কলকাতা, 4 মে: মানুষ আতঙ্কিত বলে ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন ৷ নির্বাচন কমিশনের কাছে নির্বাচনকে ভয়মুক্ত করার আবেদন করল চারটি বামপন্থী মহিলা সমিতি ৷ ভোট সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে নালিশ জানাতে শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আসেন চারটি বামপন্থী মহিলা সংগঠনের সদস্য়রা ৷ তাঁদের পক্ষ থেকে ডেপুটেশনও জমা দেওয়া হয় ।
বামপন্থী মহিলা সংগঠনের প্রতিনিধি তথা সিপিএম নেত্রী কনীনিকা ঘোষ বসু দাবি করেন, বহু জায়গায় মানুষজন আতঙ্কিত থাকেন বলেই তাঁরা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিতে চান না। এছাড়াও মহিলারা যৌন হেনস্তারও শিকার হন। সবমিলিয়ে তৃণমূল এলাকার মানুষজনের আতঙ্কিত করে রাখে। তাছাড়া পুলিশের পক্ষ থেকেও যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার, অনেক ক্ষেত্রেই তা হয় না । সন্দেশখালির ঘটনা সবাই দেখেছেন। অনেক সময় নির্বাচন কমিশনও গোলমাল এড়াতে পারেনি । তাই এরকম আতঙ্কে থাকলে মানুষ বেরিয়ে এসে কী করে ভোট দেবে?
ভোটারদের পক্ষে সওয়াল করে বামপন্থী মহিলা সংগঠনের বক্তব্য, স্থানীয় পুলিশ যদি সঠিক ভূমিকা পালন না-করে তাহলে কখনও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে না । এমনকী গত দু'দফায় নির্বাচন কমিশনও অশান্তি এড়াতে পারেনি । তারা দাবি করে, আগামীতে আরও স্পর্শকাতর কেন্দ্রে নির্বাচন রয়েছে । তাই পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় দফা নির্বাচন থেকেই কমিশনকে আরও বেশি সতর্ক হতে হবে। এর পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও আরও তৎপর হতে হবে ।
কনীনিকা ঘোষ বসু আরও বলেন, "কমিশনের কাছে আমরা একটাই দাবি জানিয়েছি ৷ সেটা হল, মানুষ যাতে নিজে থেকে বাড়ির বাইরে বেরিয়ে নিজের ভোট নিজে দিতে পারেন-সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে । মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দিকেও বিশেষ নজর দিতে হবে । নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সেই বিষয়টিও সুনিশ্চিত করতে আবেদন করা হয়েছে । পঞ্চায়েত নির্বাচনের সময় মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জায়গায় গণ্ডগোলের ঘটনা সামনে এসেছে । আজ সেই ঘটনাগুলি আরও একবার কমিশনারকে আমরা মনে করিয়ে দিয়েছি । ইতিমধ্যেই দেখা গিয়েছে যে মুর্শিদাবাদ থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে ।"
আরও পড়ুন: