কলকাতা, 16 মার্চ: লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম ৷ এর আগে 2022 সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তিনিই বামপ্রার্থী ছিলেন ৷ ওই কেন্দ্রে বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে উপনির্বাচন হয় ৷ সেই নির্বাচনে তিনি তৃণমূলের বাবুল সুপ্রিয়র কাছে পরাজিত হন ৷
তবে 2022 সালের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন বামকর্মী সায়রা শাহ হালিম ৷ তাঁকে সামনে রেখেই তলানিতে ঠেকে যাওয়া ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে অনেকটাই সফল হয় বাম দল ৷ এবার তার কাঁধেই আরও বড় দায়িত্ব দিয়েছে দল ৷ লোকসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ মালা রায় ৷ এদিকে ভোটের আগে দেশজুড়ে সিএএ লাগু করেছে বিজেপি সরকার ৷ এই পরিস্থিতিতে তৃণমূল-বিজেপি বাইনারি ভাঙাই প্রধান উদ্দেশ্য সায়রার ৷ নেত্রী সাফ জানালেন লড়াই হবে মানুষের রুটি, রুজি, চাকরি, উন্নয়নের দাবিকে সামনে রেখে ৷ তাঁর সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷
ইটিভি ভারত: আপনি কী কী ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছবেন?
সায়রা শাহ হালিম: দু'টি ধারণা মানুষের মনে গেঁথে গিয়েছে তৃণমূল ও বিজেপি ৷ ওই দুই দল ছাড়া আর কেউ যেন প্রাসঙ্গিক নয় ৷ আরেকটা ধর্মীয় উস্কানি, ধর্মের বিভেদ ৷ 2022 সালের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অনেকটাই সেই ভাবনা ভাঙতে পেরেছি ৷ সিপিএমের প্রতি মানুষের আস্থা ফিরছে ৷ এই লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপির মিথ্যে লড়াইয়ের মুখোশটা খুলব ৷ বালিগঞ্জে উপনির্বাচনে ভালো লড়াই হয়েছিল ৷ বিজেপি, কংগ্রেসকে পিছনে ফেলে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ৷ সেবার প্রচুর পরিশ্রম করেছিলাম, কষ্ট হয়েছিল ৷ কিন্তু আমরা উদাহরণ দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম, তৃণমূল-বিজেপি বাইনারিকে ভেঙে ফেলা সম্ভব ৷
ইটিভি ভারত: আপনাকে সিএএ, এনআরসি মঞ্চে বিরোধিতা করতে দেখা গিয়েছে ৷ ভোটের আগেই দেশে সিএএ লাগু হয়েছে ৷ আপনি এটা কী ভাবে দেখছেন ?
সায়রা শাহ হালিম: একে নির্বাচনী যুদ্ধে পরিণত করেছে বিজেপি ৷ এটা এমন বিষয় নয় যে, লোকসভা নির্বাচনের আগেই তাকে চালু করতে হবে ৷ বিজেপির নির্বাচনী এজেন্ডা সিএএ ৷ এটা নির্বাচনের আগে এনে সংখ্যালঘু বিভাজনের রাজনীতি করছে বিজেপি ৷ কোনও জনস্বার্থ নীতি নেই এদের ৷ প্রতিমুহূর্তে একটাই এজেন্ডা দু'টি ধর্ম ৷ মানুষের চাকরি নেই ৷ এই সব সমস্যাগুলির সমাধান করতে হবে ৷ কলকাতার এই আসনটি আমাদের জিততেই হবে ৷ এটা আমাদের লক্ষ্য ৷
ইটিভি ভারত: আপনার বিরুদ্ধে প্রার্থী তৃণমূল সাংসদ মালা রায় ৷ তাঁর সম্পর্কে কী বলবেন ?
সায়রা শাহ হালিম: মালা রায়ের বয়স হয়ে গিয়েছে ৷ শুনেছি, লোকসভা কেন্দ্রে তাঁকে দেখতে পাওয়া যায় না ৷ এমন একজন জনপ্রতিনিধি চাই, যাঁকে এলাকায় দেখা যাবে ৷ মানুষ চায়, যাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাঁকে যেন দেখতে পান ৷ যিনি মানুষের সঙ্গে রাস্তায় থেকে তাদের কথা সংসদে পৌঁছে দেবেন তেমন কাউকেই জেতানো উচিত ৷
ইটিভি ভারত: কলকাতা দক্ষিণ লোকসভা আসনটি খুব সম্মানীয়, গুরুত্বপূর্ণ ৷ এখানে তাবড় নেতা-মন্ত্রীরা থাকেন ৷ আপনি কতটা আত্মবিশ্বাসী ?
সায়রা শাহ হালিম: আমি এই আসন অবশ্যই জিতব ৷ এ বিষয়ে আমি অনেকটাই আশাবাদী ৷ আমাদের দল লড়াই করবে ৷
আরও পড়ুন: