রহড়া, 16 মে: স্কুলের গেট তখন বন্ধ ছিল । আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । একবার নয় পরপর দু'বার একই রকমের শব্দ শোনা যায়। ততক্ষণের স্কুলের কর্মীরা বুঝতে পেরেছেন, বোমা পড়ছে স্কুলগেটের সামনে । সাবধান হওয়ার আগেই হুড়মুড় করে স্কুলে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী । অস্ত্র হাতে স্কুলের ভিতরে তাণ্ডব শুরু করে। স্কুলের কর্মীদের ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে । বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রহড়ার একটি বেসরকারি স্কুলে। ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ ।
খড়দার সদরহাট কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক বেসরকারি স্কুলে হামলা চালায় দুষ্কৃতীরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। তারপর স্কুলের ভিতরে ঢুকে কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হয় । বারবার তাঁদের বলা হয় সিসিটিভির হার্ডডিস্ক যেন তুলে দেওয়া হয় তাঁদের হাতে । কিন্তু তা দিতে না পারায় স্কুলের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । হামলার সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টত ধরা পড়েছে দুষ্কৃতীদের আনাগোনা । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । আতঙ্কিত হয়ে পড়েন স্কুলে থাকা নিরাপত্তীরক্ষী ও কেয়ারটেকার । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ ।
এই বিষয়ে মহম্মদ জাফর নামে স্কুলের এক নিরাপত্তারক্ষী বলেন,"ওদের হাতে বিভিন্ন অস্ত্র এবং কোমরে রিভলবার গোঁজা ছিল । বারবার বলছিল সিসিটিভির হার্ডডিস্ক দিতে । তা না দিতে পারায় প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীদের একজন। যাওয়ার আগে স্কুল ক্যাম্পাসের সিসিটিভি এবং লাইট ভাঙচুর করে । আমার গলায় হাঁসুয়া ধরেছিল ৷ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছি আমরা । পুলিশ পাশে থাকার আশ্বাস দিয়েছে ৷" এদিকে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে রহড়া থানার পুলিশ । কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে ।
আরও পড়ুন :