলাইন অ্যাপ ক্যাবে যে ভাড়া দেখায়, সেটাও আজ প্রায় দ্বিগুণ দেখাচ্ছে । এসবের মধ্যে অনেকেই বাসে যেতে বাধ্য হচ্ছেন । প্রায় গেটে ঝুলে ভিজেই অফিসের উদ্দেশ্যে যাচ্ছেন বহু মানুষ ।

11:04 May 27

  • রাজ্যে ফের প্রাণ কাড়ল রেমাল ৷ মৌসুনি দ্বীপে গাছ পড়ে প্রাণ গেল রেণুকা মণ্ডল নামে এক বৃদ্ধার ৷

10:54 May 27

হুগলিতে রেমালের প্রভাবে বিঘ্নিত জনজীবন

  • ঘূর্ণিঝড় রেমালের জন্য রাত থেকে চলছে মাঝারি বৃষ্টি । সেই সঙ্গে দমকা হাওয়া । তার জেরেই জিটি রোড-সহ বিভিন্ন রাস্তায় গাছ ভেঙে পড়ছে । অলিখিত বন্ধের চেহারা নিয়েছে সপ্তাহের প্রথম দিনই । ঝড়-বৃষ্টির কারণে দোকান-বাজার সেভাবে খোলা নেই । ফেরিঘাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ।

10:13 May 27

ETV Bharat
হুগলিতে রেমালের প্রভাবে বিঘ্নিত জনজীবন

কলকাতা বিমানবন্দরে চালু হল বিমান পরিষেবা

  • ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় 21 ঘন্টা বন্ধ ছিল বিমান পরিষেবা ।
  • সকাল 9.15 থেকে শুরু হয় কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল পরিষেবা ৷ পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিল বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমান ।

09:31 May 27

  • রেমালের জেরে রাজভবনে উলটে গেল গাছ ৷ তদারকি করছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

09:19 May 27

ETV Bharat
রাজভবনে উলটে গেল গাছ, তদারকি করছেন রাজ্যপাল বোস

8 সদস্যের চিকিৎসক টাস্কফোর্স গঠন রাজভবনের

  • ঘূর্ণিঝড় রেমাল নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস । গতকাল গভীর রাতে জরুরি বৈঠক করেন রাজভবনের কর্মী-আধিকারিকদের সঙ্গে । সাধারণের মানুষের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য গঠন করলেন টাস্কফোর্স । রাজভবনের ডিসপেনসরির 8 জন চিকিৎসক নিয়ে টাস্কফোর্স গঠন করেছেন । 2টি আম্বুলেন্স জরুরি ভিত্তিতে রাখা হয়েছে ।
  • একই সঙ্গে যাঁরা এই দুর্যোগে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তাঁদের জন্য রাজভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে । সূত্রের খবর, রাজ্যপালের এডিসি সন্দীপ রাজপুত কেন্দ্র ও রাজ্য উভয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছেন । বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন বাহিনীর সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগও রেখেছেন ।

08:38 May 27

  • লাইনে গাছ পড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ রেল পরিষেবা ৷ শিয়ালদা-হাসনাবাদ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন ৷

রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

  • রেমাল কাড়ল প্রাণ ৷ রাত বারোটা নাগাদ তাণ্ডব রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়েছে ৷ দু'ঘণ্টা ধরে যে ধ্বংসলীলা রেমাল দেখিয়েছে তাতে শহর কলকাতার একাংশ জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ রাস্তায় একাংশ জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বিবি বাগানের এক বাসিন্দার উপর বাড়ির চাঙর ভেঙে পড়ায় প্রাণ গিয়ছে তাঁর ৷

07:58 May 27

  • এখন কোথায় রেমাল?

ল্যান্ডফলের পর বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন এপাড় বাংলার সাগর উপকূল অতিক্রম করে উত্তর এবং উত্তর-পূর্বে অগ্রসর হচ্ছে 'রেমাল' ৷ সাগর থেকে আপাতত 130 কিমি পূর্ব ও উত্তর-পূর্বে রয়েছে সেটি ৷ মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন ঘণ্টায় শক্তি হারিয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেবে 'রেমাল' ৷ এরপর ক্রমেই আরও শক্তিক্ষয় করবে ৷

07:57 May 27

মধ্যরাতে সমতলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল'
  • পূর্বাভাস অনুযায়ী রবিবার মধ্যরাতে সমতলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ার পর প্রায় ঘণ্টাদু'য়েক তাণ্ডব চালায় রেমাল ৷ যদিও ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই ৷ খেপুপাড়া এবং সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সময় প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল 110-120 কিমি প্রতি ঘণ্টা ৷ ঘণ্টাদু'য়েক তাণ্ডব চালিয়ে উত্তরদিকে অগ্রসর হয়েছে রেমাল ৷ শেষ খবর পাওয়া অনুযায়ী বঙ্গ উপকূল এবং বাংলাদেশ অতিক্রম করে ক্রমেই শক্তিক্ষয় করছে ৷

23:34 May 26

  • স্থলভাগে ঢুকে গেল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রস্থল ৷ প্রবল বৃষ্টি কলকাতা, দুই 24 পরগনায় ৷ হুগলি নদীতে জোয়ার চলাকালীন বৃষ্টি হওয়ায় কলকাতায় জল জমার আশঙ্কা ৷ ঝড়ের দাপট বাংলাদেশও ৷

23:05 May 26

  • রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবন জুড়ে । দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ও কুলতলি থানার উদ্যোগে 11টি জেসিবির ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি প্রচুর ট্রি-কাটার ও গাছ কেটে সরাবার জন্য শ্রমিকের ব্যবস্থা করা হয়েছে । ঝড়ে প্রভাবে রাস্তায় কোনও গাছ ভেঙে পড়লে বা ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়লে দ্রুততার সঙ্গে তা সরিয়ে ফেলার জন্যই জেসিবি ও ট্রি-কাটারের ব্যবস্থা করেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ও কুলতলী থানার পুলিশ ।

22:56 May 26

  • ‘‘ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন ৷ আমরা আপনার পাশে আছি ৷ বিপদ কেটে যাবে ৷’’ এক্স হ্যান্ডেলে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

22:54 May 26

আরও কাছে রেমাল...

  • মৌসম ভবন জানাচ্ছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রাথমিক পর্যায়ের ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে ৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল সমুদ্রতট থেকে 20 কিলোমিটার দূরত্বে রয়েছে ৷ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্রতটের উপর পুরোপুরি ল্যান্ডফল হতে আরও 3 ঘণ্টা সময় লাগবে ৷ ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল এই মুহূর্তে হাওয়ার গতিবেগ 135 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী কয়েকঘণ্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্রতটের উপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বইবে ৷

22:53 May 26

  • কাকদ্বীপের কাছে একাধিক নদীবাঁধে ভাঙন ৷ প্রবল বৃষ্টি শুরু হল কলকাতায় ৷ বৃষ্টিতে ভাসছে তিলোত্তমার আশেপাশের অঞ্চলও ৷
  • দিঘা উপকূলে প্রবল জলোচ্ছ্বাস ৷

22:51 May 26

  • ঝড়ের দাপটে ভেঙে পড়ল কাজি নজরুল ইসলাম মেট্রো স্টেশনের (গড়িয়া বাজার) শেড ৷

22:43 May 26

  • উপকূলবর্তী এলাকার প্রায় 1 লক্ষ 10 হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

22:30 May 26

  • ‘‘ঘূর্ণিঝড় রেমালের আছড়ে পড়ার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি ৷ যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে সেই সমস্ত জায়গায় এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে । মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে, সংস্থাগুলি জীবন ও সম্পত্তি সুরক্ষিত করার জন্য যুদ্ধের ভিত্তিতে কাজ করছে । মোদি সরকার দুর্যোগ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ ।’’ এক্স হ্যান্ডেলে লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

22:07 May 26

পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল

ঘূর্ণিঝড়ে রেমালের সময় রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখছে রাজভবন। পাশাপাশি দরকার পড়লে রাজভবনে দূর্যোগের কবলে পড়া মানুষদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হবে।

21:34 May 26

সাংবাদিক সম্মেলনে হাওয়া অফিস

আরও কাছে রেমাল...

মৌসম ভবন জানাচ্ছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রাথমিক পর্যায়ের ল্যান্ডফল শুরু হল ৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল সমুদ্রতট থেকে 30 কিলোমিটার দূরত্বে রয়েছে ৷ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্রতটের উপর পুরোপুরি ল্যান্ডফল হতে আরও 4 ঘণ্টা সময় লাগবে ৷ ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল এই মুহূর্তে হাওয়ার গতিবেগ 135 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ছ’ঘণ্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্রতটের উপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বইবে ৷

20:33 May 26

আরও কাছে রেমাল
  • ঘূর্ণিঝড় চলাকালীন কী করবেন, কী করবেন না ? জানাল কলকাতা পুলিশ

20:30 May 26

বঙ্গে এনডিআরএফের 14টি দল

  • এনডিআরএফ জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের স্থলভাগের বিবেচনায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের মোট 14টি দল পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে ৷

20:24 May 26

ধেয়ে আসছে রেমাল

  • গঙ্গাসাগরের কচুবেড়িয়া রোডের উপর একাধিক গাছ ভেঙে পড়েছে ৷ পুরোষোত্তমপুরের কাছে রাস্তা বন্ধ ৷ কুইক রেসপন্স টিম ও জেলা প্রশাসনের আধিকারিকরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ করছেন ৷

20:13 May 26

ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল ৷ আগামী তিনঘণ্টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু ৷

20:12 May 26

আরও কাছে রেমাল ৷ শালিমার রেল স্টেশনে ট্রেনের চাকা বেঁধে রাখছে রেল ৷

19:57 May 26

  • কাণ্ডারী এক্সপ্রেস-সহ দিঘাগামী সমস্ত ট্রেন আগামিকাল পর্যন্ত বাতিল, জানাল দক্ষিণ-পূর্ব রেল ৷
  • বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ফেরিঘাট ৷ বন্ধ ভেসেল চলাচলও ৷

19:55 May 26

  • প্রবল হাওয়ায় বন্ধ মল রোডের কাছে যশোর রোডের উপর গাছ ভেঙে পড়ল ৷ প্রায় আধঘণ্টা ব্যাহত নাগেরবাজারগামী যান চলাচল ৷ গাছের ডাল পড়ে একটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ দক্ষিণ দমদম পৌরসভা এবং নাগেরবাজার ট্রাফিক গার্ডের কর্মীরা গাছটিকে সরায় ৷

19:54 May 26

কলকাতা বিমানবন্দরে বাতিল তিনশোরও বেশি বিমানের ওঠা-নামা

  • ঘূর্ণিঝড় রেমালের কারণে 21 ঘণ্টা অপারেশন বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে ৷ ফলে 26 মে রবিবার দুপুর 12টা থেকে 27 মে সোমবার সকাল 9টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ কলকাতা এয়ারপোর্ট অথরিটি এই বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে ৷ এর জন্য প্রায় 50 হাজার যাত্রীকে দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন ৷
  • জানা গিয়েছে, আগাম সতর্কতা হিসেবে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সব বিমানের ওঠা-নামা স্থগিত রাখা হয়েছে ৷ কলকাতা বিমানবন্দর থেকে এই মুহূর্তে গড়ে তিনশোর বেশি বিমান ওঠানামা করে প্রতিদিন ৷ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার দুপুর থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় মিলিয়ে 394টি বিমানের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ওঠানামা করার কথা ছিল ৷ এই বিশাল সংখ্যক বিমানের ওঠানামা বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে 170টি অন্তর্দেশীয় বিমানের কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা ছিল ৷ এর সঙ্গে 26টি আন্তর্জাতিক বিমানের কলকাতা বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৷ সোমবার সকাল পর্যন্ত এই সব বিমানগুলির ওঠানামা বাতিল করেছে কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ ৷

19:45 May 26

হিঙ্গলগঞ্জে ভাঙল নদী বাঁধ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এবং পূর্ণিমার ভরা কোটাল !এই জোড়া ফলায় প্রবল জলোচ্ছ্বাসে শেষ পর্যন্ত রায়মঙ্গল ও ইছামতি নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে । এই দুই নদীর বেশ কিছু জায়গায় কাঁচা বাঁধ ভেঙে হুহু করে নোনাজল ঢুকতে শুরু করেছে কৃষিজমিতে । নদীপাড়ের গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে । সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আতাপুর, লেবুখালি, তালতলা, দুলদুলি-সহ একাধিক গ্রামের বাসিন্দাদের আতঙ্ক বেড়েছে ৷ প্রশাসন সূত্রে খবর , সেচ দফতরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ।

19:36 May 26

ETV Bharat
হিঙ্গলগঞ্জে ভাঙল নদী বাঁধ

রেমালের পর্যালোচনায় বৈঠকে প্রধানমন্ত্রী

  • জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এনডিআরএফ এবং নৌবাহিনীর কর্মীরা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন । উত্তর 24 পরগণা, দক্ষিণ 24 পরগণা এবং বৃহত্তর কলকাতা অঞ্চলের যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকারের টিম ।

19:25 May 26

সিইএসসি হেল্পলাইন নম্বর:

  1. (033) 22259156
  2. (033) 22259157

19:24 May 26

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগমের হেল্পলাইন নম্বর:

  1. 8900793503
  2. 8900793504

19:23 May 26

কলকাতা পৌরনিগমের হেল্পলাইন নম্বর:

  1. (033) 22861212
  2. (033) 22861313
  3. (033) 22861414

19:16 May 26

নবান্ন হেল্পলাইন নম্বর:

  1. 1070
  2. (033) 22143526

19:08 May 26

রেমাল সামলাতে তৈরি কলকাতা পৌরনিগম

  • ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, তৈরি কলকাতার পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা দফতর ৷
  • 13 হাজার স্থায়ী কর্মীসমেত দূর্যোগ মোকাবিলায় রাস্তায় থাকবে 15 হাজার কর্মী ৷
  • থাকবে বড় ক্রেন, যা দিয়ে বড় গাছ পড়লে তা খানিকক্ষণের মধ্যেই সরিয়ে ফেলা যায় ৷
  • চেতলা, পার্ক স্ট্রিট, সাউদার্ন অ্যাভিনিউ অঞ্চলের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা ৷

18:59 May 26

  • হেল্পলাইন নম্বর খুলল কলকাতা পুলিশ ৷ ঘূর্ণিঝড় সংক্রান্ত যেকোনও সমস্যায় ফোন করা যাবে 94326104289432610429 নম্বরে...

18:57 May 26

মেট্রো চলাচলেও বিঘ্ন

  • যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ভগ্ন পরিষেবা দেওয়া হচ্ছে কলকাতা মেট্রো ব্লু লাইন ওয়ানে । কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আপাতত মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল করছে । মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে আপাতত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা ।

18:41 May 26

শিয়ালদহ শাখায় বাতিল হল আরও দশটি লোকাল

  • যত সময় যাচ্ছে ঘনীভূত হচ্ছে সাইক্লোন রেমাল । তাই সতর্কতা অবলম্বন করে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে 27 মে, সোমবার আরও 10টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ।

একনজরে বাতিল ট্রেনের তালিকা:

  1. শিয়ালদা-সোনারপুর (34426/34424)
  2. শিয়ালদা-বারুইপুর (34614/34613)
  3. বারুইপুর-লক্ষীকান্তপুর (34332/34331)
  4. সোনারপুর-ডায়মন্ড হারবার (34882/34881)
  5. ডায়মন্ড হারবার-বারুইপুর (34891/34892)

18:37 May 26

ETV Bharat
হেল্পলাইন নম্বর খুলল রেল

চোখ রাঙাচ্ছে রেমাল

  • আছড়ে পড়ার আগেই চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে চলছে বৃষ্টি। 'রেমাল' আছড়ে পড়ার আগেই পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারা টের পেতে চলেছেন ৷ সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও ক্রমশ বাড়ছে। ক্যানিং থেকে বর্তমানে 150 কিমি দূরে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ দমকা হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় 90-100 কিলোমিটার ৷
Last Updated : May 27, 2024, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.