ETV Bharat / state

'তৃণমূল-বিজেপি বাইনারিকে ভাঙা সম্ভব, আমরা প্রমাণ করেছি', বললেন প্রার্থী সায়রা শাহ হালিম

CPM Kolkata Dakshin Candidate Saira Shah Halim: মানুষের রুটি-রুজির কথাই তাঁর নির্বাচনী ইস্যু বলে জানালেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম ৷ এই কথা বলেই মানুষের কাছে ভোট চাইবেন তিনি ৷ তাঁর লক্ষ্য কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল-বিজেপিকে পরাজিত করা ৷

ETV Bharat
সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 5:13 PM IST

সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম

কলকাতা, 16 মার্চ: লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম ৷ এর আগে 2022 সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তিনিই বামপ্রার্থী ছিলেন ৷ ওই কেন্দ্রে বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে উপনির্বাচন হয় ৷ সেই নির্বাচনে তিনি তৃণমূলের বাবুল সুপ্রিয়র কাছে পরাজিত হন ৷

তবে 2022 সালের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন বামকর্মী সায়রা শাহ হালিম ৷ তাঁকে সামনে রেখেই তলানিতে ঠেকে যাওয়া ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে অনেকটাই সফল হয় বাম দল ৷ এবার তার কাঁধেই আরও বড় দায়িত্ব দিয়েছে দল ৷ লোকসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ মালা রায় ৷ এদিকে ভোটের আগে দেশজুড়ে সিএএ লাগু করেছে বিজেপি সরকার ৷ এই পরিস্থিতিতে তৃণমূল-বিজেপি বাইনারি ভাঙাই প্রধান উদ্দেশ্য সায়রার ৷ নেত্রী সাফ জানালেন লড়াই হবে মানুষের রুটি, রুজি, চাকরি, উন্নয়নের দাবিকে সামনে রেখে ৷ তাঁর সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷

ইটিভি ভারত: আপনি কী কী ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছবেন?

সায়রা শাহ হালিম: দু'টি ধারণা মানুষের মনে গেঁথে গিয়েছে তৃণমূল ও বিজেপি ৷ ওই দুই দল ছাড়া আর কেউ যেন প্রাসঙ্গিক নয় ৷ আরেকটা ধর্মীয় উস্কানি, ধর্মের বিভেদ ৷ 2022 সালের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অনেকটাই সেই ভাবনা ভাঙতে পেরেছি ৷ সিপিএমের প্রতি মানুষের আস্থা ফিরছে ৷ এই লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপির মিথ্যে লড়াইয়ের মুখোশটা খুলব ৷ বালিগঞ্জে উপনির্বাচনে ভালো লড়াই হয়েছিল ৷ বিজেপি, কংগ্রেসকে পিছনে ফেলে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ৷ সেবার প্রচুর পরিশ্রম করেছিলাম, কষ্ট হয়েছিল ৷ কিন্তু আমরা উদাহরণ দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম, তৃণমূল-বিজেপি বাইনারিকে ভেঙে ফেলা সম্ভব ৷

ইটিভি ভারত: আপনাকে সিএএ, এনআরসি মঞ্চে বিরোধিতা করতে দেখা গিয়েছে ৷ ভোটের আগেই দেশে সিএএ লাগু হয়েছে ৷ আপনি এটা কী ভাবে দেখছেন ?

সায়রা শাহ হালিম: একে নির্বাচনী যুদ্ধে পরিণত করেছে বিজেপি ৷ এটা এমন বিষয় নয় যে, লোকসভা নির্বাচনের আগেই তাকে চালু করতে হবে ৷ বিজেপির নির্বাচনী এজেন্ডা সিএএ ৷ এটা নির্বাচনের আগে এনে সংখ্যালঘু বিভাজনের রাজনীতি করছে বিজেপি ৷ কোনও জনস্বার্থ নীতি নেই এদের ৷ প্রতিমুহূর্তে একটাই এজেন্ডা দু'টি ধর্ম ৷ মানুষের চাকরি নেই ৷ এই সব সমস্যাগুলির সমাধান করতে হবে ৷ কলকাতার এই আসনটি আমাদের জিততেই হবে ৷ এটা আমাদের লক্ষ্য ৷

ইটিভি ভারত: আপনার বিরুদ্ধে প্রার্থী তৃণমূল সাংসদ মালা রায় ৷ তাঁর সম্পর্কে কী বলবেন ?

সায়রা শাহ হালিম: মালা রায়ের বয়স হয়ে গিয়েছে ৷ শুনেছি, লোকসভা কেন্দ্রে তাঁকে দেখতে পাওয়া যায় না ৷ এমন একজন জনপ্রতিনিধি চাই, যাঁকে এলাকায় দেখা যাবে ৷ মানুষ চায়, যাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাঁকে যেন দেখতে পান ৷ যিনি মানুষের সঙ্গে রাস্তায় থেকে তাদের কথা সংসদে পৌঁছে দেবেন তেমন কাউকেই জেতানো উচিত ৷

ইটিভি ভারত: কলকাতা দক্ষিণ লোকসভা আসনটি খুব সম্মানীয়, গুরুত্বপূর্ণ ৷ এখানে তাবড় নেতা-মন্ত্রীরা থাকেন ৷ আপনি কতটা আত্মবিশ্বাসী ?

সায়রা শাহ হালিম: আমি এই আসন অবশ্যই জিতব ৷ এ বিষয়ে আমি অনেকটাই আশাবাদী ৷ আমাদের দল লড়াই করবে ৷

আরও পড়ুন:

  1. হেরেও ‘জয়ী’ সায়রা শাহ হালিম ইটিভি ভারতের মুখোমুখি
  2. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  3. 'আমার জন্য সুব্রতদাকে গ্রেফতার হতে হয়েছিল', মূর্তি উদ্বোধনে প্রয়াত নেতার স্মৃতি রোমন্থন মমতার

সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম

কলকাতা, 16 মার্চ: লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম ৷ এর আগে 2022 সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তিনিই বামপ্রার্থী ছিলেন ৷ ওই কেন্দ্রে বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে উপনির্বাচন হয় ৷ সেই নির্বাচনে তিনি তৃণমূলের বাবুল সুপ্রিয়র কাছে পরাজিত হন ৷

তবে 2022 সালের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন বামকর্মী সায়রা শাহ হালিম ৷ তাঁকে সামনে রেখেই তলানিতে ঠেকে যাওয়া ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে অনেকটাই সফল হয় বাম দল ৷ এবার তার কাঁধেই আরও বড় দায়িত্ব দিয়েছে দল ৷ লোকসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ মালা রায় ৷ এদিকে ভোটের আগে দেশজুড়ে সিএএ লাগু করেছে বিজেপি সরকার ৷ এই পরিস্থিতিতে তৃণমূল-বিজেপি বাইনারি ভাঙাই প্রধান উদ্দেশ্য সায়রার ৷ নেত্রী সাফ জানালেন লড়াই হবে মানুষের রুটি, রুজি, চাকরি, উন্নয়নের দাবিকে সামনে রেখে ৷ তাঁর সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷

ইটিভি ভারত: আপনি কী কী ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছবেন?

সায়রা শাহ হালিম: দু'টি ধারণা মানুষের মনে গেঁথে গিয়েছে তৃণমূল ও বিজেপি ৷ ওই দুই দল ছাড়া আর কেউ যেন প্রাসঙ্গিক নয় ৷ আরেকটা ধর্মীয় উস্কানি, ধর্মের বিভেদ ৷ 2022 সালের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অনেকটাই সেই ভাবনা ভাঙতে পেরেছি ৷ সিপিএমের প্রতি মানুষের আস্থা ফিরছে ৷ এই লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপির মিথ্যে লড়াইয়ের মুখোশটা খুলব ৷ বালিগঞ্জে উপনির্বাচনে ভালো লড়াই হয়েছিল ৷ বিজেপি, কংগ্রেসকে পিছনে ফেলে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ৷ সেবার প্রচুর পরিশ্রম করেছিলাম, কষ্ট হয়েছিল ৷ কিন্তু আমরা উদাহরণ দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম, তৃণমূল-বিজেপি বাইনারিকে ভেঙে ফেলা সম্ভব ৷

ইটিভি ভারত: আপনাকে সিএএ, এনআরসি মঞ্চে বিরোধিতা করতে দেখা গিয়েছে ৷ ভোটের আগেই দেশে সিএএ লাগু হয়েছে ৷ আপনি এটা কী ভাবে দেখছেন ?

সায়রা শাহ হালিম: একে নির্বাচনী যুদ্ধে পরিণত করেছে বিজেপি ৷ এটা এমন বিষয় নয় যে, লোকসভা নির্বাচনের আগেই তাকে চালু করতে হবে ৷ বিজেপির নির্বাচনী এজেন্ডা সিএএ ৷ এটা নির্বাচনের আগে এনে সংখ্যালঘু বিভাজনের রাজনীতি করছে বিজেপি ৷ কোনও জনস্বার্থ নীতি নেই এদের ৷ প্রতিমুহূর্তে একটাই এজেন্ডা দু'টি ধর্ম ৷ মানুষের চাকরি নেই ৷ এই সব সমস্যাগুলির সমাধান করতে হবে ৷ কলকাতার এই আসনটি আমাদের জিততেই হবে ৷ এটা আমাদের লক্ষ্য ৷

ইটিভি ভারত: আপনার বিরুদ্ধে প্রার্থী তৃণমূল সাংসদ মালা রায় ৷ তাঁর সম্পর্কে কী বলবেন ?

সায়রা শাহ হালিম: মালা রায়ের বয়স হয়ে গিয়েছে ৷ শুনেছি, লোকসভা কেন্দ্রে তাঁকে দেখতে পাওয়া যায় না ৷ এমন একজন জনপ্রতিনিধি চাই, যাঁকে এলাকায় দেখা যাবে ৷ মানুষ চায়, যাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাঁকে যেন দেখতে পান ৷ যিনি মানুষের সঙ্গে রাস্তায় থেকে তাদের কথা সংসদে পৌঁছে দেবেন তেমন কাউকেই জেতানো উচিত ৷

ইটিভি ভারত: কলকাতা দক্ষিণ লোকসভা আসনটি খুব সম্মানীয়, গুরুত্বপূর্ণ ৷ এখানে তাবড় নেতা-মন্ত্রীরা থাকেন ৷ আপনি কতটা আত্মবিশ্বাসী ?

সায়রা শাহ হালিম: আমি এই আসন অবশ্যই জিতব ৷ এ বিষয়ে আমি অনেকটাই আশাবাদী ৷ আমাদের দল লড়াই করবে ৷

আরও পড়ুন:

  1. হেরেও ‘জয়ী’ সায়রা শাহ হালিম ইটিভি ভারতের মুখোমুখি
  2. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  3. 'আমার জন্য সুব্রতদাকে গ্রেফতার হতে হয়েছিল', মূর্তি উদ্বোধনে প্রয়াত নেতার স্মৃতি রোমন্থন মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.