কলকাতা, 31 জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-এর তত্বাবধানে 0থাকতে পারে অন্য কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী ৷ অর্থাৎ, লোকসভা নির্বাচনে সিআরপিএফ নিজেদের বাহিনী ছাড়াও, সিএপিএফ, বিএসএফ, সিআইএসএফের মতো কেন্দ্রীয় বাহিনীর উপর নজরদারি চালাবে ৷ এমনটাই জানা গিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন সূত্রে ৷
আর কয়েকমাস পরেই ভারতের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবের ঢাকে কাঠি পড়বে ৷ অর্থাৎ, লোকসভা নির্বাচন হবে ৷ সবক’টি রাজনৈতিক দল থেকে শুরু করে, ভারতীয় নির্বাচন কমিশন, সব স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে ৷ আর এ রাজ্যেও নির্বাচন কমিশনের নজরদারিতে প্রতিটি জেলায় পুরোদমে চলছে প্রস্তুতি ৷ 2021 বিধানসভা নির্বাচন ও তার পরে পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে, ভোটের সময় ভোটার ও বুথের নিরাপত্তা নিয়ে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না কমিশন ৷ তাই লোকসভা নির্বাচনে প্রতিটি বুথেই আগের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে পারে কমিশন ৷ আর সেই সব কেন্দ্রীয় বাহিনীর উপর নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হতে পারে সিআরপিএফ ৷
যদিও, বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে রাজ্য ভিত্তিক নিরাপত্তার বিষয়টি ঠিক হয়েছিল ৷ আর লোকসভা নির্বাচন হবে পুরো দেশ জুড়ে ৷ তাই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাওয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের একটি ব্লু প্রিন্ট রয়েছে ৷ সেইমতো ঠিক হবে, প্রতিটি বুথে কত সংখক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে ? কিংবা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন করা হবে কিনা, তা ঠিক করবে কমিশন ৷ তবে, এই সব বিষয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না হওয়া, পর্যন্ত স্পষ্ট হবে না ৷
আপাতত জানা গিয়েছে, মোতায়েন হওয়া কেন্দ্রীয় বাহিনীর নজরদারির দায়িত্বে থাকবে থাকবে সিআরপিএফ। এটি সমস্ত বিচারেই ব্যতিক্রম ৷ কারণ, রাজ্যে 2019 লোকসভা ও 2021 বিধানসভা ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর নজরদারির দায়িত্বে ছিল বিএসএফ ৷ কিন্তু নির্বাচনের সময় বিএসএফের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷
তাই সব দিক বিবেচনা করেই, ভারতীয় নির্বাচন কমিশন আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে ৷ রিটার্নিং অফিসার থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী সবকিছুর উপরেই নজরদারি করবে সিআরপিএফ ৷ আর সব রিপোর্ট প্রতিদিন নির্বাচন কমিশনকে পাঠাবে সিআরপিএফ ৷ এমনটাই জানান গেছে সূত্র মারফত ৷
আরও পড়ুন: