ETV Bharat / state

নির্বাচনের আগে বঙ্গে কমিশনের অভিযান ! উদ্ধার প্রায় 8 কোটি নগদ, 140 কোটির সোনা-মাদক - Lok Sabha Election 2024

Cash, Drugs, Alcohol and gold seized in West Bengal: লোকসভা ভোটের আগে চারদিকে তল্লাশি অভিযান চলছে ৷ 16 মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে এখনও পর্যন্ত কয়েক কোটি টাকার বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ETV bharat
বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অর্থ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 11:08 AM IST

কলকাতা, 31 মার্চ: লোকসভা ভোটের আগে রাজ্য থেকে বাজেয়াপ্ত কয়েক কোটির সোনা, মাদক, মদ এবং আরও অনেক জিনিস ৷ যার মূল্য প্রায় 140 কোটি ৷ এছাড়া নগদ 7.87 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ 16 মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ৷ শনিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত এই বিপুল অঙ্কের বেআইনি জিনিসপত্র এবং নগদ বাজেয়াপ্ত হয়েছে শুধু পশ্চিমবঙ্গেই ৷ এরই সঙ্গে নির্বাচন কমিশন বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করেছে, যার বাজারমূল্য 12.7 কোটি ৷

এক আধিকারিক জানান, 3.5 কেজির মাদক বাজেয়াপ্ত হয়েছে, এর বাজার মূল্য 18.28 কোটি ৷ এক আধিকারিক বলেন, "এখনও পর্যন্ত কয়েক কোটি টাকা মূল্যের বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে ৷ আর নগদ টাকা মিলিয়ে 147.19 কোটি ৷ তবে ঠিক কত টাকা আছে, তা এখনও গোনা হয়নি ৷"

বেশ কয়েক বছর ধরে নির্বাচনের আগে অনেক সময়ই অর্থ ও মদ দিয়ে ভোট কেনার ঘটনা দেখতে পাওয়া যায় ৷ ইতিমধ্যে নির্বাচন কমিশন ছ'টি লোকসভা কেন্দ্রকে 'অর্থনৈতিকভাবে সংবেদনশীল' বলে দাগিয়েছে ৷ এদিকে কলকাতা পুলিশের নাকাচেকিংয়েও বিশাল পরিমাণ সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ শুক্রবার কলকাতার জোড়াবাগান এলাকায় 15 কেজির সোনার বার বাজেয়াপ্ত হয়েছে ৷ এর মূল্য 82 লক্ষ টাকা ৷ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ তারা একটি গাড়িতে এই সোনা নিয়ে যাচ্ছিল ৷

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতিবেশী বাংলাদেশ থেকে এই সোনার বার উত্তর 24 পরগনায় সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢুকেছিল ৷ আধিকারিক জানান, মনে করা হচ্ছে ওই সোনার বারগুলি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে এসেছে ৷ এর তদন্ত চলছে ৷

আরও পড়ুন:

  1. এক মাসে প্রায় 4 কোটি নগদ বাজেয়াপ্ত করল কমিশন, নজর গার্ডেনরিচ কাণ্ডেও
  2. এসটিএফের অভিযানে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেফতার তিন পাচারকারী

কলকাতা, 31 মার্চ: লোকসভা ভোটের আগে রাজ্য থেকে বাজেয়াপ্ত কয়েক কোটির সোনা, মাদক, মদ এবং আরও অনেক জিনিস ৷ যার মূল্য প্রায় 140 কোটি ৷ এছাড়া নগদ 7.87 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ 16 মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ৷ শনিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত এই বিপুল অঙ্কের বেআইনি জিনিসপত্র এবং নগদ বাজেয়াপ্ত হয়েছে শুধু পশ্চিমবঙ্গেই ৷ এরই সঙ্গে নির্বাচন কমিশন বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করেছে, যার বাজারমূল্য 12.7 কোটি ৷

এক আধিকারিক জানান, 3.5 কেজির মাদক বাজেয়াপ্ত হয়েছে, এর বাজার মূল্য 18.28 কোটি ৷ এক আধিকারিক বলেন, "এখনও পর্যন্ত কয়েক কোটি টাকা মূল্যের বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে ৷ আর নগদ টাকা মিলিয়ে 147.19 কোটি ৷ তবে ঠিক কত টাকা আছে, তা এখনও গোনা হয়নি ৷"

বেশ কয়েক বছর ধরে নির্বাচনের আগে অনেক সময়ই অর্থ ও মদ দিয়ে ভোট কেনার ঘটনা দেখতে পাওয়া যায় ৷ ইতিমধ্যে নির্বাচন কমিশন ছ'টি লোকসভা কেন্দ্রকে 'অর্থনৈতিকভাবে সংবেদনশীল' বলে দাগিয়েছে ৷ এদিকে কলকাতা পুলিশের নাকাচেকিংয়েও বিশাল পরিমাণ সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ শুক্রবার কলকাতার জোড়াবাগান এলাকায় 15 কেজির সোনার বার বাজেয়াপ্ত হয়েছে ৷ এর মূল্য 82 লক্ষ টাকা ৷ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ তারা একটি গাড়িতে এই সোনা নিয়ে যাচ্ছিল ৷

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতিবেশী বাংলাদেশ থেকে এই সোনার বার উত্তর 24 পরগনায় সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢুকেছিল ৷ আধিকারিক জানান, মনে করা হচ্ছে ওই সোনার বারগুলি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে এসেছে ৷ এর তদন্ত চলছে ৷

আরও পড়ুন:

  1. এক মাসে প্রায় 4 কোটি নগদ বাজেয়াপ্ত করল কমিশন, নজর গার্ডেনরিচ কাণ্ডেও
  2. এসটিএফের অভিযানে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেফতার তিন পাচারকারী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.