ETV Bharat / state

বাস থেকে রাস্তায় পড়ল বস্তা ভরতি কয়েন! কুড়োতে হুলস্থুল পরিস্থিতি - collect coin

Crowd in Howrah: বাস থেকে রাস্তায় পড়ল কয়েন ভরতি বস্তা ৷ ফেটে যেতেই কুড়নোর হিড়িক পড়ল স্থানীয়দের ৷ রাস্তা থেকে যে যেমন পারছেন কয়েন কুড়িয়ে নিজেদের পকেটে ভরছেন। তা সামাল দিতে হিমশিম খেতে হল পুলিশকে ৷

বাস থেকে রাস্তায় পড়ল বস্তা ভরতি কয়েন
Crowd in Howrah
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 10:26 AM IST

Updated : Feb 17, 2024, 11:22 AM IST

হাওড়া, 17 ফেব্রুয়ারি: রাস্তায় ছড়িয়ে পড়ে এক-দু'টাকার চকচকে নতুন কয়েন। আর সেই খবর পেয়ে কয়েন কুড়নোর হিড়িক পড়ল হাওড়াতে ৷ যদিও এই কয়েন কোথা থেকে এল তা নিয়ে ধন্দে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার সাঁতরাগাছি এলাকার উনসানি এলাকার আন্ডারপাসে। শুক্রবার ভোর হতেই রাস্তায় টাকা পড়ে থাকার এই খবর পেয়ে কার্যত ঝাঁপিয়ে পড়েন এলাকার বাসিন্দারা। রাস্তা থেকে যে যেমন পারছেন কয়েন কুড়িয়ে নিজেদের পকেটে ভরছেন।

আর এই কয়েন কোড়ানোর দৃশ্য দেখার জন্য উৎসুক গাড়ি চালকরা ৷ গাড়ি থামিয়ে তা দেখছেন। আর তার জেরে যানজট সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে ৷ হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, গতকাল ভোরের দিকে কলকাতাগামী একটি দূরপাল্লার বাসের ছাদ থেকে দু'টি বস্তা কোনওভাবে পড়ে যায় উনসানি আন্ডারপাসের রাস্তায়। তার মধ্যে একটি বস্তা ফেটে গিয়ে অসংখ্য কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ে। আর স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ছুটে এসে দ্রুতগামী যানবাহনের পরোয়া না-করেই রাস্তা থেকেই কয়েন কুড়োতে শুরু করেন।

ঘটনার কথা জানতে পেরে সেখানে পৌঁছন কর্তব্যরত ট্রাফিক গার্ডের কর্মীরা। তাঁরা রাস্তা থেকে কয়েন কুড়োতে আসা বস্তিবাসীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এরপরে রাস্তায় পড়ে থাকা সমস্ত কয়েন ও কয়েন-ভরতি আরও একটি বস্তা সরিয়ে দিয়ে যান। এক প্রত্যক্ষদর্শী বলেন, "নমাজ পড়ে ফেরার সময়ে আমরা অনেকেই ওই ঘটনা দেখতে পাই। কিন্তু কীভাবে এত কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ল, তা বুঝতে পারিনি। পরে জান‌লাম, বাসের ছাদ থেকে পড়েছে।"

পুলিশ সূত্রে খবর, তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন, ওই বাসটিকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। ঠিক কত টাকার কয়েন রয়েছে, তা এখনও জানানো হয়নি পুলিশের তরফে। বস্তাগুলির কোনও দাবিদার এলে তাঁকে প্রমাণ দিয়ে কয়েনের বস্তা দু'টি নিয়ে যেতে হবে বলেই পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন:

  1. নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর বন্দুক থেকে চলল গুলি, হুলস্থুল মেলা প্রাঙ্গনে
  2. কলকাতায় এসে অপহৃত বর্ধমানের নামজাদা ব্যবসায়ী, লালবাজারে হুলস্থুল
  3. বিজেপি বিধায়কের বাড়ির পাশের ময়লার স্তুপে মিলল ভোটার কার্ড, হুলস্থুল এলাকায়

হাওড়া, 17 ফেব্রুয়ারি: রাস্তায় ছড়িয়ে পড়ে এক-দু'টাকার চকচকে নতুন কয়েন। আর সেই খবর পেয়ে কয়েন কুড়নোর হিড়িক পড়ল হাওড়াতে ৷ যদিও এই কয়েন কোথা থেকে এল তা নিয়ে ধন্দে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার সাঁতরাগাছি এলাকার উনসানি এলাকার আন্ডারপাসে। শুক্রবার ভোর হতেই রাস্তায় টাকা পড়ে থাকার এই খবর পেয়ে কার্যত ঝাঁপিয়ে পড়েন এলাকার বাসিন্দারা। রাস্তা থেকে যে যেমন পারছেন কয়েন কুড়িয়ে নিজেদের পকেটে ভরছেন।

আর এই কয়েন কোড়ানোর দৃশ্য দেখার জন্য উৎসুক গাড়ি চালকরা ৷ গাড়ি থামিয়ে তা দেখছেন। আর তার জেরে যানজট সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে ৷ হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, গতকাল ভোরের দিকে কলকাতাগামী একটি দূরপাল্লার বাসের ছাদ থেকে দু'টি বস্তা কোনওভাবে পড়ে যায় উনসানি আন্ডারপাসের রাস্তায়। তার মধ্যে একটি বস্তা ফেটে গিয়ে অসংখ্য কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ে। আর স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ছুটে এসে দ্রুতগামী যানবাহনের পরোয়া না-করেই রাস্তা থেকেই কয়েন কুড়োতে শুরু করেন।

ঘটনার কথা জানতে পেরে সেখানে পৌঁছন কর্তব্যরত ট্রাফিক গার্ডের কর্মীরা। তাঁরা রাস্তা থেকে কয়েন কুড়োতে আসা বস্তিবাসীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এরপরে রাস্তায় পড়ে থাকা সমস্ত কয়েন ও কয়েন-ভরতি আরও একটি বস্তা সরিয়ে দিয়ে যান। এক প্রত্যক্ষদর্শী বলেন, "নমাজ পড়ে ফেরার সময়ে আমরা অনেকেই ওই ঘটনা দেখতে পাই। কিন্তু কীভাবে এত কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ল, তা বুঝতে পারিনি। পরে জান‌লাম, বাসের ছাদ থেকে পড়েছে।"

পুলিশ সূত্রে খবর, তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন, ওই বাসটিকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। ঠিক কত টাকার কয়েন রয়েছে, তা এখনও জানানো হয়নি পুলিশের তরফে। বস্তাগুলির কোনও দাবিদার এলে তাঁকে প্রমাণ দিয়ে কয়েনের বস্তা দু'টি নিয়ে যেতে হবে বলেই পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন:

  1. নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর বন্দুক থেকে চলল গুলি, হুলস্থুল মেলা প্রাঙ্গনে
  2. কলকাতায় এসে অপহৃত বর্ধমানের নামজাদা ব্যবসায়ী, লালবাজারে হুলস্থুল
  3. বিজেপি বিধায়কের বাড়ির পাশের ময়লার স্তুপে মিলল ভোটার কার্ড, হুলস্থুল এলাকায়
Last Updated : Feb 17, 2024, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.