ETV Bharat / state

জীবন-জীবিকার রশিতে টান! 40 বছর ধরে রথ তৈরিতে ব্যস্ত প্রামাণিক পরিবারের মহিলারা - Pramanik Family Making Chariot - PRAMANIK FAMILY MAKING CHARIOT

Ratha Yatra 2024: দীর্ঘ 40 বছর ধরে কাঠের রথ তৈরির সঙ্গে যুক্ত ঘাটালের প্রামাণিক পরিবার ৷ পুরুষ সদস্যদের সঙ্গে রথ তৈরির কাজে হাত লাগান মহিলা সদস্যরা ৷

Ratha Yatra 2024
রথ তৈরিতে ব্যস্ত প্রামাণিক পরিবারের মহিলারা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 7:05 AM IST

ঘাটাল, 4 জুলাই: কথায় বলে রথ টানলে দুর্গা আসে ৷ সেই রথের দড়িতে টান পড়তে চলেছে ৷ তাই ব্যস্ততা তুঙ্গে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের প্রামাণিক পরিবারে ৷ এ বছর এখনও পর্যন্ত ছোট-বড় মিলে প্রায় আড়াইশোটি রথ তৈরি করেছেন । এই সমস্ত রথের দাম 500 টাকা শুরু হচ্ছে ৷ সর্বোচ্চ দাম এক হাজার টাকা।

দীর্ঘ 40 বছর ধরে কাঠের রথ তৈরির সঙ্গে যুক্ত ঘাটালের প্রামাণিক পরিবার ৷ (ইটিভি ভারত)

বাংলা আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি এই রথযাত্রা । আর সেই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের চেহারা উৎসবমুখর হয়ে উঠেছে । এই এলাকার প্রামাণিক পরিবারে ছেলেদের পাশাপাশি মহিলারাও কাঠের রথ তৈরি করতে ব্যস্ত । বিগত 40 বছর ধরে তাঁরা রথ তৈরি করে চলেছেন ৷ সেই কাঠের রথ কিনতে প্রামাণিক বাড়িতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা ৷ তাঁদের তৈরি কাঠের রথ পাড়ি দিয়েছে দিল্লি, মুম্বইতেও ৷

এই কাঠের তৈরি রথ কিনতে আসা ক্রেতা চঞ্চল ঘাঁটি বলেন, "আমরা ঘাটালের বিভিন্ন জায়গায় খোঁজ করেছি ৷ ভালো রথের জন্য কিন্তু সবাই ঠিকানা দিয়েছে প্রামাণিক পরিবারে। তাই আমরা বায়না দিয়ে গেলাম রথের আগে ৷ নির্দিষ্ট সময়ে এসে নিয়ে যাব ৷ শুনেছি কাঠের রথের ডিজাইন যেমন ভালো, আর দামও সাধ্যের মধ্যে ৷"

এই প্রসঙ্গে প্রামাণিক পরিবারের সদস্য গীতা প্রামাণিক বলেন, "বংশানুক্রমিক ভাবে আমরা রথ তৈরি করছি ৷ এক সময়ে আমার শ্বশুর-শাশুড়ি করতেন ৷ বিয়ের পর থেকে আমরাও আমরাও করছি। এর সঙ্গে বাড়ির ছেলেরা, বাচ্চারা সবাই রথ তৈরি করে। মূলত, পাঁচ-ছয় মাস আগে থেকে আমাদের রথ তৈরি করা শুরু হয় ৷ এই সময়ে আমাদের সার বছরের সংসারের রসদ ঘরে তুলতে হয় ৷ আমাদের জীবন জীবিকা নির্বাহ হয় কাঠের রথ তৈরি করে ।"

ঘাটাল, 4 জুলাই: কথায় বলে রথ টানলে দুর্গা আসে ৷ সেই রথের দড়িতে টান পড়তে চলেছে ৷ তাই ব্যস্ততা তুঙ্গে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের প্রামাণিক পরিবারে ৷ এ বছর এখনও পর্যন্ত ছোট-বড় মিলে প্রায় আড়াইশোটি রথ তৈরি করেছেন । এই সমস্ত রথের দাম 500 টাকা শুরু হচ্ছে ৷ সর্বোচ্চ দাম এক হাজার টাকা।

দীর্ঘ 40 বছর ধরে কাঠের রথ তৈরির সঙ্গে যুক্ত ঘাটালের প্রামাণিক পরিবার ৷ (ইটিভি ভারত)

বাংলা আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি এই রথযাত্রা । আর সেই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের চেহারা উৎসবমুখর হয়ে উঠেছে । এই এলাকার প্রামাণিক পরিবারে ছেলেদের পাশাপাশি মহিলারাও কাঠের রথ তৈরি করতে ব্যস্ত । বিগত 40 বছর ধরে তাঁরা রথ তৈরি করে চলেছেন ৷ সেই কাঠের রথ কিনতে প্রামাণিক বাড়িতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা ৷ তাঁদের তৈরি কাঠের রথ পাড়ি দিয়েছে দিল্লি, মুম্বইতেও ৷

এই কাঠের তৈরি রথ কিনতে আসা ক্রেতা চঞ্চল ঘাঁটি বলেন, "আমরা ঘাটালের বিভিন্ন জায়গায় খোঁজ করেছি ৷ ভালো রথের জন্য কিন্তু সবাই ঠিকানা দিয়েছে প্রামাণিক পরিবারে। তাই আমরা বায়না দিয়ে গেলাম রথের আগে ৷ নির্দিষ্ট সময়ে এসে নিয়ে যাব ৷ শুনেছি কাঠের রথের ডিজাইন যেমন ভালো, আর দামও সাধ্যের মধ্যে ৷"

এই প্রসঙ্গে প্রামাণিক পরিবারের সদস্য গীতা প্রামাণিক বলেন, "বংশানুক্রমিক ভাবে আমরা রথ তৈরি করছি ৷ এক সময়ে আমার শ্বশুর-শাশুড়ি করতেন ৷ বিয়ের পর থেকে আমরাও আমরাও করছি। এর সঙ্গে বাড়ির ছেলেরা, বাচ্চারা সবাই রথ তৈরি করে। মূলত, পাঁচ-ছয় মাস আগে থেকে আমাদের রথ তৈরি করা শুরু হয় ৷ এই সময়ে আমাদের সার বছরের সংসারের রসদ ঘরে তুলতে হয় ৷ আমাদের জীবন জীবিকা নির্বাহ হয় কাঠের রথ তৈরি করে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.