ETV Bharat / state

''ইন্ডিয়া' জোট যখন হয় তখনই মমতাকে নিয়ে সাবধানে থাকতে বলেছিলাম', জোট নিয়ে সূর্যকান্ত - INDIA

CPM on Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে 'ইন্ডিয়া' জোটে তৃণমূল নেই ৷ বিজেপির বিরুদ্ধে তারা একাই লড়বে ৷ এই নিয়ে প্রবীণ বাম নেতা সূর্যকান্ত মিশ্র জানালেন, মমতাকে ছাড়া ইন্ডিয়া জোট ভেস্তে যাবে না ৷

ETV Bharat
জলপাইগুড়িতে বামেদের মিছিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 4:56 PM IST

মমতা বন্দ্য়োপাধ্যায়ের জোট থেকে সরে যাওয়া নিয়ে বললেন প্রবীণ বাম নেতা সূর্যকান্ত মিশ্র

জলপাইগুড়ি, 24 জানুয়ারি: "মমতার জন্য ইন্ডিয়া জোট ভেস্তে যাবে না", বললেন প্রবীণ বাম নেতা তথা পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র ৷ বুধবার সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির জেলা সম্মেলনে যোগ দেন সূর্যকান্ত মিশ্র ৷ একশো দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজ চাই ৷ মজুরি প্রতি দিন 600 টাকা বাড়ানোর দাবি জানানো হয় এই সম্মেলন থেকে ৷

লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এদিকে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের আসন বণ্টন বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূল একাই লড়বে ৷ কংগ্রেসের সঙ্গে আসন বণ্টনে তাঁর যে মত নেই, সেই ইঙ্গিত বারবার মিলেছে তাঁর বক্তব্য থেকে ৷

এই বিষয়ে সিপিএমের প্রবীণ নেতা সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করেন সাংবাদিক ৷ এর উত্তরে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একাই লড়ুন না, কে না বলেছে ৷ তিনি আর কত দিন এদিক ওদিক করবেন ৷ বিজেপির সঙ্গে কতদিন, কংগ্রেসের সঙ্গে কতদিন, এটা ওঁকে বলতে হবে ৷"

'ইন্ডিয়া' জোটে ভাঙন প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, "তাঁর (মমতার) ইন্ডিয়া জোট ভেস্তে যাবে না ৷ 'ইন্ডিয়া' জোট যখন হয়, তখন আমি মমতাকে নিয়ে সাবধানে থাকার কথা বলেছিলাম ৷ তিনি এই জোটে কতদিন থাকবেন, সেটা দেখে নিতে বলেছিলাম ৷ আমার যেমন ওঁকে নিয়ে সন্দেহ ছিল, সেরকমই আরও অনেকেরই ছিল ৷"

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা নিয়ে সিপিএম নেতার কথায়, "তিনি কখন কোন দিকে যাবেন, কেউ বলতে পারবে না ৷ আমাদের সঙ্গে লড়াইটা একদিনও থেমে থাকবে না ৷ লোকসভা ভোটে লড়াই হবে ৷ বিজেপির সঙ্গে লড়াই হবে ৷ বিজেপি সর্বোচ্চ 40% ভোট পেয়েছে ৷ সম্প্রতি ভোটে আমাদের ভালো ফল হয়েছে ৷ আমরা বোঝাপড়া করছি ৷"

এদিকে আজ ডুমুরজলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় 'ইন্ডিয়া' জোটে তৃণমূল নেই ৷ রাহুল গান্ধি পশ্চিমবঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রা মিছিল করবেন ৷ তবে তিনি সৌজন্যবশত আমাদেরকে একবারও জানাননি ৷ আমরা একাই লড়াই করব ৷" এমন মন্তব্যের পরেই বাংলায় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিয়া জোটের অন্যতম স্তম্ভ তৃণমূল, মমতার মানভঞ্জনের চেষ্টা কংগ্রেসের
  2. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার
  3. শিক্ষকের চাকরি তৈরি আছে, রাম-বাম-শ্যামের জন্যই দেওয়া যাচ্ছে না, অভিযোগ মমতার

মমতা বন্দ্য়োপাধ্যায়ের জোট থেকে সরে যাওয়া নিয়ে বললেন প্রবীণ বাম নেতা সূর্যকান্ত মিশ্র

জলপাইগুড়ি, 24 জানুয়ারি: "মমতার জন্য ইন্ডিয়া জোট ভেস্তে যাবে না", বললেন প্রবীণ বাম নেতা তথা পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র ৷ বুধবার সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির জেলা সম্মেলনে যোগ দেন সূর্যকান্ত মিশ্র ৷ একশো দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজ চাই ৷ মজুরি প্রতি দিন 600 টাকা বাড়ানোর দাবি জানানো হয় এই সম্মেলন থেকে ৷

লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এদিকে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের আসন বণ্টন বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূল একাই লড়বে ৷ কংগ্রেসের সঙ্গে আসন বণ্টনে তাঁর যে মত নেই, সেই ইঙ্গিত বারবার মিলেছে তাঁর বক্তব্য থেকে ৷

এই বিষয়ে সিপিএমের প্রবীণ নেতা সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করেন সাংবাদিক ৷ এর উত্তরে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একাই লড়ুন না, কে না বলেছে ৷ তিনি আর কত দিন এদিক ওদিক করবেন ৷ বিজেপির সঙ্গে কতদিন, কংগ্রেসের সঙ্গে কতদিন, এটা ওঁকে বলতে হবে ৷"

'ইন্ডিয়া' জোটে ভাঙন প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, "তাঁর (মমতার) ইন্ডিয়া জোট ভেস্তে যাবে না ৷ 'ইন্ডিয়া' জোট যখন হয়, তখন আমি মমতাকে নিয়ে সাবধানে থাকার কথা বলেছিলাম ৷ তিনি এই জোটে কতদিন থাকবেন, সেটা দেখে নিতে বলেছিলাম ৷ আমার যেমন ওঁকে নিয়ে সন্দেহ ছিল, সেরকমই আরও অনেকেরই ছিল ৷"

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা নিয়ে সিপিএম নেতার কথায়, "তিনি কখন কোন দিকে যাবেন, কেউ বলতে পারবে না ৷ আমাদের সঙ্গে লড়াইটা একদিনও থেমে থাকবে না ৷ লোকসভা ভোটে লড়াই হবে ৷ বিজেপির সঙ্গে লড়াই হবে ৷ বিজেপি সর্বোচ্চ 40% ভোট পেয়েছে ৷ সম্প্রতি ভোটে আমাদের ভালো ফল হয়েছে ৷ আমরা বোঝাপড়া করছি ৷"

এদিকে আজ ডুমুরজলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় 'ইন্ডিয়া' জোটে তৃণমূল নেই ৷ রাহুল গান্ধি পশ্চিমবঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রা মিছিল করবেন ৷ তবে তিনি সৌজন্যবশত আমাদেরকে একবারও জানাননি ৷ আমরা একাই লড়াই করব ৷" এমন মন্তব্যের পরেই বাংলায় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিয়া জোটের অন্যতম স্তম্ভ তৃণমূল, মমতার মানভঞ্জনের চেষ্টা কংগ্রেসের
  2. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার
  3. শিক্ষকের চাকরি তৈরি আছে, রাম-বাম-শ্যামের জন্যই দেওয়া যাচ্ছে না, অভিযোগ মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.