ETV Bharat / state

ভোটের আগে 'জনতার কেসবুক' চালু সিপিএমের - লোকসভা ভোট

CPM Case Book: 2022 সালে চালু হয়েছিল 'নজরে পঞ্চায়েত' ৷ এবার সেই ধাঁচে লোকসভা ভোটের আগে জনতার কেসবুক (দিনবদলের সন্দেশ) চালু সিপিএমের । এই কেসবুকের মাধ্যমে সাধারণ মানুষকে আইনি সহায়তা দেবে বামেরা ৷

CPM
সিপিএম
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 11:35 AM IST

কলকাতা, 7 মার্চ: নজরে পঞ্চায়েতের ধাঁচেই এবার আইনি সহায়তা দিতে 'জনতার কেসবুক' চালু করল সিপিএম। বুধবার আনুষ্ঠানিকভাবে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই কেসবুকের উদ্বোধন করেন । তিনি বলেন,"নির্যাতন, জমি লুঠ, পরিবেশ ধ্বংসের তথ্য তালাশ সন্দেশখালি পেরিয়ে এবার পাড়ায় পাড়ায় পর্দা ফাঁস । সন্দেশখালির মত ঘটনা কি আপনার এলাকাতেও ঘটেছে? তাহলে কিউআর কোডটি স্ক্যান করে অনলাইনে আপনার বিশদ তথ্য জানান সিপিএমকে । বামেরা আইনি সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে থাকতেই এই উদ্যোগ নিয়েছে ।" অভিযোগ জানাতে, https://www.leftsquad.in/ ফর্মটি ফিলাপের কথা জানিয়েছেন এই সিপিএম নেতা ।

মহম্মদ সেলিমের কথায়, "জনতার কেসবুক-দিনবদলের সন্দেশ" চালু করা হল । নজরে পঞ্চায়েতের ধাঁচেই এই পোর্টাল চালু করা হয়েছে । এটায় আমরা আইনি সহায়তা দেব । লড়াই শেষ পর্যন্ত চলবে । মোদি নিজেকে চৌকিদার বলতেই চুরি বেড়ে গেল । বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা বাড়ল । চোর ধরা পড়ল না । পুলিশ ধরছে না । ইডি সিবিআই ধরছে না । কেন সমস্ত ফরেনসিক তথ্য প্রকাশ পেল না । বিজেপি খুব বেশি হলে তৃণমূলের কিছু লোককে সমাবেশে হাজির করেছে । একারণেই দুর্নীতি বাড়ছে । এত তাবড় নেতা বিজেপিতে গেলেন । তার আগে ইডি গেল । দুই এজেন্সি চোর ধরার বদলে অপরাধীদের পাহারা দিচ্ছে । তাই, আমরা মানুষকে বলছি মুখ খোলার জন্য । সোশাল মিডিয়াকে ব্যবহার করার কথা বলছি ।"

2022 সালের সেপ্টেম্বর মাসে 'নজরে পঞ্চায়েত' চালু করেছিল সিপিএম । 033-41807506 এই নম্বরে ফোন করে সরাসরি যে কোনও সমস্যার কথা সাধারণ মানুষ জানিয়েছেন সে সময় । তার ভিত্তিতে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার পাশাপাশি সংশ্লিষ্ঠ ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখে নির্দিষ্ট এলাকার বিডিও, ডিএম কিংবা পুলিশকে জানানো হয়েছে । যাতে অভিযোগকারীর সমস্যার সমাধান হয় । এবার একইভাবে আইনি সহায়তা দিতে 'জনতার কেসবুক-দিনবদলের সন্দেশ' চালু করল সিপিএম ।

আরও পড়ুন:

  1. নরেন্দ্র মোদি গান্ধিজির চতুর্থ বাঁদর হতে চাইছেন, পালটা কটাক্ষ সেলিমের
  2. তৃণমূল নয়, সিপিএমের সঙ্গে জোট করেই ভোটে লড়বে কংগ্রেস; দাবি অধীরের
  3. মোদির মেট্রো উদ্বোধন তরজা: কৃতিত্ব দাবি বামেদের, মুখপত্রে বিজ্ঞাপন নিয়ে সরব কুণাল

কলকাতা, 7 মার্চ: নজরে পঞ্চায়েতের ধাঁচেই এবার আইনি সহায়তা দিতে 'জনতার কেসবুক' চালু করল সিপিএম। বুধবার আনুষ্ঠানিকভাবে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই কেসবুকের উদ্বোধন করেন । তিনি বলেন,"নির্যাতন, জমি লুঠ, পরিবেশ ধ্বংসের তথ্য তালাশ সন্দেশখালি পেরিয়ে এবার পাড়ায় পাড়ায় পর্দা ফাঁস । সন্দেশখালির মত ঘটনা কি আপনার এলাকাতেও ঘটেছে? তাহলে কিউআর কোডটি স্ক্যান করে অনলাইনে আপনার বিশদ তথ্য জানান সিপিএমকে । বামেরা আইনি সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে থাকতেই এই উদ্যোগ নিয়েছে ।" অভিযোগ জানাতে, https://www.leftsquad.in/ ফর্মটি ফিলাপের কথা জানিয়েছেন এই সিপিএম নেতা ।

মহম্মদ সেলিমের কথায়, "জনতার কেসবুক-দিনবদলের সন্দেশ" চালু করা হল । নজরে পঞ্চায়েতের ধাঁচেই এই পোর্টাল চালু করা হয়েছে । এটায় আমরা আইনি সহায়তা দেব । লড়াই শেষ পর্যন্ত চলবে । মোদি নিজেকে চৌকিদার বলতেই চুরি বেড়ে গেল । বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা বাড়ল । চোর ধরা পড়ল না । পুলিশ ধরছে না । ইডি সিবিআই ধরছে না । কেন সমস্ত ফরেনসিক তথ্য প্রকাশ পেল না । বিজেপি খুব বেশি হলে তৃণমূলের কিছু লোককে সমাবেশে হাজির করেছে । একারণেই দুর্নীতি বাড়ছে । এত তাবড় নেতা বিজেপিতে গেলেন । তার আগে ইডি গেল । দুই এজেন্সি চোর ধরার বদলে অপরাধীদের পাহারা দিচ্ছে । তাই, আমরা মানুষকে বলছি মুখ খোলার জন্য । সোশাল মিডিয়াকে ব্যবহার করার কথা বলছি ।"

2022 সালের সেপ্টেম্বর মাসে 'নজরে পঞ্চায়েত' চালু করেছিল সিপিএম । 033-41807506 এই নম্বরে ফোন করে সরাসরি যে কোনও সমস্যার কথা সাধারণ মানুষ জানিয়েছেন সে সময় । তার ভিত্তিতে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার পাশাপাশি সংশ্লিষ্ঠ ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখে নির্দিষ্ট এলাকার বিডিও, ডিএম কিংবা পুলিশকে জানানো হয়েছে । যাতে অভিযোগকারীর সমস্যার সমাধান হয় । এবার একইভাবে আইনি সহায়তা দিতে 'জনতার কেসবুক-দিনবদলের সন্দেশ' চালু করল সিপিএম ।

আরও পড়ুন:

  1. নরেন্দ্র মোদি গান্ধিজির চতুর্থ বাঁদর হতে চাইছেন, পালটা কটাক্ষ সেলিমের
  2. তৃণমূল নয়, সিপিএমের সঙ্গে জোট করেই ভোটে লড়বে কংগ্রেস; দাবি অধীরের
  3. মোদির মেট্রো উদ্বোধন তরজা: কৃতিত্ব দাবি বামেদের, মুখপত্রে বিজ্ঞাপন নিয়ে সরব কুণাল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.